Haircare Lifestyle India: অনেকেই অবাঞ্ছিত লোমের সমস্যায় ভোগেন—বিশেষ করে মহিলারা। বাজারের ওয়্যাক্স, শেভিং ক্রিম বা লেজার ট্রিটমেন্ট যেমন খরচসাপেক্ষ, তেমনি এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। কিন্তু ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি অবাঞ্ছিত লোম ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারেন।
১. হলুদ ও দুধের প্যাক
হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ এবং এটি লোম বৃদ্ধির গতি ধীর করে। ২ টেবিল চামচ বেসন, ১ চামচ হলুদ গুঁড়া ও প্রয়োজনমতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। লোমযুক্ত স্থানে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন।
আরও পড়ুন- ত্বকের যত্নে বাদাম ব্যবহার করুন এই ৫ ভাবে, ত্বক হবে কাচের মত ঝকঝকে, উজ্জ্বল
২. পেঁপে ও বেসন
পেঁপেতে প্যাপন নামে এক এনজাইম থাকে, যা লোমের গোঁড়া দুর্বল করে দেয়। আধকাপ কাঁচা পেঁপের গুঁড়ো, ১ চামচ বেসন, ১ চামচ হলুদ মিশিয়ে মুখ বা শরীরে ২০ মিনিট লাগিয়ে রাখুন। সপ্তাহে ২-৩ বার করুন।
আরও পড়ুন- মাত্র ২টি বাদামে কমান থাইরয়েড! জানুন, পুষ্টিবিদদের পরামর্শে সুস্থ থাকার সহজ টিপস
৩. চিনি ও লেবুর স্ক্রাব (Natural Wax)
১ কাপ চিনি, আধাকাপ লেবুর রস ও এককাপের চার ভাগের একভাগ জল দিয়ে জেল তৈরি করুন। ঠান্ডা হলে ওয়্যাক্সের মতো ব্যবহার করে কাপড় দিয়ে টেনে লোম তুলে ফেলুন। এটি প্রাকৃতিক। এতে ব্যথাও কম লাগবে।
আরও পড়ুন- হাত গরম না ঠান্ডা? তাপমাত্রাই জানিয়ে দেবে আপনার অন্ত্র ঠিকঠাক কাজ করছে কি না!
৪. ওটমিল ও কলার স্ক্রাব
ওটমিলের দানাদার গঠন লোম তুলতে সহায়ক। একটি পাকা কলা ও ২ চামচ ওটমিল মিশিয়ে শরীরে ১০ মিনিট ঘষুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন- বাজারি হেয়ার ডাই লাগবে না, একমুঠো কারিপাতা দিয়েই চুল করুন মুহূর্তের মধ্যে ঘন কালো
৫. ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশের সঙ্গে কর্নফ্লাওয়ার এবং চিনি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। সেটা শরীরে লাগান। শুকিয়ে গেলে টান দিয়ে তুলে ফেলুন। এটি ওয়্যাক্সের মত কাজ করে।
আরও পড়ুন- জিমে ছুটতে হবে না, শুধু এই ক'টা কাজ করুন, ঘরেই ঝরঝর করে কমবে ওজন
সতর্কতা ও পরামর্শ
এই ঘরোয়া উপায়গুলো ধৈর্য ধরে নিয়মিত করলে তবেই কাজে দেবে। সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে অল্প লাগিয়ে দেখে নিন। অসুবিধা মনে হলে ওই জায়গায় আর চেষ্টা করবেন না। গর্ভবতী বা এলার্জিপ্রবণ হলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।