scorecardresearch

Daily Bangla Rashifal, 16 January 2019: কেমন কাটবে আপনার দিন, জানুন রাশিফল

Today’s Horoscope Prediction, 31 December 2018: মুগ পুলি, দুধ পুলি, চন্দ্রপুলি, ক্ষীরকাঠি…উফফ! এমন দিনে মন কেমন হবার সাধ্যি আছে? তবে হ্যাঁ, মন কেমন না হলেও দিন কেমন, জানতে হবে তো, নাকি? ঝটপট দেখে ফেলুন আপনার রাশিফল। 

Daily Bangla Rashifal, 16 January 2019: কেমন কাটবে আপনার দিন, জানুন রাশিফল
Free Today's Horoscope in Bengali: জানুন আজকের রাশিফল।

Daily Bangla Rashifal, 16 January 2019:

দেখতে দেখতে পৌষ পেরল। মকর সংক্রান্তির দিনে পিঠে পুলি পায়েস-এ মুখ ডুবিয়ে দিব্যি কাটছে দিন। জিভে জল আনা এমন সব পদ থাকতে দিন খারাপ কাটবে, তা কী হয়? ভোর ভোর উঠে গরম কাপে চুমুক দেওয়ার আগে আজ বুঝি দুধ জ্বাল দিয়েছেন ঘন করে। মুগ পুলি, দুধ পুলি, চন্দ্রপুলি, ক্ষীরকাঠি…উফফ! এমন দিনে মন কেমন হবার সাধ্যি আছে? তবে হ্যাঁ, মন কেমন না হলেও দিন কেমন, জানতে হবে তো, নাকি? ঝটপট দেখে ফেলুন আপনার রাশিফল।

মেষ

নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে শেষ করে নিন এই বেলা। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।

বৃষ
গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে।

আরও পড়ুন, নীরবের ‘বেআইনি’ বাংলো ভাঙার নির্দেশ বম্বে হাইকোর্টের

মিথুন
আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সাবধানে সিদ্ধান্ত নেবেন।

কর্কট
সার্বিক বিচারে সময়টাভালমন্দে মিশিয়ে কাটলেও  আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। নতুন বছরে মোটা উপার্জন হবে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ।

সিংহ
সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। বৈবাহিক জীবন খুবই মসৃণ হবে, পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে নাকচ বিজেপি-র রথযাত্রা, বিবেচনা করুক রাজ্য

কন্যা
কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগকে গুরুত্ব দেবেন না।

তুলা
আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

বৃশ্চিক
খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। সন্তানের জন্য কোনও কারণে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।

আরও পড়ুন, গুলি চালানোর দরকার ছিল না, বললেন মাণিক সরকার

ধনু
বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

মকর
আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। মায়ের শরীর নিয়ে চিকিত্সকের পরামর্শ নিন।  কোমরে যন্ত্রণা বৃদ্ধি পাবে।

কুম্ভ
অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। । শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।

আরও পড়ুন, কংগ্রেসের গোপ্রীতি? গরু দত্তক নিলেই সংবর্ধনা!

মীন
সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না, বাকি সময় ভালই কাটবে।

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Bengali App.

Web Title: Horoscope ajker rashifal today december 31 2018 aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces