Advertisment

Chinmoy Krishna Das: তাঁকে নিয়ে তোলপাড় বাংলাদেশে, উদ্বিগ্ন ভারত! কে এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী? কী তাঁর আসল পরিচয়?

Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর গ্রেফতারির পর থেকে বাংলাদেশের দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদে সামিল হচ্ছেন সংখ্যালঘুরা। ওপার বাংলার বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে এপার বাংলাতেও।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Chinmoy Krishna Das,ISKCON<Bangladesh,চিন্ময়কৃষ্ণ দাস, ইসকন,বাংলাদেশ

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাস।

who is Chinmoy Krishna Das:চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmoy Krishna Das)-কে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বাংলাদেশে। শুধু বাংলাদেশ বললেই ভুল হবে, ISKCON-এর এই সন্ন্যাসীর গ্রেপ্তারি নিয়ে ভারত সহ একাধিক দেশের উদ্বেগ এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট পদে ফের একবার বসতে চলা ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) তাঁর এক্স হ্যান্ডলে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়টি উল্লেখ করে বিঁধেছেন বাংলাদেশর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। কে এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী? কী তাঁর পরিচয়? তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

Advertisment

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকে বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবর্ণনীয় অত্যাচার-নিপীড়ন নেমে এসেছে। কাঠগড়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বিশিষ্ট হিন্দু নেতা বলে পরিচিত চিন্ময়কৃষ্ণ দাস। এর আগে এই চিন্ময়কৃষ্ণ দাস ইসকনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত একটি মুখ। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সক্রিয় একজন সদস্য। ইসকনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি চিন্ময়ককৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন। এই চিন্ময়কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর। বাংলাদেশের চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি। বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম পুরোধা এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর অগণিত ভক্ত তাঁকে ডাকেন 'চিন্ময় প্রভু' বলে। চলতি বছরের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুন- Priest Chinmoy Krsihna Das Arrested: জেলে চিন্ময়কৃষ্ণ, মুক্ত আল-কায়েদা জঙ্গিরা, বঙ্গ BJP-র সুরেই বাংলাদেশকে বিঁধলেন ট্রাম্প

গত সোমবার ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। গত ৩০ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহীতার আইনে মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live: সাতসকালে খাস কলকাতায় কাঁড়ি-কাঁড়ি 'টাকা' উদ্ধার! STF-এর জালে ১

এদিকে, চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এছাড়াও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হওয়া সাম্প্রতিক সময়ের অত্যাচার নিয়েও বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্পও এক্স হ্যান্ডলে পোস্ট করে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশের সরকারকে বিঁধেছেন। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে BJP-ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পথে নেমে বিক্ষোভে সোচ্চার হয়েছে। সেই সঙ্গে চিন্ময়কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে বিজেপি। ইসকনের তরফেও বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে অবিলম্বে ভারত সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather Update:গভীর নিম্নচাপের ভ্রকুটি! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? মাঠে মারা যাবে শীত?

Chinmoy Krishna Das arrest ISKCON Bangladesh
Advertisment