Hair Dye: রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে চুল করুন কুচকুচে কালো, পান উজ্জ্বলতা!

Hair Dye: অকাল পাকা চুল ঢাকুন একদম প্রাকৃতিক ঘরোয়া কায়দায়। কোনও রাসায়নিক ছাড়াই। মেহেদি ও ঘরোয়া উপাদানে মাত্র ৫ মিনিটেই ফিরে আসবে চুলের রঙ ও স্বাস্থ্য।

Hair Dye: অকাল পাকা চুল ঢাকুন একদম প্রাকৃতিক ঘরোয়া কায়দায়। কোনও রাসায়নিক ছাড়াই। মেহেদি ও ঘরোয়া উপাদানে মাত্র ৫ মিনিটেই ফিরে আসবে চুলের রঙ ও স্বাস্থ্য।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Natural Hair Dye

Natural Hair Dye: ন্যাচারাল হেয়ার ডাই।

Natural Hair Dye: আজকাল অনেকেই অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যায় ভুগছেন। এর পেছনে রয়েছে স্ট্রেস, দূষণ, অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাস। সাধারণত, চুল পেকে গেলে অনেকেই বাজারের রাসায়নিকভিত্তিক হেয়ার ডাই ব্যবহার করে থাকেন। কিন্তু এই রাসায়নিক পদার্থগুলো চুলের স্বাস্থ্যের আরও ক্ষতি করে দেয়।

Advertisment

অতিরিক্ত চুল পড়া, শুষ্কতা, স্ক্যাল্পে চুলকানি এবং খুশকি—এসব সমস্যা তৈরি করে কেমিক্যাল রং। তাই এখন অনেকেই প্রাকৃতিক চুলের রঙ বা Herbal Hair Dye-এর দিকে ঝুঁকছেন।

প্রাকৃতিক কায়দায় পাকা চুলকে কালো করবেন কীভাবে?

এই কাজটা করে দেবে মেহেন্দি। মেহেন্দি শুধুমাত্র চুল রঙ করে না, এটি স্ক্যাল্পের যত্নও নেয় এবং চুলকে করে তোলে নরম ও মসৃণ। ঘরে বসেই আপনি এটি সহজেই বানাতে পারেন। এজন্য লাগবে ২ কাপ মেহেন্দির গুঁড়ো, ১টি লেবুর রস, ২ চামচ কফি পাউডার, ১ কাপ বিটরুট। এগুলো সব একটি কাচের পাত্রে মিশিয়ে পেস্ট তৈরি করুন। . সারারাত পেস্টটি ঢেকে রেখে দিন। পরের দিন চুলের ত্বকে বা স্ক্যাল্পে ও চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। মাথায় ২-৩ ঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ওই দিন আর শ্যাম্পু ব্যবহার করবেন না।

Advertisment

আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেহেন্দি চুলে প্রাকৃতিক বা ন্যাচারাল রং আনে। চুলকে করে বাদামি বা লালচে আভাযুক্ত। মাথার ত্বক পরিষ্কার করে। চুল পড়া ও খুশকি কমায়। চুলে প্রাকৃতিক উজ্জলতা এবং নরম ভাব নিয়ে আসে।

আরও পড়ুন- এই প্রাণীর সারা শরীরে শত শত চোখ! চেনেন এই প্রাণীকে?

যদি আপনার খুব তাড়া থাকে তাহলে, মেহেন্দির পাতাকে পিষে সঙ্গে একটু গরম জল মিশিয়ে ৫ মিনিটে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় ভালোভাবে লাগান। হালকা গরম চায়ের জলে মিশিয়ে লাগালে মাথায় খুব দ্রুত বসে যাবে।  এট আপনার পাকা চুলকে সঙ্গে সঙ্গে ঢেকে দেবে এবং চুলের কালো রং টিকেও থাকবে অনেকদিন।

আরও পড়ুন- লিভারের স্বাস্থ্যের জন্য এড়িয়ে চলুন এই ৩ খাবার, নাম শুনলে অবাক হয়ে যাবেন!

মেহেন্দির রং ধুয়ে ফেলার সময় ফের চায়ের ফোটানো জল ব্যবহার করতে পারেন। এতে চুলের রং গাঢ় হবে। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে। চুলের রুক্ষভাব কমে যাবে। তবে প্রথমবার ব্যবহারের আগে একটি প্যাচ টেস্ট করে নেবেন। যাতে কোনওরকম অ্যালার্জির প্রবণতা থাকলে আগেই ধরা যায়। রাসায়নিক হেয়ার কালারের সঙ্গে এটা কখনও মেশাবেন না। চুল ধোয়ার পর অন্তত ২৪ ঘণ্টা শ্যাম্পু করবেন না। প্রতি  সপ্তাহে ১-২ বার এই প্রাকৃতিক রং ব্যবহার করলে ধীরে ধীরে পাকা চুল আর নেই।

আরও পড়ুন- রান্নাঘরের ভেষজ, তা দিয়েই ঘাড়ের কালো দাগ দূর করুন চিরতরে!

অকালপক্ক চুল নিয়ে অযথা দুশ্চিন্তার কিছু নেই। রাসায়নিক হেয়ার ডাই-এর বদলে এই প্রাকৃতিক হেয়ার ডাই ব্যবহার করলে আপনার পাকা চুল শুধু কালোই হবে না, আপনার চুল হবে স্বাস্থ্যকর, প্রাণবন্ত এবং ঝলমলে। মাত্র ৫ মিনিটেই পেয়ে যাবেন কালো চুল। তাই যত শীঘ্র সম্ভব এই কায়দাটা কাজে লাগান। ন্যাচারাল ভাবে চুল কালো করতে পারবেন। পয়সা তেমন খরচ করতে হবে না। সবদিকে দিয়ে বেঁচে যাবেন।

dye hair natural