Vaishakh Amavasya 2025: হিন্দু ধর্মে (Hindu) বৈশাখী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে পূর্বজদের আত্মার শান্তি ও কৃপা লাভের জন্য বিশেষ পূজা ও দান করা হয়। ২০২৫ সালে বৈশাখী অমাবস্যা পড়েছে ২৭ এপ্রিল। এই দিনটি বিশেষত দান-পুণ্য, পিতৃতর্পণ এবং পিণ্ডদান করার জন্য অত্যন্ত শুভ (good luck) বলে মনে করা হয়।
শাস্ত্র মতে (Bengali Horoscope), বৈশাখী অমাবস্যার দিন নির্দিষ্ট কিছু দ্রব্য দান করলে শুধু পূর্বজদের সন্তুষ্টি অর্জনই হয় না, জীবনে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আসে। চলুন জেনে নেওয়া যাক, এই দিন কোন কোন জিনিস দান করলে সর্বোত্তম ফল লাভ করা যায়:
১. ঘড়া বা মাটির জলপাত্র দান
বৈশাখী অমাবস্যায় ঠান্ডা জলের জন্য ব্যবহৃত মাটির ঘড়া বা মটকা দান করা অত্যন্ত পুণ্যের। এটি দান করলে পূর্বজদের আত্মা শান্তি পায় এবং তাঁরা সন্তুষ্ট হয়ে বংশের কল্যাণ সাধন করেন।
২. বস্ত্র দান
নতুন বা পরিষ্কার বস্ত্র দান করাও বৈশাখী অমাবস্যায় অত্যন্ত শুভ বলে ধরা হয়। বস্ত্র দানের ফলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং পাপের বিনাশ হয়। আয়ু বৃদ্ধি পাওয়ারও কথা বলা হয়েছে।
আরও পড়ুন- যমুনোত্রী থেকেই কেন শুরু হয় পবিত্র চারধাম যাত্রা? জানুন এর পিছনে রয়েছে কোন রহস্য
৩. ঘি দান
এই দিনে গরুর দুধ থেকে তৈরি বিশুদ্ধ ঘি দান করলে ঘর-পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়া ঘি দান করার মাধ্যমে বিশেষ পুণ্য অর্জিত হয়।
আরও পড়ুন- গভীর হবে প্রেম, আজ দাম্পত্যে চরম সুখ পাচ্ছেন কারা?
৪. চাল দান
ভিখারি, দরিদ্র বা অভাবী ব্যক্তিদের মধ্যে সাদা চাল দান করা অত্যন্ত ফলপ্রদ। চাল দানের ফলে বাড়িতে অন্নের ঘাটতি দূর হয় এবং আর্থিক সচ্ছলতা আসে।
আরও পড়ুন- জাগ্রত ১০০ বছরের পুরোনো মন্দির! এখান থেকে খালিহাতে ফেরেন না ভক্তরা
৫. জল, ফল ও অন্যান্য সামগ্রী দান
গ্রীষ্মকালে তৃষ্ণার্তদের জন্য জল, মৌসুমি ফল, কাঁকড়ি ও হাতপাখা দান করা খুবই ভালো কাজ। এগুলি দান করলে মানবিকতা বৃদ্ধির সঙ্গে ঈশ্বরের কৃপালাভ ও পূর্বজদের আশীর্বাদও লাভ হয়।
আরও পড়ুন- মেষ রাশিতে সূর্য-চন্দ্রের যুগলবন্দি, আজ ঝলসে উঠবে এই ৩ রাশির ভাগ্য!
২৭ এপ্রিল ২০২৫ সালের বৈশাখী অমাবস্যায় এই বিশেষ দ্রব্যগুলি দান করে জীবনকে আরও মঙ্গলময় করে তুলুন। পূর্বজদের শান্তি এবং ঈশ্বরের কৃপা লাভের মাধ্যমে জীবনের সমস্ত বাধা ও সমস্যা দূর হতে বাধ্য।