Rajyog 2025: বিরল যোগে বিরাট বদল, নতুন বছরে ভাগ্য চমকাবে এই তিন রাশির

In June 2025, Mercury enters its own zodiac sign Gemini, creating a powerful Bhadra Rajyog: ২০২৫ সালের জুনে বুধ নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, ফলে তৈরি হবে রাজযোগ। এই বিশেষ গ্রহ সংযোগে তিনটি রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে পারে।

In June 2025, Mercury enters its own zodiac sign Gemini, creating a powerful Bhadra Rajyog: ২০২৫ সালের জুনে বুধ নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, ফলে তৈরি হবে রাজযোগ। এই বিশেষ গ্রহ সংযোগে তিনটি রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

These 3 Zodiac Signs Will Shine in Career and Business During Bhadra Rajyog 2025: ২০২৫ সালে নতুন বাংলা বছরের (new year) জুন মাসে এক বিরল ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষ মতে, প্রাচীন বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, বুধ গ্রহ প্রায় এক বছর পর নিজের রাশি (rashi) মিথুনে প্রবেশ করতে চলেছে। এর ফলে গঠিত হবে এক শক্তিশালী রাজযোগ। এই যোগ কেবল জ্যোতিষশাস্ত্রেই নয়, বাস্তব জীবনে কিছু নির্দিষ্ট রাশির জন্য নিয়ে আসতে পারে দারুণ সাফল্য, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কেরিয়ারে উন্নতি, ব্যবসায় উজ্জ্বল সম্ভাবনা।

Advertisment

যে রাশির জাতক-জাতিকাদের অগ্রগতি ঘটবে

আরও পড়ুন- বাংলা নববর্ষে কেন হয় লক্ষ্মী-গণেশের পুজো? পিছনে এক বিরাট কাহিনি

মিথুন রাশি: বুধ মিথুনের জাতকদের রাশির লগ্নে প্রবেশ করবে, ফলে জাতক-জাতিকাদের ব্যক্তিত্বে অসাধারণ উন্নতি দেখা যাবে। কাজের প্রতি নিষ্ঠা ও মনোযোগ বাড়বে, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন হবে সুখী। পার্টনারশিপ ব্যবসায় সাফল্য মিলতে পারে এবং অবিবাহিতরা ভালো সম্পর্কের প্রস্তাব পেতে পারেন।

Advertisment

আরও পড়ুন- সিদ্ধসাধক রাঙাঠাকুর! ভক্তদের কাছে মুশকিল আসান, জীবন্ত কিংবদন্তি

তুলা রাশি: বুধ নবম স্থানে প্রবেশ করায় ভাগ্য তুলা রাশির জাতক-জাতিকাদের দিকে ঘুরে যাবে। এই রাশির জাতক ও জাতিকাদরে ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য প্রমোশন ও উন্নতির সুযোগ তৈরি হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনাও প্রবল।

আরও পড়ুন- ১২ বছর পর কাছাকাছি সূর্য ও বৃহস্পতি, ৩ রাশির 'আচ্ছে দিন' শুরু, চাকরি-ব্যবসায় বিরাট লাভের যোগ

কন্যা রাশি: বুধ দশম স্থানে অবস্থান করায় কর্মক্ষেত্রে মিলবে বড় সাফল্য। বেকারদের জন্য চাকরির যোগ রয়েছে। চাকরিজীবীদের জন্য প্রমোশন ও বেতনবৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। ব্যবসা, মিডিয়া, শিক্ষা বা ব্যাংকিং-এর সঙ্গে যুক্ত থাকলে লাভ নিশ্চিত।

আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

এই রাজযোগ, ২০২৫ সালের অন্যতম শক্তিশালী জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই রাশিগুলোর জাতক-জাতিকারা নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারেন। তবে, জ্যোতিষীরা বারবার বলেছেন, শুধুমাত্র ভাগ্যের ভরসায় বসে থাকলে চলবে না। কারণ, ভাগ্য আর চেষ্টার সমষ্টি হল ফলাফল। ভালো ফলাফল পেতে গেলে তাই মনপ্রাণ দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা চালাতে হবে। গ্রহযোগে ভাগ্য পরিবর্তন হয়। সেক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটাতে গেলে গ্রহের অবস্থান পরিবর্তন ভীষণভাবেই জাতক-জাতিকাদের সাহায্য করবে। এমনটাই দাবি জ্যোতিষীদের। 

new year bengali rashi