West Bengal news today updates: বৃষ্টি নামটাই যেন শহরবাসীর কাছে এখন স্বপ্নসুখের মতো। শ্রাবণ মাসের দিন গড়ালেও বৃষ্টির আশ্বাস নেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকেও। তবে আজ আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কাঠফাটা রোদ নিয়ে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি, সর্বনিম্ম ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৮৮ শতাংশ, নূন্যতম ৫৫ শতাংশ।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিভিন্ন জেলা পরিষদ সংগঠিত করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর কথায় নয়, সরাসরি জেলা পারিষদদের নিয়ে নবান্নের সভাঘরে বৈঠক সারেন মমতা। তাৎপর্যপূর্ণভাবে এদিন শুধু সংগঠিত হওয়ার ডাকই দেননি, পারিষদদের মাসিক ভাতাও অনেকটাই বৃদ্ধি করলেন তৃণমূল প্রধান। বৈঠক শেষে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়ুন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার সদস্যদের ভাতা বৃদ্ধি মমতার
কলকাতায় জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অগাষ্টের শেষের দিকে এই সভার আয়োজন করবে বঙ্গ বিজেপি। তবে কলকাতা পুলিশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা অনুমতি দেবে না বলেই আশঙ্কা করছে রাজ্য বিজেপি। সাংগঠনিক স্তরে তলে তলে এই সভা সফল করার প্রস্তুতি চলছে জোরকদমে। বিস্তারিত পড়ুন, একুশে জুলাইয়ের পাল্টা? অগাস্টে কলকাতায় অমিত শাহের সভা
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট, Follow the updates here:
West Bengal news today updates: পাঁচ বছর আগে, ২০১৪ সালের ২০ মে, ভয়ংকর এক আবিষ্কারের সাক্ষী থাকে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম। একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহের কিছু অংশ, এবং বাকি কিছু দেহাংশ হোল্ড-অলে মোড়া অবস্থায় পাওয়া যায়। আজ সোমবার, নৃশংস সেই হত্যার দায়ে অভিযুক্ত তিনজনকে ফাঁসির আদেশ দিল শিয়ালদা আদালত। বিচারপতি এদিন জানান, তদন্ত প্রক্রিয়ায় যা তথ্য আদালতের হাতে আসে, সেইমতো ২০ জুলাই, ২০১৯-এ দোষী সাব্যস্ত সুরজিৎ দেব (৫০), লতিকা পোদ্দার (৪৩), এবং সঞ্জয় বিশ্বাস (৪০)-কে আজ ফাঁসির আদেশ দেওয়া হলো। কী ঘটেছিল পাঁচ বছর আগে?
বিস্তারিত পড়ুন, স্ত্রীর খণ্ডিত দেহ শিয়ালদা স্টেশনে, পাঁচ বছর পর ফাঁসির সাজা স্বামীর
ওড়িশার পুরনো সম্বলপুরী গান ‘রঙ্গবতী’-কে গোত্র ছবিতে ব্যবহার করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই গানটি গেয়েছে সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। একটু অন্যরকমভাবে মুক্তি পেয়েছিল এই ছবির গান। ছবিতে এই গানে দৃশ্যায়িত হয়েছে ওম সাহানি ও দেবলীনা কুমার। এরপরেই এই গানকে ঘিরে শুরু হয়েছে সোশাল ওয়েভ। বিস্তারিত পড়ুন, ‘রঙ্গবতী’ চ্যালেঞ্জে মাতোয়ারা টলিপাড়া
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘ড্রাগ ফ্রি জোন’ করে তুলতে এবার উদ্যোগী হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিচারে একাধিকবার দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা করে নিয়েছে যাদবপুর। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে মদ্যপান ও মাদক সেবনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবত। সম্প্রতি একাধিকবার ইউজিসি জানিয়েছে, শিক্ষাগত উৎকর্ষতা এবং গবেষণার মান নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও জনমানসে ভাবমূর্তির বিচারে রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির থেকে কিছুটা পিছিয়ে রয়েছে যাদবপুর। আসন্ন শিক্ষাবর্ষে সেই ধারনা বদলে ফেলতেই ক্যাম্পাসকে নেশা-মুক্ত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবিস্তারে পড়ুন, ক্যাম্পাসে নেশা বন্ধে ঝাঁপাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
‘কেদারা’ ছবির দিয়েই ছবি পরিচালনায় হাতেখড়ি গয়েছেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর। এবার তাঁর এই ছবিই সেরা চলচ্চিত্রের সম্মান পেল হায়দরাবাদ বাঙালি চলচ্চিত্র উৎসবে। শুধু সেরা ছবিই নয়, সেরা পরিচালনা, সাউন্ড ও সিনেমাটোগ্রাফিতেও পুরস্কার জিতেছে ‘কেদারা’। শুভঙ্কর ভড়, সিনেমাটোগ্রাফিতে এবং অনির্বাণ ভট্টাচার্য সাউন্ডের জন্য সম্মানিত হয়েছেন। সবিস্তারে পড়ুন, হায়দরাবাদে সেরা ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘কেদারা’
পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের টানাপোড়েন দীর্ঘদিনের। এমতাবস্থায় রাজ্য সরকারের পরামর্শ ছাড়াই বর্ধমান রেল স্টেশনের নাম বদল নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে জেলা পারিষদদের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টেশনের নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, বর্ধমানে স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে করার কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, সে বিষয়ে তিনি একেবারেই অবগত নন। সবিস্তারে পড়ুন, বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন নিয়ে রাজ্যের পরামর্শ নেওয়া হয়নি: মমতা
বাংলায় রাজনৈতিক হিংসা যেন থামছেই না। একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজিরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াবাহিনী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। ঠিক কী অভিযোগ? সবিস্তারে পড়ুন, একুশের সমাবেশে যাওয়ায় তৃণমূল কর্মীকে ‘পিটিয়ে খুন’
ইডি তলব নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এবার সরব হলেন অর্জুন সিং। ‘‘হতাশা থেকেই এসব বলেছেন’’, এ সুরেই একসময়ের দলনেত্রীকে কটাক্ষ করলেন একদা তৃণমূলের বাহুবলী নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং। একইসঙ্গে নারদ তদন্ত কেন এত দেরি করছে সিবিআই, সে নিয়েও প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদ। কী বলেছেন অর্জুন সিং? বিস্তারিত পড়ুন, ‘হতাশায় ভুগছেন’, তারকাদের ইডি তলব নিয়ে মমতাকে পাল্টা অর্জুনের