Kaal Sarp Dosh: আজ রবি যোগে নাগপঞ্চমী, শিব পূজায় মিলবে কালসর্প যোগ থেকে মুক্তি

Kaal Sarp Dosh: আজ নাগপঞ্চমীতে রবি যোগ তৈরি হয়েছে। শাস্ত্র মতে আজ শিব পূজা ও সর্পদেবতার উপাসনায় কালসর্প দোষ থেকে মুক্তি মিলতে পারে। জেনে নিন পূজার পদ্ধতি।

Kaal Sarp Dosh: আজ নাগপঞ্চমীতে রবি যোগ তৈরি হয়েছে। শাস্ত্র মতে আজ শিব পূজা ও সর্পদেবতার উপাসনায় কালসর্প দোষ থেকে মুক্তি মিলতে পারে। জেনে নিন পূজার পদ্ধতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Shiva

Kaal Sarp Dosha: কালসর্প দোষ থেকে মুক্তির উপায় জেনে নিন।

Kaal Sarp Dosha: আজ (২৯ জুলাই) নাগপঞ্চমীতে তৈরি হয়েছে রবি যোগ। এই দিনে ভগবান শিবের উপাসনা করলে কালসর্প যোগ থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী উৎসব পালিত হয়। এই দিনে সর্প দেবতার পূজা করার বিধান রয়েছে। মনে করা হয় যে ব্যক্তি এই দিনে উপবাস করেন এবং সর্প দেবতার পূজা করেন, তাঁর সমস্ত ইচ্ছা পূরণ হয়। অনেক জায়গায় এই উৎসবে সাপকে দুধও খাওয়ানো হয়। এটা মনে করা হয় যে, সাপকে দুধ খাওয়ালে জীবনের দুঃখ দুর্দশা দূর হয় এবং আর্থিক সমস্যাও মিটে যায়। কারণ, সর্প দেবতাকে ভগবান শিবের গণ হিসেবে বিবেচনা করা হয়। 

Advertisment

আরও পড়ুন- সাপ কীভাবে খায়? জানুন, সাপের খাওয়া নিয়ে এই ৮ চমকে যাওয়ার মত তথ্য!

নাগপঞ্চমীর শুভ সময় জেনে নিন 

Advertisment

নাগপঞ্চমীর শুভ সময় আজ সকালেও ছিল। সেটা সকাল ৫টা ৪২ থেকে ৮টা ৩১ পর্যন্ত ছিল। তারপর দুপুরেও আছে। দুপুরের শুভ সময় হল বেলা ১২টা ২৭ থেকে ২টো ৯ পর্যন্ত। আর, তারপর পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল ৩টে ৫১ থেকে সন্ধ্যা ৫টা ৩২ অবধি। এই বছর নাগপঞ্চমীর বিশেষত্ব যে এই সময়ে রবি যোগ তৈরি হয়েছে। 

আরও পড়ুন- ভাজা পেঁয়াজের সঙ্গে নারকেল, বানিয়ে ফেলুন ডিমের দুর্দান্ত ঝাল এগ মলি!

এবং

আরও পড়ুন- রাখী বন্ধনে বাড়িতেই বানান এই ৩ মিষ্টি, রেসিপিটা খুবই সহজ

নাগপঞ্চমীর পূজা পদ্ধতি

এই দিন খুব ভোরে উঠে স্নান করতে হয়। স্নান করার পর পরিষ্কার পোশাক পরিধান করতে হয়। এরপর বাড়ির দরজায় বা পূজার জায়গায় গোবর বা মাটি দিয়ে সাপ তৈরি করতে হয়। হাতে গঙ্গাজল নিয়ে উপবাসের প্রতিজ্ঞা করতে হয়। সর্পদেবতার উদ্দেশ্যে প্রার্থনা করতে হয়। প্রতীকী সর্পদের জল, ফুল এবং চন্দন নিবেদন করতে হয়। প্রসাদ হিসেবে দেবতাকে মিষ্টি নিবেদন করতে হয়। পঞ্চামৃত, পঞ্চপুষ্প, পঞ্চফল নিবেদন করতে হয়। ধূপকাঠি জ্বালিয়ে দেবতার আরাধনা করতে হয়।

আরও পড়ুন- রাতে মাত্র ১টি এলাচ, ওজন থেকে ঘুম, যা উন্নতি হবে ভাবতেই পারছেন না!

শাস্ত্রমতে নাগপঞ্চমীর মন্ত্র কী কী?

শাস্ত্রমতে নাগপঞ্চমীর দিনে মন্ত্রের সাহায্যে সর্পদেবতার পূজা করতে হয়। সেই মন্ত্র হল- 'সুর্ভে নাগা, প্রিয়ন্ত মে ইয়ে কেচিত পৃথিবীতালে। ইয়ে চ হেলিমারিশ্চিত ইয়ে নেত্রে দিবি সংস্থিতাঃ। ইয়ে নদীষু মহানাগা ইয়ে সরস্বতীগামিনঃ। ইয়ে চ বপিতাদগেষু তেষু সর্বেষু বৈনাম, নমো শ্রী ভিলাত দেবায় নমঃ।'  

Kaal Sarp Dosha