Ajker Rashifal Bengali, 27 September 2025: মেষ থেকে মীন, দেখুন কী বলছে আজকের রাশিফল

Ajker Rashifal Bengali, 27 September 2025: শনিবারের রাশিফল ২০২৫, মেষ থেকে মীন– প্রেম, অর্থ, কর্মজীবন, সম্পর্কের পূর্ণাঙ্গ পূর্বাভাস জেনে নিন এখানে। আজকের ভাগ্য সম্পর্কে জানুন বিস্তারিত।

Ajker Rashifal Bengali, 27 September 2025: শনিবারের রাশিফল ২০২৫, মেষ থেকে মীন– প্রেম, অর্থ, কর্মজীবন, সম্পর্কের পূর্ণাঙ্গ পূর্বাভাস জেনে নিন এখানে। আজকের ভাগ্য সম্পর্কে জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
saturday horoscope

saturday horoscope, 27 September, 2025: শনিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 27 September 2025: শনিবার থাকে শনি গ্রহের অধিপত্য। বহু সময়েই শনি গ্রহকে বিলম্ব বা বাঁধার প্রতীক বলা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি দীর্ঘস্থায়ী সম্পর্ক, দায়িত্বশীলতা এবং ইতিবাচক স্থায়িত্বের প্রতীক। তাই শনিবার নতুন চুক্তি, পরিকল্পনা বা স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ দিন। এবার দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার রাশিফল কী বলছে—

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজকের দিনে অন্যদের সঙ্গে মেলামেশা করতে ভালো লাগবে। তবে খুব আঁকড়ে ধরবেন না। আপনি নেতৃত্ব নিতে স্বাভাবিকভাবেই অভ্যস্ত, কিন্তু মনে রাখবেন, অন্যদেরও নিজস্ব জীবন আছে। একটু ছাড় দিলে আপনার প্রতি সবার সম্মান আরও বাড়বে।

আরও পড়ুন- সন্ধিপুজো বাদ দিয়ে কি দুর্গাপুজো সম্ভব? সত্যিটা কী, ভালো করে জেনে নিন

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজকের দিনটি আনন্দের জন্য অত্যন্ত উপযুক্ত। হোক সেটা সিনেমা, নাটক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা। মনকে হালকা করুন এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করুন।

আরও পড়ুন- এই দেবীকেই দুর্গা বলে বাঙালি! শারদোৎসবে এই দেবীর রূপেরই পুজো হয়, জানেন কি?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না। মানুষ ও পরিস্থিতিকে বাস্তবভাবে দেখুন। মনে রাখুন – বুদ্ধিমান জেনারেল কখনও এমন যুদ্ধে নামে না যেখানে হারার সম্ভাবনা বেশি। সতর্ক থাকলে অপ্রয়োজনীয় সমস্যাকে এড়াতে পারবেন।

আরও পড়ুন- নবরাত্রির সঙ্গে দুর্গাপুজো কিছুতেই মেলে না, খাদ্যাভ্যাসই ফারাকটা বুঝিয়ে দেয়!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজ ঘুরে বেড়ানো এবং নতুন কিছু জানার দিন। কৌতূহল মেটান, মানুষের গল্প শুনুন। পাশাপাশি এমন কাউকে খুঁজে নিন যিনি বাস্তবে আপনাকে পরামর্শ দিতে পারেন এবং সাহায্য করতে পারেন।

আরও পড়ুন- নবরাত্রিতে এই শুভেচ্ছাবার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন

সিংহ/ Leo রাশিফল Rashifal 

বৃহস্পতির আশীর্বাদে আজ আপনি উদ্যোগ নিতে পারবেন। অর্থব্যয়, কেনাকাটা বা সঞ্চয়ের মতো বিষয় আজ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে মনে রাখবেন, সম্পর্কের আবেগের দিকও খরচের মতই গুরুত্বপূর্ণ।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

পেশাগত বা ব্যক্তিগত কিছু সমস্যার মুখোমুখি হতেই হবে। তবে দীর্ঘমেয়াদি প্রশ্নগুলো আপাতত স্থগিত রাখাই ভালো। আজ নিজের কাজকর্ম, ঘর সাজানো বা হালকা ব্যস্ততায় দিন কাটান।

তুলা/ Libra রাশিফল Rashifal

আপনার সন্দেহই আপনাকে আটকে দিতে পারে। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে আজ নয়, বরং আগামিকাল বা আগামী মাসে পরিকল্পনা করুন। তাড়াহুড়ো করলে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বাদ পড়ে যেতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ ভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। শুরুতেই নিজের প্রয়োজনগুলো স্পষ্ট করুন। অন্যরা হয়তো জানে আপনি সিরিয়াস, তবে পরিষ্কারভাবে জানানোটাই ঠিক।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

চাঁদের প্রভাব আজ আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। কিন্তু আবেগকে স্বীকার করলে মন হালকা হবে। বড় কোনও পরিকল্পনা বা ভবিষ্যতের তারিখ ঠিক করতে চাইলে এখনই পদক্ষেপ নিন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আজ নিজের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সেরা সময়। শিল্প-সংস্কৃতি বা প্রেম—যে কোনও ক্ষেত্রেই আনন্দ খুঁজে নিন। আপনার সুখে আশেপাশের মানুষও খুশি থাকবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। আগের সমস্যাগুলো ভুলে গিয়ে এখন সব কিছু মেরামত করুন। যদি কঠিন আবেগকে ধরে রাখেন তবে আগামী মাসে তা আরও বেড়ে যেতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal

আজকের দিনটি আগের থেকে অনেক ইতিবাচক। সূর্য ও বুধের শুভ অবস্থান আপনাকে অন্যের ওপর নির্ভর করতে সাহায্য করবে। তবে সময়জ্ঞান গুরুত্বপূর্ণ—দেরি করলে সমস্যায় পড়তে পারেন।

শনিবারের রাশিফল ২০২৫ আমাদের শেখায় দায়িত্বশীলতা, সম্পর্কের মূল্য এবং নতুন সূচনার শক্তি। মেষ থেকে মীন—প্রত্যেক রাশির আজকের ভাগ্য আলাদা হলেও, দিনের শেষে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে হবে।

Ajker Rashifal bengal