Budh Shukra Conjunction 2025: ঠিক ৫ বছর পর ঘটতে চলেছে বুধ-শুক্রের বিরল সংযোগ। যার ফলে কয়েকটি রাশির শুভ দিন শুরু হতে চলেছে। এই সব রাশিগুলোর ধন-সম্পদ এবং মান-মর্যাদায় বিপুল অগ্রগতি ঘটতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলা রাশিতে ঘটতে চলেছে বুধ-শুক্রের এই মহাসংযোগ। যার ফলেই কয়েকটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে। এর প্রভাব পড়বে মানবজীবন, দেশ এবং গোটা বিশ্বের ওপর।
আরও পড়ুন- প্রতিদিন সকালে খালিপেটে অরেঞ্জ জুস খান, জানেন কী প্রভাব পড়ছে অন্ত্রের ওপর?
জ্যোতিষীরা জানিয়েছেন, নভেম্বর মাসে গ্রহের রাজপুত্র বুধ এবং সম্পদের দাতা শুক্রের সংযোগ ঘটবে। তুলা রাশিতে তৈরি হবে এই সংযোগ। যার ফলে কিছু রাশির জীবনে শুভ দিন শুরু হবে। তাঁদের সম্পদও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এই রাশির জাতক-জাতিকারা তাঁদের আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারবেন এই সময়কালে। পাশাপাশি তাঁদের দেশ-বিদেশে ভ্রমণের সম্ভাবনাও তৈরি হবে। চলুন জেনে নেওয়া যাক, এই সময়কালে ঠিক কোন রাশিগুলোর জীবনে অগ্রগতি ঘটতে চলেছে।
আরও পড়ুন- 'জেনারেশন জেড'-এর জন্য ফিরছে শক্তিমান, মোবাইল ফোনই ১ম ভিলেন! জানালেন মুকেশ খান্না
তুলা রাশি
এই সংযোগে লাভবান হবে যে রাশিগুলো, সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে তুলা রাশির। বুধ এবং শুক্রের এই সংযোগ তুলা রাশিচক্রের ঊর্ধ্বগতিতে তৈরি হতে চলেছে। এর ফলে তুলা রাশির জাতকদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। তাঁদের বিবাহিত জীবন সুখের হবে। অংশীদারিত্বের ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। একইসঙ্গে অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। তাঁরা বিদেশ ভ্রমণ করতে পারেন। আর, তুলা রাশির চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সম্মান লাভ করবেন। তাঁরা কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ পাবেন। অংশীদারিত্বের ব্যবসাতেও তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- মাত্র ৩ মিনিটেই বানিয়ে ফেলুন ২টি মিষ্টি! ভরসন্ধ্যায় সকলে মিলে খান তৃপ্তি করে
কন্যা রাশি
বুধ এবং শুক্রের এই সংযোগে কন্যা রাশির জাতকরা লাভবান হতে পারেন। দুই গ্রহের এই সংযোগের ফলে কন্যা রাশির জাতকদের ধন এবং বাক স্বভাবের পরিবর্তন হতে চলেছে। এই সময় কন্যা রাশির জাতকদের কথার প্রভাব বৃদ্ধি পাবে। যা মানুষকে প্রভাবিত করবে। সঙ্গে, কন্যারাশির শিক্ষার্থীরা লেখাপড়ায় অগ্রগতি করবেন। তাঁদের প্রেমের সম্পর্কে উন্নতি ঘটবে। আর্থিক অবস্থা ভালো হবে। তাঁরা বিনিয়োগ থেকেও লাভবান হতে পারেন। এই সময়ে তাঁরা আটকে থাকা অর্থ পেতে পারেন। পাশাপাশি, তাঁরা অর্থ সঞ্চয়েও সফল হবেন।
আরও পড়ুন- মাত্র ১টি পেঁয়াজেই বানিয়ে ফেলুন দুর্দান্ত তরকারি, ৫ মিনিটেই পান সুস্বাদু এবং পুষ্টিকর খাবার
মকর রাশি
বুধ এবং শুক্রের এই সংযোগ মকর রাশির জাতকদের জন্যও ইতিবাচক প্রমাণিত হতে পারে। এই সময়কালে মকর রাশির জাতকরা কর্ম এবং ব্যবসায় বিশেষ অগ্রগতি ঘটাতে পারেন। এই সময়কালে মকর রাশির শিক্ষার্থীরা লেখাপড়া এবং নতুন দক্ষতায় সাফল্য পাবেন। চাকরি পেতে পারেন বেকার যুবক-যুবতীরা। কর্মক্ষেত্রে চাকরিজীবীরা জুনিয়র এবং সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ীরা ভালো অর্থ পেতে পারেন। তৈরি হতে পারে আয়ের নতুন উৎস।