Kamika Ekadashi: কামিকা একাদশীর উপবাস, পূজা পদ্ধতি, গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানুন

Kamika Ekadashi: কামিকা একাদশী পালিত হচ্ছে ২০২৫ সালের ২১ জুলাই, সোমবার। শ্রাবণ মাসের এই একাদশীতে উপবাস করলে মিলতে পারে হাজার বছরের তপস্যার ফল।

Kamika Ekadashi: কামিকা একাদশী পালিত হচ্ছে ২০২৫ সালের ২১ জুলাই, সোমবার। শ্রাবণ মাসের এই একাদশীতে উপবাস করলে মিলতে পারে হাজার বছরের তপস্যার ফল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kamika Ekadashi Horoscope

Kamika Ekadashi Horoscope: কামিকা একাদশীর মাহাত্ম্য বিস্তারিত জেনে নিন।

Kamika Ekadashi Horoscope: ফের আরেকটা একাদশী চলে এসেছে। এবার কামিকা একাদশী। আর, প্রতিটি একাদশীর মত এই একাদশীরও বিশেষ গুরুত্ব রয়েছে। সেটা হল অমৃতসিদ্ধি এবং সর্বার্থসিদ্ধি যোগ। একাদশী প্রতিমাসে দুটি করে হয়। একটি হল শুক্লপক্ষের একাদশী, অপরটি হল কৃষ্ণপক্ষের। তার মধ্যে শ্রাবণ মাসের একাদশীকে বলা হয় কামিকা একাদশী। এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শিব এবং ভগবতী পার্বতীর পূজা করার রীতি প্রচলিত রয়েছে।

Advertisment

কামিকা একাদশী

আরও পড়ুন- এই প্রাণীর সারা শরীরে শত শত চোখ! চেনেন এই প্রাণীকে?

Advertisment

এবছর কামিকা একাদশীর উপবাস ২১ জুলাই পালিত হচ্ছে। দিনটি আবার শ্রাবণ সোমবার। এই সব কারণে এই দিনটিতে দেব-দেবীদের পূজার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। একথা মনে করা হয় যে, এই তিথিতে নিষ্ঠার সঙ্গে পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। জীবনের সর্বস্তরের অসুবিধা দূর হয়। চলুন কামিকা একাদশীর উপবাসের শুভক্ষণ, পূজা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

আরও পড়ুন- দিনে কতগুলি ডিম খাওয়া নিরাপদ? জেনে নিন, ঠিক কী বলছেন বিশেষজ্ঞ

বৈদিক পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বা কামিকা একাদশী ২১ জুলাই সকাল ৯টা ৩৮ মিনিটে শেষ হবে। এই উপবাসের শুভ সময় হল, ২২ জুলাই মঙ্গলবার, ভোর ৫টা ৩৭ থেকে সকাল ৭টা ৫ পর্যন্ত। নিয়ম অনুযায়ী, এই দিন ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হয়। পূজার স্থান পরিষ্কার করতে হয়। ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি  রেখে সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দিতে হয়। 

আরও পড়ুন- রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে পাকা করুন কালো, পান ঝলমলে চুল!

পাশাপাশি, ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, তুলসীপাতা, চন্দন, পঞ্চামৃত, হলুদ বস্ত্র, নৈবেদ্য নিবেদন করতে হয়। ভগবানকে কমপক্ষে ২১টি তুলসীপাতা নিবেদন করতে হয়। কারণ, তুলসী ছাড়া শ্রীহরির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। নামজপের পাশাপাশি এই তিথিতে খাঁটি দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরতি করতে হয়। ভক্তি সহকারে কামিকা একাদশীর ব্রতকথা শুনতে হয় বা পড়তে হয়। 

আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?

হিন্দু ধর্মে কামিকা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রাচীন হিন্দু গ্রন্থেও এই উপবাসের গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন যে, কামিকা একাদশীতে উপবাসের পুণ্য হাজার বছরের তপস্যার সমান। এই দিনে উপবাস এবং পূজা করলে ব্যক্তির পাপ নষ্ট হয়। তিনি মোক্ষলাভ করেন। 

Ekadashi Horoscope Kamika