/indian-express-bangla/media/media_files/2025/05/31/d7krA4UK0NWZNVW95mG9.jpg)
Jamai Sasthi 2025: জামাই ষষ্ঠী ২০২৫। (প্রতীকী ছবি)
Jamai Sasthi 2025: বাঙালির এক ঐতিহ্যবাহী উৎসব হল জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি। জামাই আদর, শাশুড়ি-মেয়ের আত্মিক সম্পর্ক, আর মা ষষ্ঠীর আশীর্বাদ এই উৎসবের মূল সুর। ২০২৫ সালে জামাই ষষ্ঠী পালিত হবে ১ জুন, রবিবার। ষষ্ঠী তিথি শুরু হবে ৩১ মে রাত ১২টা ৩৪ মিনিটে, এবং শেষ হবে ১ জুন রাত ১২টা ৮ মিনিটে।
জামাই ষষ্ঠীর গুরুত্ব ও ইতিহাস
লোককথা অনুযায়ী, এই দিন মা ষষ্ঠীর পুজো করে মেয়ের ঘরে পুত্রসন্তানের কামনায় ব্রত পালন করতেন শাশুড়ি মায়েরা। আগে বিশ্বাস ছিল, কন্যা সন্তানের যদি পুত্র না জন্মায়, তবে তাঁর গর্ভে পুত্র সন্তানের জন্মের কামনায় এই দিনে পূজার আয়োজন হত। সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা বদলেছে। এখন এই উৎসব শুধুই জামাইকে সম্মান জানানোর দিন, এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা।
আরও পড়ুন- বেদান্তের ব্রাজিলিয়ান দূত! পদ্মশ্রীজয়ী জোনাস মাসেত্তির আধ্যাত্মিক যাত্রা মন কেড়েছে ভারতের
জামাই ষষ্ঠীর রীতি ও উপকরণ
এই দিনে সকালে উপবাস করে মা ষষ্ঠীর পুজো করেন শাশুড়ি মায়েরা। প্রয়োজন হয়—
বটগাছের চারা
বাঁশের করুল
তালের পাখা
ধান ও ১০৮টি দূর্বা
করমচা ফল
আরও পড়ুন- পার্লারে গিয়ে পকেট খালি করবেন না, এবার ঘরেই মাত্র ৩০ মিনিটে করুন হেয়ার স্পা!
পাঁচ রকমের গোটা ফল
মরশুমি ফল (আম, লিচু, জাম, কাঁঠাল)
পান-সুপারি
নতুন বস্ত্র
উপহার সামগ্রী
পুজো শেষে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বাঁধা হয়, কপালে দেওয়া হয় তেল-হলুদের ফোঁটা এবং তালপাতার পাখা দিয়ে বাতাস করে বলা হয় 'ষাট-ষাট-ষাট'। এরপর জামাইকে আশীর্বাদ করে দেওয়া হয় সাজানো থালায় ফল ও উপহার।
আরও পড়ুন- ১ সপ্তাহেই চুল পড়া বন্ধ! আদা-নারকেল তেলের ঘরোয়া প্যাক ট্রাই করেছেন?
আধুনিক জামাই ষষ্ঠী
বর্তমানে ব্যস্ত জীবনের ছন্দে অনেকেই বাড়ির পরিবর্তে রেস্তোরাঁয় পালন করেন জামাই ষষ্ঠী। বহু হোটেল ও রেস্তোরাঁয় এদিন থাকে বিশেষ ‘জামাই ষষ্ঠী মেনু’। তবে উৎসবের মূল ভাবনা—জামাইয়ের প্রতি সম্মান, ভালোবাসা এবং পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানো—সেই ঐতিহ্য এখনও অটুট।
আরও পড়ুন- ভিজে বাদাম ও মেহেন্দি দিয়ে চুল কালো করার প্রাকৃতিক টোটকা, জেনে নিন ব্যবহার পদ্ধতি
জামাই ষষ্ঠী ২০২৫ শুধু একটি আচার নয়, বরং তা এক আন্তরিক সম্পর্কের উৎসব। যে কোনও উৎসবের মতই এই দিনও বয়ে আনে আনন্দ, একতার বার্তা এবং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার এক সুযোগ। তাই আসুন, রীতি মেনে, ভালোবাসা দিয়ে উদযাপন করি আমাদের বাঙালি ঐতিহ্য 'জামাই ষষ্ঠী'।