Rare Conjunction: ১০০ বছর পর শনি-শুক্র-বুধের দুর্লভ যোগ, খুলে যেতে পারে এই ৩ রাশির ভাগ্য

A rare planetary conjunction of Saturn, Venus, and Mercury: শনি, শুক্র ও বুধের সংযোগ তৈরি করছে এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ। এই বিশেষ সময়ে ৩টি রাশির জাতকরা পাবেন কর্মে সাফল্য, আর্থিক উন্নতি ও পেশায় সাফল্য।

A rare planetary conjunction of Saturn, Venus, and Mercury: শনি, শুক্র ও বুধের সংযোগ তৈরি করছে এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ। এই বিশেষ সময়ে ৩টি রাশির জাতকরা পাবেন কর্মে সাফল্য, আর্থিক উন্নতি ও পেশায় সাফল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Shani-Shukra: ঘটতে চলেছে বিরল যোগ

Shani-Shukra: ঘটতে চলেছে বিরল যোগ।

Saturn, Venus, and Mercury Form Rare Yog After 100 Years – Zodiac Signs Set to Benefit: এক শতাব্দী পর বিরল যোগ এবার জাতকদের সামনে। যার দুর্লভ সুযোগে বলতে যেতে পারে বহু জাতকেরই ভাগ্য। বছরের অন্যতম বৃহৎ এই দুর্লভ সংযোগের ঘটনা ঘটতে চলেছে ২০২৫-এ। যার জেরে জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন। তাঁদের কেরিয়ারের অগ্রগতি ঘটবে। এমন সম্ভাবনা রয়েছে।

Advertisment

মীন রাশিতে এই বিরল ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি, শুক্র ও বুধ। এমন গ্রহসংযোগ ১০০ বছরে প্রায় একবার ঘটে। আর, এর প্রভাব সরাসরি পড়ে মানবজীবনের নানা দিকে। বিশেষ করে তাঁর কর্মক্ষেত্র, আর্থিক অবস্থান, পারিবারিক জীবন ইত্যাদিতে। এই শক্তিশালী গ্রহসংযোগের ফলে- বিশেষ করে ধনু, কুম্ভ এবং মিথুন রাশির জাতকদের কাছে সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে।

আরও পড়ুন- মঙ্গলের মহাদশায় বিভিন্ন রাশিতে আমূল বদল, কারা পাবেন সোনালি জীবন, কাদের জুটবে ব্যর্থতা?

ধনু রাশি-র জন্য এই যোগ তৈরি হচ্ছে চতুর্থ স্থানে। যা আসলে ঘর, পরিবার ও সম্পত্তির স্থান। ফলে এই রাশির জাতকেরা বাড়ি বা গাড়ি কিনতে পারেন, সম্পত্তিতে লাভবান হতে পারেন। চাকরিজীবীরা পদোন্নতির আশা করতে পারেন।

Advertisment

আরও পড়ুন- বিরল যোগে বিরাট বদল, নতুন বছরে ভাগ্য চমকাবে এই তিন রাশির

কুম্ভ রাশি-র জন্য এই যোগ ধন এবং বাক শক্তির ঘরে তৈরি হচ্ছে। আটকে থাকা টাকা তাঁরা ফেরত পেতে পারেন, তাঁদের কথায় প্রভাব বাড়বে। ব্যবসায়ীরা অর্থনৈতিক লাভের মুখ দেখতে পারেন।

আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

মিথুন রাশি-র জন্য এই সংযোগ কর্মস্থানে প্রভাব ফেলতে পারে। কাজ এবং ব্যবসায় সাফল্য আসতে পারে, বেকারদের চাকরি পাওয়া বা পদোন্নতির সুযোগ আসবে।

আরও পড়ুন- সত্যের পথে চলবেন অগ্নি-রাশিরা আজ নিয়ন্ত্রণ হারালেই মুশকিল এদের! পড়ুন রাশিফল

এই সময়ের গ্রহ-নক্ষত্রের প্রভাব শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও আর্থিক ক্ষেত্রেও প্রভাব পড়বে বলে মনে করছেন জ্যোতিষীরা। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই যাঁদের রাশি তালিকায় রয়েছে এই গ্রহগুলো, তাঁরা নতুন সূচনার জন্য প্রস্তুত থাকুন, এমনটাই বার্তা জ্যোতিষীদের। তবে, তাঁরা জাতক-জাতিকাদের শুধু গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভরসা না রেখে কাজ চালিয়ে যাওয়ারও পরামর্শ দিচ্ছেন। কারণ, কর্মই হল ধর্ম। ভাগ্য ও কর্মের যোগে মেলে ফল।

Bengali Horoscope good luck Horoscope