Shani Jayanti 2025: আজ শনি জয়ন্তীতে মহাযোগ, শনিদেবের আরাধনা করলে মিলবে দারুণ ফল!

Shani Jayanti 2025: আজ, জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হচ্ছে শনিদেবের জন্মোৎসব। আজকের দ্বিপুষ্কর ও সর্বার্থ সিদ্ধি যোগে পূজা করলে কাটবে শনি দোষ ও সাড়েসাতি। জেনে নিন পূজার নিয়ম, শুভ সময় ও মন্ত্র।

Shani Jayanti 2025: আজ, জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হচ্ছে শনিদেবের জন্মোৎসব। আজকের দ্বিপুষ্কর ও সর্বার্থ সিদ্ধি যোগে পূজা করলে কাটবে শনি দোষ ও সাড়েসাতি। জেনে নিন পূজার নিয়ম, শুভ সময় ও মন্ত্র।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Shani Jayanti 2025: শনি জয়ন্তীতে দ্বিপুষ্কর ও সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়েছে।

Shani Jayanti 2025: শনি জয়ন্তীতে দ্বিপুষ্কর ও সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়েছে। (প্রতীকী ছবি)

Shani Jayanti 2025: আজ, ২৭ মে ২০২৫, পালিত হচ্ছে শনি জয়ন্তী— হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এ এক গুরুত্বপূর্ণ তিথি। বৈদিক মতে, এই দিনটি শনিদেবের জন্মদিন হিসেবে মানা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনিদেবের আরাধনা করলে শনি দোষ, সাড়েসাতি এবং ধৈর্যজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। 

Advertisment

শনি জয়ন্তী ২০২৫: তারিখ ও তিথি

এই বছর জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু হয়েছে ২৬ মে দুপুর ১২:১২ মিনিটে এবং শেষ হবে ২৭ মে সকাল ৮:৩২ মিনিটে। উদয়তিথি অনুসারে, শনিদেবের পূজা আজ, ২৭ মে-তেই পালিত হচ্ছে।

Advertisment

আরও পড়ুন- হাতে, পায়ে বা শরীরের অন্যত্র অবাঞ্ছিত লোম? ঘরোয়া উপায়েই দূর করুন চিরতরে!

আজকের শুভ যোগ ও এর গুরুত্ব

আজ শনি জয়ন্তীতে গঠিত হয়েছে দ্বিপুষ্কর যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ, যা অত্যন্ত শুভ ও শক্তিশালী। এই যোগে পূজা, দান বা শুরু করা যে কোনও কাজ দ্বিগুণ ফল দিতে পারে বলে মনে করা হয়। এছাড়া মালব্য যোগ আর বুধাদিত্য রাজ যোগও আজকের দিনের সৌভাগ্য আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন- আয়ুর্বেদিক শ্যাম্পুতেই কেল্লাফতে! চুল হবে ঝলমলে, মসৃণ আর গোড়া থেকে মজবুত

পূজার নিয়ম ও আরাধনার সময়

আজকের দিনে শনিদেবকে লোহা, কালো তিল, তিলের তেল, কালো বস্ত্র, নীল ফুল অর্পণ করা হয়। পূজার শুভ সময়: ভোর ৫:০০ – সকাল ৮:০০ টা। এর মধ্যে পূজা করলে সবচেয়ে ভালো হত বলে মনে করছেন জ্যোতিষরা। 

আরও পড়ুন- মাত্র ২ মিনিটেই শিল্পা শেট্টির মত ফিট! জেনে নিন, কী করলে হয়ে উঠবেন তন্বী সুন্দরী

শনি মন্ত্র:

  • ওম শাম শনৈশ্চরায় নমঃ।

  • ওম নীলাঞ্জন সমভাসম্ রবি পুত্র যমগ্রজম্। ছায়া মার্তণ্ড সম্ভূতম্ তম নমামি শনৈশ্চরম্।

আরও পড়ুন- এবছর কবে শুরু হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা? শুরু হয়েছিল কীভাবে, জানুন বিস্তারিত

শ্রী শনিদেবের আরতি:

শনি দেব কালো রঙের, চতুর্ভুজাকার ডোরাকাটা আকারে হাতির ওপর বসে থাকেন। তাঁকে লোহা, তেল, তিল ও কালো ডাল নিবেদন করলে ভক্তদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ভক্তরা জয়ধ্বনি দেবেন এই বলে— 'জয় জয় শ্রী শনিদেব, দুঃখ হারাও, শুভ দিন দাও।' তবেই পূজা সম্পূর্ণ হবে। 

এই দিনে পুণ্য লাভের উপায়

  • কালো বস্ত্র ও কালো জুতা দান করুন

  • কাচা কলা গরুকে খাওয়ান

  • ভিক্ষুককে তেল ও তিল দিন

  • শনির মন্দিরে প্রদীপ জ্বালান

দশরথকৃত শনি স্তোত্র পাঠ করলে যা ফল মেলে:

এই স্তোত্র পাঠ করলে শনিদেব প্রসন্ন হন ও কষ্ট লাঘব হয়। রাজা দশরথ স্বয়ং এই স্তোত্র পাঠ করে শনিদেবের কৃপা লাভ করেন।

Shani 2025 Jayanti