West Bengal news today updates: আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

West Bengal news today updates: শ্রাবণের শুরুতেও কলকাতার ভাগ্যে নেই বৃষ্টি। কিন্তু দুশ্চিন্তার মাঝেই স্বস্তি খবর হাওয়া অফিসের।

West Bengal news today updates: শ্রাবণের শুরুতেও কলকাতার ভাগ্যে নেই বৃষ্টি। কিন্তু দুশ্চিন্তার মাঝেই স্বস্তি খবর হাওয়া অফিসের।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, kolkata, sky

West Bengal Weather Forecast Today: বৃষ্টির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal news today updates: আষাঢ়ের বর্ষায় কলকাতার ভাগ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন কিছুই জোটেনি। এদিকে শ্রাবণের শুরুতেও ছিল না ছিটেফোঁটা বৃষ্টিও। কিন্তু দুশ্চিন্তার মাঝেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আজ আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে আজই নিম্মচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্মচাপের জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯১ শতাংশ, নূন্যতম ৪৯ শতাংশ।

Advertisment

ইস্তফা দেওয়ার পরই দলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সল্টলেকে প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে সটান চলে যান তৃণমূল বিধায়ক সব্যসাচী। শিক্ষকদের অনশনমঞ্চে দাঁড়িয়েই মমতা বাহিনীর উপর একরাশ ক্ষোভ উগরে দেন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে বহুলচর্চিত সব্যসাচী। শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে নাম না করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েকও নিশানা করেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক। বিস্তারিত পড়ুন, পদত্যাগ করেই তৃণমূলকে আক্রমণ সব্যসাচীর

এবার বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার একগুচ্ছ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। বৃহস্পতিবার ঋষি কৌশিক, রূপাঞ্জনা মিত্র, পার্নো মিত্র, লামা হালদার, কৌশিক চক্রবর্তী ও অঞ্জনা বসু সহ অভিনেতা অভিনেত্রীরা দিল্লি গিয়ে মুকুল রায়ের উপস্থিতিতেই পদ্ম পতাকা হাতে তুলে নেন। এই তারকাদের মধ্যে অনেকেই আর্টিস্টস ফোরামের এক্সটেন্ডেড এগজিকিউটিভ বডির সদস্য। এতদিন আর্টিস্টস ফোরামে আধিপত্য ছিল তৃণমূল কংগ্রেসের। সবিস্তারে পড়ুন, টালিগঞ্জের নতুন গেরুয়া বাহিনী! বিজেপিতে একগুচ্ছ তারকারা

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট, Follow the updates here:














13:57 (IST)19 Jul 19





















কলকাতায় জোড়দার প্রস্তুতি ২১ জুলাইয়ের মেগা সমাবেশের জন্য

হাতে আর মোটে একদিন, তারপরই তৃণমূলের ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাইভোল্টেজ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে শহরকে মুড়ে ফেলতে চলেছে কলকাতা পুলিশ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেদিন রাজপথে নামবে প্রায় ৫ হাজার পুলিশ। শহরের এন্ট্রি ও এগজিট পয়েন্টে চালানো হবে তল্লাশি। প্রসঙ্গত, এবার ২১ জুলাই রবিবার হওয়ায় খানিকটা স্বস্তি। সপ্তাহের অন্য দিনের তুলনায় রবিবার স্কুল-কলেজ, অফিস ছুটি থাকে, তাছাড়া শহরে গাড়ির সংখ্যা অনেকটাই কম থাকে। ফলে যানজট সমস্যা অনেকটাই ভালভাবে মোকাবিলা করা যাবে বলে মনে করছে কলকাতা ট্রাফিক পুলিশ। সবিস্তারে পড়ুন, কড়া নিরাপত্তায় ২১ জুলাই, রাজপথে ৫ হাজার পুলিশ 

13:15 (IST)19 Jul 19





















গোত্র নিয়ে এ কী কথা বললেন নাইজেল?

দিন নেই রাত নেই সারাক্ষণ বিরক্ত করেন আনন্দধামের মুক্তিদেবী। হিন্দি গান শোনা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, বাথরুমে গেলেই স্নান করতে হবে, রাত ৯টার পর মূল ফটক বন্ধ, এমন কত্ত কি! আর তার ঠেলায় জেরবার নাইজেল আকারা অর্থাৎ তারিক আলি। দেশে রক্তারক্তি, বিদ্বেষ, হানাহানিতে বিপন্ন মানবজাতি। জাতি-ধর্মের বাইরে বেরোতে পারছে না মানুষ। কিন্তু মানুষের প্রকৃত ধর্ম কী? তাদের আদেও কি কোনও ‘গোত্র’ রয়েছে? বিস্তারিত পড়ুন, মুক্তিদেবী নাকি ‘ছিটেল’ বললেন নাইজেল

12:07 (IST)19 Jul 19





















বুড়ো বয়সে কেমন দেখাবে টালিগঞ্জের এই তারকাদের?

