Kolkata-Howrah Underwater Tunnel: কলকাতা থেকে হাওড়া পর্যন্ত গঙ্গাবক্ষ দিয়ে আন্ডারওয়াটার আরও একটি টানেল তৈরির ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কলকাতা বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে তৎপরতা নিয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এই প্রকল্পের ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। এই প্রকল্পের সুবিধা ও অসুবিধার দিকগুলি, প্রকল্পটির ভাবনা ঠিক কোন পর্যায়ে রয়েছে, প্রকল্পটির কাজ কত দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে, এমনই কিছু প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে (Sarbananda Sonowal)। শমীক ভট্টাচার্যের এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
ইতিমধ্যেই কলকাতায় গঙ্গাবক্ষে ছুটছে মেট্রো (Metro)। প্রতিদিন আন্ডারওয়াটার মেট্রো করিডর দিয়ে হাজার হাজার যাত্রী কলকাতার দিক থেকে হাওড়ার দিকে এবং হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাতায়াত করছেন। তবে এবার গঙ্গা নদীর তলদেশ দিয়ে আরও একটি টানেল তৈরির ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। হাওড়া থেকে কলকাতা পর্যন্ত তৈরি হবে এই টানেল। এই টানেল দিয়ে বাস, ট্রাকের মত পণ্যবাহী যান চলাচল করবে।
প্রস্তাবিত এই প্রকল্পের ভাবনা ঠিক কোন স্তরে রয়েছে মঙ্গলবার সেটাই জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ প্রকল্প নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। টানেলটি কলকাতার দিকে বন্দর সংলগ্ন এলাকা থেকে শুরু হবে, টানেলের শেষ হাওড়ায় জাতীয় সড়কের কাছে। এ ব্যাপারে ইতিমধ্যেই একটি রিপোর্ট জমা পড়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ৭০ জন গ্রেফতার, জানাল ইউনূস সরকার
আরও পড়ুন- West Bengal Weather: বঙ্গে হাড়কাঁপুনি শীত কবে থেকে, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
আরও পড়ুন- Partha Chatterjee: 'পার্থই নাটের গুরু', তোপ CBI-এর, জামিন চেয়ে কেজরিওয়ালের তুলনা প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর