Venus Transit 2025: রবিবার, ২৯ জুন শুক্রের গোচর। যা সরাসরি তিনটি রাশির ওপর প্রভাব ফেলতে পারে। এই গোচরের ফলে বিভ্রান্তি এবং ব্যয় বাড়তে পারে। তাই বেশ কয়েকটি রাশির সতর্ক থাকা জরুরি। বৈদিক পঞ্জিকা অনুসারে শুক্র এই দিন বৃষ রাশিতে প্রবেশ করবেন। এই গোচর কিছু রাশির ওপর এমন প্রভাব ফেলবে যে তাঁদের জীবনে উত্থান-পতনের মত নানা চাপ তৈরি হতে পারে।
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিলাসিতা, সম্পদ এবং বস্তুগত আরামের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি যখন রাশি পরিবর্তন করেন, তখন তা ১২টি রাশির ওপর প্রভাব ফেলে। বৈদিক পঞ্জিকা অনুসারে শুক্র রবিবার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন। এর জেরে বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকা উচিত। এই রাশিগুলো হল:-
আরও পড়ুন- এই পাখিকে ছুঁলেই অবশ হয়ে যেতে পারে শরীর, জেনে নিন ভয়ানক বিষধর হুডেড পিটোহুই সম্পর্কে
মিথুন রাশি:-
জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র মিথুন রাশি থেকে দ্বাদশ ঘরে গমন করবেন। এই দ্বাদশ ঘর হল ক্ষতি এবং ব্যয়ের ঘর। শুক্রের এই গোচরের ফলে বিভিন্ন রাশিকে অর্থ সম্পর্কিত ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময়ে বুদ্ধির সঙ্গে বিনিয়োগ করা, অজানা বা অতিরিক্ত বিশ্বস্ত ব্যক্তিদের থেকেও দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। কারণ, তা না হলে প্রতারণার সম্ভাবনা থাকতে পারে। শুধু তাই নয়, শুক্রের এই গোচরের ফলে মিথুন রাশির আত্মবিশ্বাস ধাক্কা খাবে। মিথুন রাশির জাতক-জাতিকারা অন্যদের থেকে বিশেষ সাহায্যও পাবেন না। তাঁদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যও বিপর্যস্ত হতে পারে। বিশেষ করে যাঁরা বৈদেশিক বাণিজ্য এবং বহুজাতিক কোম্পানির সঙ্গে যুক্ত, তাঁদের সতর্ক থাকা উচিত বলেই জ্যোতিষীরা মনে করছেন।
আরও পড়ুন- শুধু মোবাইল নয়, রোজকার এই ৩ জিনিসেও নষ্ট হচ্ছে মস্তিষ্ক, বলছে গবেষণা
তুলা রাশি:-
শুক্রদেব তুলা রাশির জাতক-জাতিকাদের অষ্টম ঘরে গমন করবেন। এতে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে হঠাৎ করে ঘটনা ঘটে যাবে, তাঁদের মানসিক চাপ বাড়বে, কেরিয়ারে পরিবর্তন আসবে। এই সময় কর্মক্ষেত্রে আচমকা নেতিবাচক পরিস্থিতি দেখা দিতে পারে। সিনিয়রদের সমালোচনার মুখে পড়তে পারেন তুলা রাশির জাতক-জাতিকারা। তাঁরা যদি চাকরির সন্ধানে থাকেন, তবে তাঁদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় ঋণ নেওয়াটা তাঁদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। কারণ, অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, তুলা রাশির জাতক-জাতিকাদের এই সময়টায় সংসারের পরিবেশ মনোরম রাখতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো উচিত।
আরও পড়ুন- বৃষ্টি হলেই একটু ভাজাভুজি খাই বলে মনে হয়? কারণটা জানলে তাজ্জব হয়ে যাবেন
শুক্র মকর রাশিতে পঞ্চম ঘরে গমন করবেন। এর ফলে ওই রাশির জাতক-জাতিকাদের অলসতা বৃদ্ধি পেতে পারে। তাঁরা কাজের প্রতি অবহেলা দেখাতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের মনে রাখা উচিত, সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। সেকথা মাথায় রেখে তাঁদের সন্তানদের সঙ্গে সম্পর্কিত উদ্বেগ এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তির পরিস্থিতি দূর করা উচিত। তাঁদের আচমকা আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সেই কারণে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলাই হবে মকর রাশির জাতক জাতিকাদের কাছে বুদ্ধিমানের কাজ।