সাধারণত নিজেদের বয়স লুকোতে চান অভিনেতা-অভিনেত্রীরা। বয়স বাড়লেও তার ছাপ পড়তে দেননা। কিন্তু ফেসঅ্যাপের কল্যাণে ফ্যানেদের সেই ইচ্ছেপূরণও সম্ভব হচ্ছে। বৃদ্ধ বয়সে নিজেকে দেখার হিড়িক চলছে সোশাল মিডিয়ায়। নিজেদের প্রবীণ বয়সের ছবি পোস্ট করে কিংবা স্টোরিতে দিয়ে ট্রেন্ড বজায় রাখছে নেটপাড়ার বাসিন্দারা। তাহলে তারকারাই বা বাদ যান কেন? বিস্তারিত পড়ুন, বৃদ্ধ বয়সে কেমন দেখাবে অঙ্কুশ, শ্রাবন্তী, রাজ চক্রবর্তীদের?

11:51 (IST)19 Jul 19





















কেন প্রসেনজিৎকে তলব করল ইডি?

ঋতুপর্ণা সেনগুপ্তের পর ইডি দফতরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালিকাণ্ডে টলি নায়ককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কিছুদিন আগেই রোজভ্যালি মামলায় নাম জড়ায় প্রসেনজিতের। অভিনেতা তথা প্রযোজককে আজই তলব করেছিল ইডি। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে আসেন নায়ক। ইডির তলব প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন, ‘‘আমি একজন দায়িত্বশীল নাগরিক, নিশ্চয়ই যাব’’। বিস্তারিত পড়ুন, রোজভ্যালিকাণ্ডে প্রসেনজিৎকে জিজ্ঞাসাবাদ ইডির

11:30 (IST)19 Jul 19





















ফের উত্তপ্ত কাঁকিনাড়া, বোমার আঘাতে মৃত এক

বোমাবাজিতে ফের কাঁপল কাঁকিনাড়া। বৃহস্পতিবার রাতে কাঁকিনাড়া এলাকার রামনগর কলোনিতে বোমায় মৃত্যু হয় এক বাসিন্দার। মৃতের নাম বিশ্বনাথ সরকার(৫৫)। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় কল্যানীর একটি সরকারি হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। ফের এই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নতুন করে যাতে অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয় তাই সকাল থেকেই এলাকায় রুটমার্চ শুরু করে পুলিশ। বোমাবাজির কারণ খুঁজতে গিয়ে ঘটনাস্থল থেকে বেশ কিছু খালি কৌটো সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সেখানে কেউ বোমা ছুঁড়েছে না কি বিশ্বনাথ সরকার নিজেই বোমা বানাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বনাথ বাবুর ভাইয়ের তরফে অভিযোগ তাঁর দাদাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

11:09 (IST)19 Jul 19





















স্কুলের টিচার্স রুমে নয় রাস্তায় বসলেন শিক্ষকেরা, কেন?

যাদের থাকার কথা ছিল ক্লাস রুমে তারা আজ রাস্তায়। আজ নিয়ে সাত দিন হয়ে গেল পিআরটি স্কেলের দাবিতে বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে প্রাথমিক শিক্ষকরা। এখনও পর্যন্ত ২০ জন শিক্ষক এই অনশনে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি। অনশনরত শিক্ষকদের দাবি স্বচ্ছ এবং সঠিক বেতনকাঠামো। ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের তুলনায় এ বাংলায় প্রাথমিক শিক্ষকদের বেতন প্রায় অর্ধেক। বেতন-বৃদ্ধি ও তাঁদের আরও বহু দাবির ন্যায্যতা মেনেও সরকার সুরাহার কোনও ব্যবস্থা না-করাতেই আন্দোলনের পথে প্রাথমিক শিক্ষকরা। বিস্তারিত দেখুন, ভুখা পেটে রাস্তায় সাতদিন শিক্ষকরা, উদাসীন সরকার

09:46 (IST)19 Jul 19





















দেখে নিন শহরের কোথায় কখন ব্যাহত হতে পারে যান চলাচল?

" id="lbcontentbody">
09:35 (IST)19 Jul 19





















আজ শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

publive-image

Advertisment
West Bengal news today updates: বৃহস্পতিবার প্রত্যাশিতভাবেই বানতলায় একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস করেন মেগা লেদার ক্লাস্টারের। পাশাপাশি এদিন বানতলা চর্মনগরীর নতুন নামকরণও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ থেকে এই নবদিগন্তের নাম দিলাম কর্মদিগন্ত। এই জায়গাটার কথা অনেক মানুষই জানতেন না। ৯৮ শতাংশ ব্যাগ এখান থেকেই তৈরি হয়। কলকাতার এতো কাছে এই জায়গাটাকে আমরা আস্তে আস্তে উন্নয়ন করছি। রাস্তাঘাট, পুলিশ স্টেশন, ফায়ার ব্রিগেড সব আস্তে আস্তে করা হচ্ছে। পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান এই জায়গা থেকেই হবে।” বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, বানতলায় চর্মশিল্প প্রকল্পে ৫ লক্ষ কর্ম সংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর
tmc bjp Mamata Banerjee west bengal politics