Ajker Rashifal Bengali, 1 November 2025: শনিবার কে পাবেন সৌভাগ্য আর কার জীবনে আসবে চ্যালেঞ্জ, দেখুন আজকের রাশিফল

Today Saturday Horoscope, 1 November, 2025: আজকের দিনটি কেমন যাবে? একনজরে প্রেম, কাজ, অর্থ এবং স্বাস্থ্যের রাশিফল দেখুন। মেষ থেকে মীন — রইল বিস্তারিত হরস্কোপ।

Today Saturday Horoscope, 1 November, 2025: আজকের দিনটি কেমন যাবে? একনজরে প্রেম, কাজ, অর্থ এবং স্বাস্থ্যের রাশিফল দেখুন। মেষ থেকে মীন — রইল বিস্তারিত হরস্কোপ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
saturday horoscope

saturday horoscope: শনিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 1 November 2025: আজকের দিনটি শুরু হোক ইতিবাচক শক্তি দিয়ে। সূর্য ও মঙ্গলের প্রভাব আজ বেশি থাকবে। যাঁদের আজ জন্মদিন, তাঁরা বৃশ্চিক রাশির জাতক/জাতিকা — জীবনে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকবে প্রবল। এদের শুভ সংখ্যা ১, ১০, ১৯, ২৮। শুভ রত্ন রুবি, রক্তপ্রবাল। শুভ রং লাল এবং কমলা। শুভ সময়:- ভোর ৬টা ১৪–৭টা ০৫, সকাল ৮টা ৪৯–১০টা ০১, দুপুর ১২টা ১৩–৩টা ০৮, বিকাল ৩টা ৫২–৫টা ২৪, রাত ১টা ০৯–৩টা ৪৫। এই তিথিতে চন্দ্র, কুম্ভ রাশিতে অবস্থান করবে। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আয় রোজগারে উন্নতির দিন। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধু ও বড় ভাই-বোনের সহযোগিতা পেতে পারেন। শুভ সংখ্যা: ৪৭। 

আরও পড়ুন- সেনা পাঠিয়েও ভাঙতে পারেননি ঔরঙ্গজেব, এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন বলে বিশ্বাস ভক্তদের!

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। প্রভাবশালী ব্যক্তির সহায়তা মিলবে। গৃহস্থালি জীবনে পিতার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্ক থাকুন। শুভ সংখ্যা: ৬৮।

আরও পড়ুন- স্বাদ বদলান! দামে কুলোতে অল্প হলেও একবার খান ইচা মারা, মুখে লেগে থাকবে

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

ভাগ্য উজ্জ্বল থাকবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সময় কাটাতে পারেন। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার পথে শুভ সময়। শুভ সংখ্যা: ৫৬। 

আরও পড়ুন- একদিন আগেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন ইন্দিরা গান্ধী?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

দূরের ভ্রমণে ঝুঁকি আছে, সম্ভব হলে এড়িয়ে চলুন। চিকিৎসা ও ফার্মা পেশায় যুক্তদের আয়ের সম্ভাবনা বেশি। শুভ সংখ্যা: ৪৬।

আরও পড়ুন- রাজস্থানের বুন্দি, নীল শহরের সোপানকূপে সময়ের প্রতিধ্বনি পর্যটকদের হাতছানি দেয়

সিংহ/ Leo রাশিফল Rashifal 

দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ আসতে পারে। অংশীদারিত্ব ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে, ঠান্ডা মাথায় সামলান। শুভ সংখ্যা: ৩৩।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। কাজের জায়গায় সহকর্মীর সাথে মতবিরোধ হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন, তাহলেই সফলতা পাবেন। শুভ সংখ্যা: ৬৭।

তুলা/ Libra রাশিফল Rashifal

সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রেম ও পারিবারিক জীবনে আনন্দ থাকবে। সন্তানদের সাফল্যে খুশি হবেন। শুভ সংখ্যা: ৫০। 

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

গৃহস্থালি কাজে অগ্রগতি হলেও আত্মীয়দের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। স্থাবর সম্পত্তি বিষয়ে সিদ্ধান্তে সতর্ক থাকুন। শুভ সংখ্যা: ৩৫।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

মধ্যস্থতার কাজে লাভবান হবেন। গণমাধ্যম বা লেখালেখির কাজে সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা: ৭৪।

মকর/ Capricorn রাশিফল Rashifal

ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ পাবেন। আত্মীয়দের সহায়তা লাভ করবেন। বকেয়া টাকা ফেরত আসবে। শুভ সংখ্যা: ২০। 

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

সাংসারিক বিষয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে বিদেশযাত্রার ক্ষেত্রে শুভ সময়। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। শুভ সংখ্যা: ২০ 

মীন/ Pisces রাশিফল Rashifal

ব্যয়ের দিক কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রবাসী ভাই-বোনের সাহায্য পাবেন। ভ্রমণ বা ট্রাভেল ব্যবসায় ভালো আয় হবে। শুভ সংখ্যা: ২৩। 

আজকের দিনটি মিশ্র প্রভাবের হলেও, সঠিক সিদ্ধান্ত ও ধৈর্য আপনাকে এগিয়ে দেবে। নিজের শুভ রং ও সময় মেনে চললে দিনটি হবে ইতিবাচক।

Ajker Rashifal bengali