Mukesh Khanna on Generation Z: ভারতের টেলি দুনিয়ার সুপারহিরো ‘শক্তিমান’ এবার নতুন প্রজন্ম বা জেনারেশন জেড 'Generation Z'-কে নিয়ে চিন্তিত। এই চরিত্রের অভিনেতা মুকেশ খান্না স্পষ্টভাবেই জানিয়েছেন, বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে বড় হুমকি এখন মোবাইল ফোনের আসক্তি। তিনি বলেছেন, 'আমি যদি আজ শক্তিমান বানাতাম, তাহলে প্রথম পর্বেই ভিলেন বানাতাম মোবাইল ফোনকেই।'
আরও পড়ুন- মাত্র ৩ মিনিটেই বানিয়ে ফেলুন ২টি মিষ্টি! ভরসন্ধ্যায় সকলে মিলে খান তৃপ্তি করে
আত্মার চেয়ে প্রযুক্তি গুরুত্বপূর্ণ নয়
মুকেশ খান্না পরিষ্কার জানিয়েছেন, শক্তিমান কখনও আয়রন ম্যান 'Iron Man' বা স্পাইডার ম্যান 'Spider Man'-এর মত গ্যাজেট-নির্ভর নায়ক নন। তাঁর আসল শক্তি আত্মশক্তি এবং নৈতিক শিক্ষা। মুকেশ খান্নার কথায়, 'লোকজন বলে, অ্যাভেঞ্জার্স এসেছে, শক্তিমানের শক্তি বাড়াও। আমি বলি, শক্তিমানের শক্তি তাঁর অন্তরের মূল্যবোধ থেকে উঠে আসে, কোনও গ্যাজেট থেকে নয়।' একইসঙ্গে মুকেশ জানিয়েছেন, নতুন শক্তিমানের ভিজ্যুয়াল হয়ত আধুনিক হবে, কিন্তু আদর্শ থাকবে সেই আগের মতই অটুট।
আরও পড়ুন- মাত্র ১টি পেঁয়াজেই বানিয়ে ফেলুন দুর্দান্ত তরকারি, ৫ মিনিটেই পান সুস্বাদু এবং পুষ্টিকর খাবার
তাহলে নতুন 'শক্তিমান' কোনক্ষেত্রে আলাদা হতে পারে?
আধুনিক সিনেমাটোগ্রাফি ও প্রোডাকশন ভ্যালুতে, প্রযুক্তির আসক্তির বিরুদ্ধে ডিজিটাল হুমকিকে মুখ্য থিম করে, নতুন প্রজন্মের উপযোগী কাস্টিংয়ের মাধ্যমে। এমনটাই মত এই অভিনেতার। তিনি এই সবের জন্য মূল্যবোধ বিসর্জন দিতে নারাজ। মুকেশ খান্নার কথায়, 'আজকের শিশুরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শক্তিমান তাদেরকে ভারসাম্য শিখাতে পারে।'
আরও পড়ুন- প্রতিদিন সকালে খালিপেটে অরেঞ্জ জুস খান, জানেন কী প্রভাব পড়ছে অন্ত্রের ওপর?
নিজের কেরিয়ার সম্পর্কে মুকেশ
মুকেশ খান্না জানিয়েছেন, তিনি সিনেমা জগতে নিজের পথ নিজে গড়েছেন। তাঁর কথায়, 'আমি কোনও পার্টির মাধ্যমে পরিচিতি পাইনি। আমি কাজ চাইতে কারও কাছে যাইনি। ঈশ্বর যা দিয়েছেন, তাতেই আমি কৃতজ্ঞ।' বিআর চোপড়ার মহাভারতের ভীষ্ম জানিয়েছেন, তাঁর ধারণা যে আজকের সিনেমা ইন্ডাস্ট্রিতে লেখকদের মূল্য কমে গেছে, আর তারকাদের প্রাধান্য বেড়েছে।
মুকেশের শর্ত
মুকেশ বেশ কিছু বিষয় মেনে চলেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, 'স্ক্রিপ্ট ভালো হলে, তবেই আমি অভিনয় করি।' তিনি জানান, স্ক্রিপ্ট না জেনে কখনও অভিনয় করতে রাজি হন না। সঙ্গে তাঁর শর্ত থাকে, ভিলেনের চরিত্র করবেন না, রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন না, দাড়ি কামাবেন না।
আরও পড়ুন- সরষের তেলের ৯ বৈজ্ঞানিক উপকারিতা, শুনলে চমকে উঠবেন!
মেনে চলেন সুস্থতার মন্ত্র
নিরামিষাশী মুকেশের কথায়, তিনি কখনও ধূমপান বা মদ্যপান করেননি। প্রতিদিন যোগাসন এবং ধ্যান করেন। যা তাঁকে জীবনের ভারসাম্য রক্ষায় সাহায্য করেছে। তিনি বলেন, 'যদি সকালে শরীরকে সময় দাও, গোটা দিনটাই তোমার হতে পারে।' নিজের প্রতি আত্মবিশ্বাসী মুকেশ জানিয়েছেন, বিশেষ কোনও অভিনেতার সঙ্গে কাজ করার স্বপ্ন তাঁর নেই। বরং চান, অন্যান্য অভিনেতারা তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করুক। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— অনেকেই নিজেদের কেরিয়ারের প্রথম দিকে তাঁর সঙ্গে কাজ করেছেন। সেকথাও মনে করিয়ে দিয়েছেন এই বলি অভিনেতা।