West Bengal news today updates: অবশেষে স্বস্তির বৃষ্টি শহরে। স্বস্তির এই খবর অবশ্য দিন দুই আগেই জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ। তবে বৃষ্টির মাঝেই তীব্র শহরের যানজট। পার্কস্ট্রিট থেকে এক্সাইড, পার্কসার্কাস থেকে ইএম বাইপাস সর্বত্রই ধীর গতিতে চলছে যানবাহন, জানা যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।
এদিকে, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “কবে থেকে হবে, কি ভাবে হবে তার জন্য় একটি কমিটি গঠন করা হয়েছে। কোথা থেকে টাকার সংস্থান হবে তা অর্থ দফতর দেখছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বেতন কাঠামো বাস্তবায়িত হবে।” পাশাপাশি নিয়ম মেনে বদলির বিষয়টিতেও জোর দেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এদিন পার্থ বলেন, ‘‘সকলের কাছে আবেদন করব, মুখ্যমন্ত্রী বিবেচনা করেছেন। অনশন প্রত্যাহার করুন’’। বিস্তারিত পড়ুন, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
অন্যদিকে, হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনায় তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিগৃহীত অধ্যাপককে ফোন করে ‘আশ্বস্ত’ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়কে ফোন করে ‘দুঃখপ্রকাশ’ করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এ ঘটনায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। অন্যদিকে, বৃহস্পতিবার ওই কলেজে যান বিধায়ক প্রবীর ঘোষাল। তিনিও ‘দুঃখপ্রকাশ’ করেন এ ঘটনায়। অধ্যাপক নিগ্রহের ঘটনার প্রতিবাদে আজ কলেজে ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপকরা। সবিস্তারে পড়ুন, কোন্নগরে অধ্যাপক নিগ্রহকাণ্ডে ‘দুঃখপ্রকাশ’ মুখ্যমন্ত্রীর
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের লাইভ আপডেট, Follow the updates here:
West Bengal news today updates: টলিউডের একটা বড় অংশ সম্প্রতি যোগ দিয়েছে বিজেপিতে। সেই নব্য টেলি-গেরুয়া ব্রিগেডেরই অন্যতম রূপাঞ্জনা মিত্রের চাঞ্চল্যকর অভিযোগ, তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এদিন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রূপাঞ্জনা দাবি করেছেন, তাঁকে নাকি ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। তিনি লিখেছেন, ”আমেরিকা যাওয়ার আগে বলতেই হচ্ছে তৃণমূলকর্মীদের কাছ থেকে ক্রমাগত হুমকি পাচ্ছি, আমার কাছে সমস্ত স্ক্রিনশট আছে। দয়া করে এগুলো বন্ধ করুন।”
সবিস্তারে পড়ুন, বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল হুমকি দিচ্ছে, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী রূপাঞ্জনার
রাজ্য সরকারী কর্মীদের জন্য বড় সুখবর। এবার পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদেরও কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল(স্যাট)।এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা ষষ্ঠ পে কমিশন অথবা আগামী ১ বছরের মধ্যে কার্যকর করতে হবে। কীভাবে বকেয়া মেটানো হবে তা রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সবিস্তারে পড়ুন, মমতা সরকারকে জোর ধাক্কা! রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে: নির্দেশ স্যাটের
প্রায় ২৩ মাসের শুনানির শেষে মনুয়াকাণ্ডে রায় ঘোষণা করল আদালত। অনুপম সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল তাঁর স্ত্রী মনুয়া মজুমদার এবং মনুয়ার প্রেমিক অজিত রায়কে। আজ বারাসত আদালতে সাজা ঘোষণা করা হয়। যাবজ্জীবন সাজা ঘোষণা করে বারাসাত ফার্স্ট ট্র্যাক আদালত। আদালতের রায় প্রসঙ্গে অনুপমের মা বলেন, “সর্বোচ্চ শাস্তি চাই।” অনুপমের বাবাও বলেন, “ওদের মৃত্যুদণ্ড চাই। বিস্তারিত পড়ুন, অনুপম হত্যা হামলায় মনুয়া ও তার প্রেমিকের যাবজ্জীবন সাজা
বেতন বাড়ানোর আশ্বাস সত্ত্বেও চিড়ে ভেজেনি। এর মধ্যেই শিক্ষকদের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিতর্কের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জরুরি সভায় শিক্ষকদের বেশ কিছু দাবি-দাওয়া মেনে নিলেও তাঁদের বদলির কারণ নিয়ে বলতে গিয়ে শিক্ষিকাদের প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। পার্থ বলেন, ‘‘এত বেশি মহিলা শিক্ষিকা স্ত্রী রোগে ভুগছেন, আমি নিজে আতঙ্কিত হয়ে পড়েছি। এটা কী হচ্ছে!’’ শিক্ষিকাদের বদলি নিয়ে যে ভাষায় মন্ত্রী মন্তব্য করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। সবিস্তারে পড়ুন, ‘শিক্ষিকারা এত স্ত্রী রোগে ভুগছেন যে আমি নিজেই আতঙ্কিত’, পার্থর মন্তব্যে বিতর্ক
অবশেষে মুখ তুলে তাকাল শ্রাবণ। আষাঢ় মাস জুড়ে কার্যত হা-পিত্যেশ করে বসেছিল সকলে। শেষমেশ ঘূর্ণাবর্তের ঝটকায় বৃষ্টির মুখ দেখল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। ভোর থেকেই আকাশের মুখভার। কালো মেঘে ঢেকেছে আকাশ। এ যেন একেবারে শ্রাবণের সেই চেনা আকাশ। যা কার্যত অধরা ছিল আষাঢ় মাসে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়ুন, শ্রাবণে বর্ষার কামব্যাক! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস