Advertisment

7th Pay Commission:৫৩ শতাংশ DA, এছাড়াও এই কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন বর্ধিত আরও দুই ভাতা

Two New Allowances Hiked: এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও দুটি ভাতা বাড়ানো হয়েছে। তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Allowances Hike: ভাতা বৃদ্ধি

Allowances Hike: এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুটি ভাতা বাড়ানো হয়েছে।

Dress Allowance, Nursing Allowance Hike: সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্যভাতা (DA) বর্তমানে জুলাই মাসের সংশোধনের পরে মূল বেতনের ৫৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। নিয়ম বলে যে যদি DA মূল বেতনের ৫০ শতাংশ পেরিয়ে যায় তবে নির্দিষ্ট ভাতাগুলি স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হয়। এই নিয়মটি নিশ্চিত করে যে কর্মচারীদের অতিরিক্ত খরচ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যের মধ্যে হিসাব করা হয়।

Advertisment

চলতি বছরের জানুয়ারিতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর মূল বেতনের ৪ শতাংশ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করেছিল। ফলস্বরূপ ১৩টি মূল ভাতা ২৫ শতাংশে সংশোধিত হয়েছিল। সম্প্রতি, যোগ্য কর্মচারীদের জন্য আরও দুটি ভাতার সংশোধন করা হয়েছে। পোশাক ভাতা এবং নার্সিং ভাতার সংশোধন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoH&FW) সম্প্রতি যোগ্য কর্মীদের জন্য পোশাক ভাতা এবং নার্সিং ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। যখনই DA ৫০ শতাংশ অতিক্রম করে তখন নির্দিষ্ট ভাতাগুলি সংশোধন করার জন্য এটি সরকারের নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ ছিল।

সাম্প্রতিক বিজ্ঞপ্তিগুলিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলি সহ সমস্ত প্রাসঙ্গিক সংস্থাগুলি, সেই সঙ্গে কেন্দ্রের টাকায় চলা স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলি যেমন AIIMS নয়াদিল্লি, PGIMER চণ্ডীগড় এবং JIPMER পন্ডিচেরীকে, সংশোধিত ভাতাগুলি বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে হবে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: কানাডায় বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করলেন প্রবাসী হিন্দু ভারতীয়রা

আরও পড়ুন- Mayapur-Nabadwip: মায়াপুর, নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট

ভাতা সংশোধনের বিবরণ:

মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ বৃদ্ধির ফলে পোশাক ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি। একইভাবে, নার্সিং ভাতাও ৩৫ শতাংশ বেড়েছে। ব্যাপারে সরকারি নির্দেশিকা এটা স্পষ্ট করে যে এই সংশোধনের লক্ষ্য কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং MoH&FW এর অধীনে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে কর্মরত নার্সদের সমর্থন করা। বিজ্ঞপ্তিতে সমস্ত প্রাসঙ্গিক সংস্থা এবং সংস্থাগুলিকে সংশোধিত হারগুলিকে অবিলম্বে এবং আগস্ট ২০১৭-এর বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশিকাগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Kolkata-Howrah Underwater Tunnel:কলকাতায় গঙ্গার তলদেশ দিয়ে আরও একটি টানেল, প্রকল্প নিয়ে জোর চর্চা সংসদে

Employee Da Central Government
Advertisment