/indian-express-bangla/media/media_files/2025/06/21/today-sunday-horoscope-2025-06-21-22-40-31.jpeg)
Today Sunday horoscope- রবিবারের রাশিফল, 28 September, 2025।
Ajker Rashifal Bengali, 28 September 2025: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫। আজকের দিনটি ১২টি রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন ফলাফল বয়ে আনবে। প্রেম, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্যের ক্ষেত্র কেমন যাবে আজকের দিন? জেনে নিন বিস্তারিত বাংলা রাশিফল।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ ব্যস্ত সময়সূচির মধ্যেও আপনার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন। অর্থভাগ্য ভালো থাকবে, তবে পারিবারিক জীবনে সামান্য টানাপোড়েন হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন সূচনা দেখা দিতে পারে।
আরও পড়ুন- দুর্গাপুজোয় মহাষ্টমীর বিরাট গুরুত্ব, কবে দুর্গাষ্টমী? জানুন বিস্তারিত
বৃষ/ Taurus রাশিফল Rashifal
পরিবারে আনন্দদায়ক সময় কাটবে, বিশেষ করে সন্তানদের সাফল্য আপনাকে খুশি করবে। খরচে সংযম রাখলে আর্থিক উন্নতি হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে।
আরও পড়ুন- নবরাত্রির এই সব তিথিতে কেনাকাটা করলেই চমকাবে কপাল! জানুন দিনগুলো
মিথুন/ Gemini রাশিফল Rashifal
অর্থক্ষেত্রে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ আপনার দিনটিকে রঙিন করবে। তবে অযথা সময় নষ্ট করলে ক্ষতি হতে পারে।
আরও পড়ুন- নবরাত্রিতে জন্ম নেওয়া শিশুর ভাগ্য কেমন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জানুন বিস্তারিত!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। নিকট আত্মীয়ের সাহায্যে আর্থিক দিক উন্নত হতে পারে। দাম্পত্য জীবনে ভালোবাসা গভীর হবে।
আরও পড়ুন- তিনি ভারতে নবজাগরণের অগ্রদূত, ব্রিটিশ পার্লামেন্টেও বক্তব্য রেখেছিলেন রামমোহন
সিংহ/ Leo রাশিফল Rashifal
আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। কাজের জায়গায় সাফল্য পাবেন। প্রেমজীবন ক্ষণস্থায়ী হলেও আনন্দদায়ক হবে। দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, তবে শেষে মিলন ঘটবে।
আরও পড়ুন- নবরাত্রির পঞ্চমীতে স্কন্দমাতার পূজা, কী তার পদ্ধতি, কোন কায়দায় চলে আরাধনা?
কন্যা/ Virgo রাশিফল Rashifal
সৃজনশীল কাজে মন বসবে। ভালোবাসার মানুষ থেকে বিশেষ আনন্দ পাবেন। পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা/ Libra রাশিফল Rashifal
সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরামর্শ কাজে লাগবে। সন্তানদের সাফল্যে গর্বিত হবেন। প্রেম ও পরিবার দু’দিকেই আনন্দ আসবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সময় কাটবে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ আর্থিক উন্নতি হবে, তবে প্রেমজীবনে জটিলতা আসতে পারে। খালি সময়ে পুরনো কাজগুলো শেষ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে সময় দিন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আজ আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। অর্থ ও মানসিক শান্তি দুটোই আসবে। দাম্পত্য সম্পর্কে মিষ্টি মুহূর্ত কাটবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
আজ আর্থিক উন্নতি হবে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন। প্রিয়জনের সঙ্গে ছোটখাটো ঝগড়া হলেও শেষে মিলন হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। পুরোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রিয়জনের খামখেয়ালি ব্যবহার কিছুটা বিরক্ত করতে পারে, তবে ভালোবাসা অটুট থাকবে।