Chaturgrahi Yog 2025: চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

In 2025, a rare Chaturgrahi Yog will form in Pisces after 50 years: ২০২৫ সালে ৫০ বছর পর মীন রাশিতে ঘটবে চতুর্গ্রহী যোগ। জাতকদের মিলতে পারে প্রচুর অর্থ, পদোন্নতি এবং সাফল্যের সুযোগ।

In 2025, a rare Chaturgrahi Yog will form in Pisces after 50 years: ২০২৫ সালে ৫০ বছর পর মীন রাশিতে ঘটবে চতুর্গ্রহী যোগ। জাতকদের মিলতে পারে প্রচুর অর্থ, পদোন্নতি এবং সাফল্যের সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rashi: গ্রহের হেরফেরে বদলে যেতে পারে ভাগ্য

Rashi: গ্রহের হেরফেরে বদলে যেতে পারে ভাগ্য। (ছবি- প্রতীকী)

Sudden Wealth & Career Growth for These Zodiacs: বৈদিক জ্যোতিষ মতে, অর্ধশতাব্দী পর আবার তৈরি হচ্ছে এক বিরল যোগ। যে যোগ বদলে দিতে পারে বিভিন্ন রাশির (rashi) ভাগ্য (good luck)। এই যোগের জেরে ওই রাশির জাতকরা প্রচুর ধনসম্পত্তি লাভ করবে। তাঁদের প্রভাব, প্রতিপত্তি এবং সম্মান বাড়বে।  

Advertisment

জ্যোতিষীরা জানিয়েছেন, ৫০ বছর পর এই বিরল যোগ আবারও মীন রাশিতে তৈরি হচ্ছে। এটি বিরল চতুর্গ্রহী যোগ। ১৪ এপ্রিল সূর্য মীন রাশি থেকে মেষ রাশিতে গমন করার সঙ্গেই মীন রাশিতে শনি, রাহু, শুক্র ও বুধের মিলনে তৈরি হবে এক শক্তিশালী যোগ। যাতে তৈরি হবে সেই বিরল চতুর্গ্রহী যোগ (Chaturgrahi Yog)। এই মহাজাগতিক সংযোগ সব রাশির ওপরই প্রভাব ফেলবে। তবে, কিছু রাশির জাতকদের ওপর তা বিশেষ প্রভাব ফেলতে চলেছে। সেই সব রাশি কোনগুলো, তা জানার আগ্রহ অনেকেরই।

আরও পড়ুন- ১২ বছর পর কাছাকাছি সূর্য ও বৃহস্পতি, ৩ রাশির 'আচ্ছে দিন' শুরু, চাকরি-ব্যবসায় বিরাট লাভের যোগ

দেখে নেওয়া যাক, কোন রাশিগুলোর লাভ হবে

Advertisment

বিভিন্ন রাশির মধ্যে কুম্ভ, মিথুন এবং ধনু রাশির জাতকদের জন্য চতুর্গ্রহী যোগ অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে।

কুম্ভ রাশি:

এই সময় কুম্ভ রাশির জাতকরা হঠাৎই অর্থলাভ করতে পারেন। এই যোগ কুম্ভ রাশির জাতকদের অর্থ ও বাক্‌স্থান অর্থাৎ ২য় ঘরে তৈরি হচ্ছে। যার ফলে এই রাশির জাতকদের চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে। পাশাপাশি, তাঁদের সামাজিক সম্মানও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ১৪৩২ না ১৪৩৩, পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে কততম বছর হবে জানেন?

মিথুন রাশি:

চতুর্গ্রহী যোগ মিথুন রাশির জাতকদের কর্মস্থানে গঠিত হবে। ফলে তাঁদের চাকরি এবং ব্যবসায় বড় ধরনের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। আবার তাঁদের প্রমোশন বা ইনক্রিমেন্টের যোগও রয়েছে।

আরও পড়ুন- 'স্বাধীন' বাংলাদেশে ফের নামবদল মঙ্গল শোভাযাত্রার, স্বৈরাচারের বিরুদ্ধে এর ইতিহাস জানেন?

ধনু রাশি:

চতুর্থ ঘরে এই যোগ তৈরি হওয়ায় ধনু রাশির জাতকরা ঘর, গাড়ি বা সম্পত্তির দিক দিয়েও লাভবান হতে পারেন। তাঁদের পারিবারিক পরিবেশ সুখকর থাকবে। পাশাপাশি, কর্মক্ষেত্রে বড় সাফল্যের সম্ভাবনাও রয়েছে ধনু রাশির জাতকদের।

আরও পড়ুন- পয়লা বৈশাখের সকালে করুন এই কাজগুলো, সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি উপচে পড়বে

জ্যোতিষীরা জানিয়েছেন, এই বিরল গ্রহ-যোগের প্রভাবে অনেকের জীবনেরই গুরুত্বপূর্ণ মোড় ঘুরে যেতে পারে। তবে, সময়টা ভাগ্য ফেরাতে কাজে লাগাতে হবে। কারণ, বসে থাকলে কিছুই হবে না। ভাগ্য আর চেষ্টার ফলই হল কর্মফল। একথা প্রত্যেক জাতক-জাতিকাকে মাথায় রাখতে হবে।

good luck rashi Chaturgrahi Yog