Ajker Rashifal Bengali, 22 September 2025: কী বলছে আজকের দিন? দেখে নিন এদিনের রাশিফল

Today Thursday Horoscope, 22 September, 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন- আজকের দিনটা কেমন যাবে এই রাশিগুলোর? আজকের ভাগ্যফল বিস্তারিত জেনে নিন।

Today Thursday Horoscope, 22 September, 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন- আজকের দিনটা কেমন যাবে এই রাশিগুলোর? আজকের ভাগ্যফল বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
WhatsApp Image 2024-08-31 at 7.28.35 PM

Today Monday Horoscope- 22 September, 2025: সোমবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 22 September 2025: আজকের দিন শুরু হোক শুভ সংবাদ দিয়ে। গ্রহ-নক্ষত্রের অবস্থান প্রতিটি রাশির জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে। কেউ পাবেন নতুন সুযোগ, কেউ সামলাবেন কিছু চ্যালেঞ্জ। চলুন দেখে নেওয়া যাক মেষ থেকে মীন পর্যন্ত আজকের রাশিফল।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজকের দিন আপনার জন্য ইতিবাচক। সামাজিক সম্পর্ক ও ঘনিষ্ঠ সম্পর্কে সমান গুরুত্ব দিন। সৃজনশীল প্রতিভা বাড়ানোর দিকে মন দিন। শুধু ভাবলেই কাজ হবে না, কিছু কাজও করতে হবে।

আরও পড়ুন- জানেন মহিলারা চুড়ি পরেন কেন? কারণটা জানলে অবাক হয়ে যাবেন!

বৃষ/ Taurus রাশিফল Rashifal

নৈতিক ইস্যুতে আপস করার দরকার নেই। আপনার দৃঢ় অবস্থানই আজকের দিনে সবার থেকে আলাদা। তবে, অন্যের কথা শুনতে ভুলবেন না।

Advertisment

আরও পড়ুন- নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা, জানেন কী লাভ হয় এতে?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজ কোনও বড় চুক্তি বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে একটু অপেক্ষা করুন। যেটা আপাতত নিরাপদ মনে হচ্ছে, তাতে ছোটখাটো অসুবিধা থাকতেই পারে।

আরও পড়ুন- দুর্গাপূজায় করা হয় চণ্ডীপাঠ, কিন্তু চণ্ডী এবং দেবী দুর্গা কি একই দেবী?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আলোচনা এবং দর-কষাকষিতে আপনার শক্তি অনেক। কিন্তু প্রতিপক্ষও আজ বেশ শক্তিশালী। অর্ধেক সাফল্যও মেনে নিলে লাভই হবে। সমঝোতার মানসিকতাই আপনাকে এগিয়ে রাখবে।

আরও পড়ুন- বাঙালির কাছে মহালয়া মানে তিনি, জানেন কোথায় থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র? কীভাবে তৈরি হয়েছিল মহিষাসুরমর্দিনী?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আপনার আশপাশে যাঁরা আছেন, তাঁরা আপনাকে ভালোবাসেন—এটা মনে রাখুন। মানসিক চাপ কিছুটা কমিয়ে ছোটখাটো কথোপকথনে মন দিন। এতে বড় বোঝা হালকা হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আপনি জন্মগতভাবে একটু দুশ্চিন্তাপ্রবণ। আজ সেই প্রবণতা বাড়তে পারে। নতুন সমস্যার মুখোমুখি হতে পারেন। সমাধান হল, নিজেকে হালকা রাখার চেষ্টা করুন।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ কর্মক্ষেত্রের দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে থেকে নিজের আগ্রহ ও সামাজিক সম্পর্কের দিকে মন দিন। এতে আপনি নতুন এনার্জি পাবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

সত্য আর ভ্রমের মধ্যে পার্থক্য করা আপনার পক্ষে কঠিন হলেও আজ সত্য উপলব্ধির সুযোগ আছে। হয়তো আপনি ভুল ছিলেন, আর প্রতিদ্বন্দ্বী সঠিক।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আজ সীমাবদ্ধতা থাকলেও তা থেকে শীঘ্রই মুক্তি পাবেন। ধৈর্য ধরুন, আর আগামী দিনের প্রস্তুতি নিন। এখন তাড়াহুড়ো নয়, পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আজকের কঠিন গ্রহগত অবস্থানও আপনার পক্ষে কাজ করতে পারে। যা বাধা মনে হচ্ছে, তা-ই আপনার আর্থিক নিরাপত্তার ভিত্তি হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

এখন আপনার ভবিষ্যত আপনার নিজের হাতে। নতুন সুযোগ সামনে আসবে, তবে দিশা আপনাকেই খুঁজে নিতে হবে। নিজের পথ বেছে নেওয়ার সময় এসেছে।

মীন/ Pisces রাশিফল Rashifal

খুব শিগগিরই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি চাইলে কখন আবেগ প্রকাশ করবেন, সেই সিদ্ধান্তটা নিজে নেবেন। হয়তো সুখকর চমকও পেতে পারেন।

আজকের দিনটি কারও জন্য নতুন সুযোগ, কারও জন্য শিক্ষা, আবার কারও জন্য পরীক্ষা নিয়ে এসেছে। তবে সব রাশির জন্যই বার্তা একটাই— ধৈর্য, ইতিবাচক মনোভাব ও সঠিক সিদ্ধান্তই সাফল্যের পথে এগিয়ে নেবে।

bengali Ajker Rashifal