রোজভ্যালিকাণ্ডে প্রসেনজিতের পর ঋতুপর্ণাকে তলব ইডির

ঋতুপর্ণা বলেন, ‘‘আমি এখন আমেরিকায় রয়েছি। এ ব্যাপারে কিছু জানি না। বিষয়টি জানলে জানাব’’।

ঋতুপর্ণা বলেন, ‘‘আমি এখন আমেরিকায় রয়েছি। এ ব্যাপারে কিছু জানি না। বিষয়টি জানলে জানাব’’।

author-image
IE Bangla Web Desk
New Update
rituparna, ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

রোজভ্যালিকাণ্ডে এবার সরাসরি নাম জড়াল টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের। রোজভ্যালি মামলায় এবার ঋতুপর্ণাকে তলব করল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণাকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ডে তলব করা হয়েছে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এর আগে রোজভ্যালি মামলার তদন্তে ঋতুপর্ণার নাম উঠে এসেছিল। যা নিয়ে বিস্তর চর্চা চলে।

Advertisment

ইডির তলব প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ঋতুপর্ণা বলেন, ‘‘আমি এখন আমেরিকায় রয়েছি। এ ব্যাপারে কিছু জানি না। বিষয়টি জানলে জানাব’’।

আরও পড়ুন: প্রসেনজিৎকে তলব ইডির, রোজভ্যালিকাণ্ডে নাম জড়াল নায়কের

কেন ঋতুপর্ণাকে তলব ইডির?

সূত্র মারফৎ জানা যাচ্ছে, রোজভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, রোজভ্যালির টাকায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন ঋতুপর্ণা। কেন রোজভ্যালির টাকায় নায়িকা বিদেশ গিয়েছিলেন? জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি, বেশ কিছু সিনেমা কেনাবেচায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা। কম পয়সার সিনেমা বেশি পয়সায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। তাছাড়া রোজভ্যালির টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা, সে ব্যাপারেও ঋতুপর্ণার কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। রোজভ্যালির সঙ্গে ঋতুপর্ণার কোনও চুক্তি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

আরও পড়ুন: চিটফান্ডকাণ্ডে শুধু প্রসেনজিৎ নন, জড়িয়েছে এই তারকাদের নামও

Advertisment

উল্লেখ্য, রোজভ্যালি মামলায় নাম জড়িয়েছে প্রসেনজিতেরও। আগামী ১৯ জুলাই প্রসেনজিৎকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ১২ টার মধ্যে প্রসেনজিৎকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তলব প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রসেনজিৎ জানান, ‘‘আমি একজন দায়িত্বশীল নাগরিক, নিশ্চয়ই যাব’’।

rituparna sengupta