Powergrid Recruitment 2024:এবার কেন্দ্রীয় সংস্থা অধীনস্থ প্রতিষ্ঠান পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (Powergrid Corporation of India Limited) চাকরির সুবর্ণ সুযোগ এসে গেল। কেন্দ্রীয় সরকারি অধীনস্থ সংস্থার আতওধীন প্রতিষ্ঠানে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ এই প্রতিবেদনে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।
ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স )পদে কর্মী নিয়োগ করা হবে। ২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে কর্মীদের নিয়োগ করার পর প্রথম বছরটিতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ পাওয়ার পরেই তাঁদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে উন্নীত করা হবে। পাওয়ার গ্রিড কর্পোরেশনের পাযওারটেলে কর্মী নিয়োগ করা হবে। পাওয়ারগ্রিড টেলিসার্ভিস লিমিটেড - পাওয়ার টেল হল পাওয়ার গ্রিডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক সংস্থা। পাওয়ারটেল পয়েন্ট টু সহ টেলিকম পরিষেবা সরবরাহ করে। পাওয়ারটেলের চারটি আঞ্চলিক নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে যা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতায় অবস্থিত। সারা দেশে সংস্থার আরও কার্যালয় ছড়িয়ে রয়েছে।
এই পদে চাকরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরির জন্য বার্ষিক বেতন হবে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা। এই পদে চাকরির জন্য আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা সমতুল বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে BE কিংবা B.Tech কিংবা BSC (ইঞ্জিনিয়ারিং)-এর ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- ICMR Recruitment 2024: হবে না লেখা পরীক্ষা, ইন্টারভিউ উতরোলেই পেতে পারেন এই সরকারি চাকরি
আরও পড়ুন- Asha Karmi Recruitment 2025: আশা কর্মী নিয়োগ করা হবে রাজ্যের এই জেলায়, ঝটপট জানুন বিস্তারিত
এই চাকরির পদে আবেদন জানানোর শেষ দিন ১৯ শে ডিসেম্বর। এই চাকরি সংক্রান্ত আরও তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখতে পারেন। ওয়েবসাইটে এই চাকরি সংক্রান্ত বিবরণ দেখতে ক্লিক করুন এখানে- CLICK HERE
আরও পড়ুন- Shyama Prasad Mukherjee Port Recruitment 2024: মোটা বেতনে কলকাতা বন্দরে লোভনীয় চাকরি, আবেদন করুন আজই