Mangal Mahadasha: মঙ্গলের মহাদশায় বিভিন্ন রাশিতে আমূল বদল, কারা পাবেন সোনালি জীবন, কাদের জুটবে ব্যর্থতা?

Discover which zodiac signs benefit from Mangal Mahadasha and how this 7-year phase brings luck, wealth, and success: জানুন মঙ্গল গ্রহের মহাদশায় কোন রাশির জাতকরা পাবেন ভাগ্যের চূড়ান্ত উন্নতি, আর কীভাবে করবেন প্রতিকার।

Discover which zodiac signs benefit from Mangal Mahadasha and how this 7-year phase brings luck, wealth, and success: জানুন মঙ্গল গ্রহের মহাদশায় কোন রাশির জাতকরা পাবেন ভাগ্যের চূড়ান্ত উন্নতি, আর কীভাবে করবেন প্রতিকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Rashichakra: রাশিচক্র

Rashichakra: রাশিচক্র।

How Mangal Mahadasha Impacts Life: Energy, Wealth & Success Based on Your Horoscope: মঙ্গল গ্রহ এবং মহাদশা – এই দুইয়ের সংযোগ অনেক সময় জীবনে আনে আমূল পরিবর্তন। বৈদিক জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহ শক্তি, সাহস, রক্ত, ভূমি ও পরাক্রমের প্রতীক। যখন কোনও রাশির জাতকের জীবনে মঙ্গল মহাদশা শুরু হয়, তখন এই প্রভাব প্রায় ৭ বছর ধরে স্থায়ী হয়। তবে, এই প্রভাব ভাল কিংবা খারাপ—তা নির্ভর করে মঙ্গলের অবস্থানের ওপর।

Advertisment

যদি জন্মকুণ্ডলীতে (rashi) মঙ্গল গ্রহ শুভ অবস্থানে থাকে, তাহলে জাতক হন সাহসী, কর্মঠ, এবং দুঃসাহসী। তাঁর জীবনে প্রতিষ্ঠা, অর্থ ও জমির প্রাচুর্য আসতে থাকে। প্রপার্টি লাভ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, এমনকি প্রশাসনিক বা প্রতিরক্ষা সংস্থায় কেরিয়ারেও উন্নতি দেখা যায়। এমন জাতকরা নির্ভয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, এবং তাঁদের নেতৃত্বদক্ষতা থাকে অসাধারণ।

আরও পড়ুন- ১২ বছর পর কাছাকাছি সূর্য ও বৃহস্পতি, ৩ রাশির 'আচ্ছে দিন' শুরু, চাকরি-ব্যবসায় বিরাট লাভের যোগ

একনজরে ইতিবাচক দিক:

Advertisment
  • জাতক হন দায়িত্ববান, পরিশ্রমী ও ফোকাসড

  • অসাধারণ নেতৃত্বগুণ ও কর্তৃত্ব থাকে

  • কঠিন পরিস্থিতিতেও স্থির থেকে সিদ্ধান্ত নিতে পারেন

  • প্রশাসন, আর্মি, পুলিশ, আইন বা কনস্ট্রাকশন ক্ষেত্রে সফলতা পান

আরও পড়ুন- সিদ্ধসাধক রাঙাঠাকুর! ভক্তদের কাছে মুশকিল আসান, জীবন্ত কিংবদন্তি

অন্যদিকে, যদি মঙ্গল গ্রহ অশুভ অবস্থানে থাকে, তবে তার প্রভাব হয় নেতিবাচক। সংসারে অশান্তি, দাম্পত্য কলহ, দুর্ঘটনা, শত্রুজনিত সমস্যা এবং ঋণবোধ প্রকট হতে পারে। অবিবাহিতদের বিয়েতে বিলম্ব দেখা যায়, এবং মানসিক অস্থিরতাও দেখা দেয়।

আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

একনজরে নেতিবাচক দিক:

  • রাগপ্রবণতা, অধৈর্যতা ও হঠকারী সিদ্ধান্ত

  • পারিবারিক কলহ বা দাম্পত্য জীবনে সমস্যা

  • শারীরিক আঘাত বা দুর্ঘটনার আশঙ্কা

  • কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সংঘাত

 মঙ্গলের অশুভ অবস্থানে এই মহাদশায় জাতক হঠকারী হয়ে ওঠেন। রাগপ্রবণতা বেড়ে যায়, সম্পর্ক খারাপ হতে পারে, দাম্পত্যে কলহ দেখা দেয়। দুর্ঘটনা, রক্তপাত বা শারীরিক চোট-আঘাতের আশঙ্কা থাকে। ঋণ বা জমি-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হয়।

আরও পড়ুন- বিরল যোগে বিরাট বদল, নতুন বছরে ভাগ্য চমকাবে এই তিন রাশির

এই সময় সঠিক প্রতিকার ও জপ-তপের মাধ্যমে মঙ্গলকে প্রশমিত করা যেতে পারে। মঙ্গলবার উপবাস, হনুমান চালিসা পাঠ, ও লাল চন্দনের ব্যবহার শুভফল দিতে পারে। মঙ্গল মহাদশা, একদিকে যেমন বিপদের কারণ হতে পারে, ঠিক তেমনই উপযুক্ত প্রতিকার ও শক্ত মনোবলের মাধ্যমে এটিকে সৌভাগ্যে রূপান্তর করাও সম্ভব।

Horoscope Mangal Mahadasha rashi