West Bengal news today updates: পূর্বাভাস থাকলেও তাঁর দেখা নেই। শহরের আকাশে কালো মেঘের আনাগোনাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না কলকাতাবাসী। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়েই আজ কাটবে সপ্তাহের প্রথম দিন। আলিপুর দফতরের তরফে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিলেও বৃষ্টির আশা প্রায় ছেড়েই দিয়েছে শহর। সকাল থেকে কাটফাটা রোদ এবং আর্দ্রতার দাপট নিয়ে ব্যস্ত কলকাতার জনজীবন। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বাধিক ৯৩ শতাংশ, নূন্যতম ৫৬ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.৮ মিলিমিটার।
এদিকে, আবহাওয়ার দাপট নেই রাজ্যের রাজনীতিতেও। একুশের মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেও সেই 'ঝাঁঝ' ছিল না বক্তব্যে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই বরাবর সাংগঠনিক বার্তা দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই দলের আগাম কর্মসূচি ঘোষণা করেন দলনেত্রী। এবারও ঘোষণা করেছেন। বামফ্রণ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এই শহিদ মঞ্চকে বেছে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু কোথায় খামতি ছিল? বিস্তারিত পড়ুন, উনিশের একুশ আলাদা হয়েই রইল, নেত্রীর বার্তায় নেই সেই ঝাঁঝ
অন্যদিকে, একুশে জুলাইয়ের এই সমাবেশ ‘ফ্লপ’ এবং আরএসএসের ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তৃণমূলের ‘শহিদ সমাবেশে’র শেষে এমন মন্তব্যই করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী আরও বলেন, “এটা আসলে মুখ্যমন্ত্রীর বিড়ম্বনা। লোকে ওনাকে দেখতে এসে যদি চিড়িয়াখানায় চলে যান। এরপরই একুশের এই সমাবেশকে ফ্লপ বলে দাবি করেন বাম পরিষদীয় নেতা। আর ঠিক কী কী বলেছেন এই বাম নেতা? বিস্তারিত পড়ুন, মমতাকে দেখতে এসে লোকে চিড়িয়াখানায় চলে যায়, একুশের সভা শেষে কটাক্ষ সুজনের
পেশায় চিত্রশিল্পী আর নেশায় দুঁদে প্রতারক। কিন্তু প্রতারণার এই জাল বেশি দীর্ঘ হওয়ার আগেই ধরা পড়লেন পুলিশের জালে। ফেসবুকে নিজের কয়েকটি ভুয়ো প্রোফাইল বানিয়ে মহিলাদের নানা উপায়ে ব্ল্যাকমেলিং করতেন হরিয়ানার বছর সাতাশের যুবক মহেন্দর কুমার। পুলিশের অনুমান, হরিয়ানার এই যুবকের জালিয়াতির ফাঁদে পা দিয়েছেন শহরের বহু মহিলা। বিস্তারিত পড়ুন, ভুয়ো প্রোফাইল বানিয়ে সোশাল মিডিয়ায় মহিলাদের হুমকি, কলকাতা পুলিশের জালে হরিয়ানার বাসিন্দা
আগামী দু-তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে মূলত উত্তরবঙ্গের জন্যই এই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এমনিতেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্মচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত সারা উত্তরবঙ্গ। বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদী। জলমগ্ন ডুয়ার্স-সহ দার্জিলিংয়ের একাধিক চা-বাগান। এরই মধ্যে ফের বৃষ্টিপাতের খবরে আশঙ্কার চিত্র ফুটে উঠেছে রাজ্যের উত্তরভাগে।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ফের সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে আগামী পুরভোট এবং পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার ফিরিয়ে আনার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে মমতা বলেন, “আমরা ইভিএম চাই না, বদলে ব্যালট চাই, ব্যালট পেপার। রাজ্যে যত ভোট হবে রাজ্য নির্বাচন কমিশন সেখানে ব্যালট পেপার দিয়ে ভোট সম্পন্ন করাবে। আমরা রাজ্যের নির্বাচন কমিশনকে বলবো যাতে পঞ্চায়েত, পুরসভা এবং পুরনিগমের ভোট ব্যালট পেপারেই করা যায়”। বিস্তারিত পড়ুন, একুশের মঞ্চে ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার ডাক মমতার
অফিসটাইমে পার্কসার্কাসে ব্যাহত যান চলাচল। এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে মা ফ্লাইওভার পর্যন্ত ব্যাহত গাড়ি চলাচল।