Ajker Rashifal Bengali, 27 October 2025: আজকের রাশিফল, কোন রাশির ভাগ্য আজ উজ্জ্বল, জেনে নিন!

Today Thursday Horoscope, 27 October, 2025: জানুন আজকের দিনটি কেমন কাটবে আপনার জন্য। প্রেম, কর্মজীবন, অর্থভাগ্য ও স্বাস্থ্য—সব রাশির বিস্তারিত ভবিষ্যৎফল এক জায়গায়। মেষ থেকে মীন, আজ কারা পাবেন সৌভাগ্য?

Today Thursday Horoscope, 27 October, 2025: জানুন আজকের দিনটি কেমন কাটবে আপনার জন্য। প্রেম, কর্মজীবন, অর্থভাগ্য ও স্বাস্থ্য—সব রাশির বিস্তারিত ভবিষ্যৎফল এক জায়গায়। মেষ থেকে মীন, আজ কারা পাবেন সৌভাগ্য?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-08-31 at 7.28.35 PM

Today Monday Horoscope: সোমবারের রাশিফল

Ajker Rashifal Bengali, 27 October 2025: আজকের দিনটি আপনার কেমন কাটবে, জানতে পড়ুন ১২টি রাশির বিস্তারিত বিশ্লেষণ। আজকের শুভ সময়, শুভ রং ও মঙ্গলময় ইঙ্গিত জেনে নিন।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আয়ের নতুন পথ খুলবে। বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখুন। শুভ সংখ্যা ৭৮।

আরও পড়ুন- গোদাবরীর তীরে রামায়ণের পঞ্চবটী! কীভাবে যাবেন রামের পদধূলিতে ধন্য এই তীর্থে?

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আর্থিক সিদ্ধান্তে সতর্কতা জরুরি। ব্যবসায় ঋণ নিতে হতে পারে, তবে লাভের সম্ভাবনাও আছে। শুভ সংখ্যা ৫৪।

আর পড়ুন- দেবী সতীর মুকুট পড়েছিল, পবিত্র সতীপীঠের অজানা ইতিহাস!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

অংশীদারী ব্যবসা ভালো চলবে। পরিবারের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ আসবে। শুভ সংখ্যা ৩৫। 

আরও পড়ুন- পেশা থেকে সম্পর্ক, ছক কষে কাজ করেন এই ৪ রাশি!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সাহায্যে কাজ এগোবে। গৃহস্থালী জীবনে পরিবর্তন আসতে পারে। শুভ সংখ্যা ৭৪। 

আরও পড়ুন- কবে জগদ্ধাত্রী পুজো? কীভাবে শুরু হল এই পুজো?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সৃজনশীল কাজে সাফল্য। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। সন্তানের উন্নতির খবর পেতে পারেন। শুভ সংখ্যা ৫৮।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আত্মীয়দের আগমন আনন্দ বয়ে আনবে। কর্মক্ষেত্রে বহুদিনের ইচ্ছাপূরণ হবে। শুভ সংখ্যা ৩৮। 

তুলা/ Libra রাশিফল Rashifal

ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। নতুন চুক্তি সইয়ের দিন। গৃহস্থালি কাজে ছোট ভাইবোন সহায় হবেন।শুভ সংখ্যা ৪৪।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বাড়িতে আত্মীয় আগমন ও আনন্দের দিন। খাদ্য ব্যবসায় উন্নতি। বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা ৩৭। 

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। গৃহস্থালি কাজে মনোযোগ দিন। অর্থভাগ্য উন্নত। শুভ সংখ্যা ৬২। 

মকর/ Capricorn রাশিফল Rashifal

বিদেশে থাকা ব্যক্তিদের জন্য শুভ সময়। ব্যবসায় ব্যয় বাড়বে, তবে আয়ও বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা ৫৯।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

ঠিকাদারি ব্যবসায় লাভজনক দিন। গৃহস্থালি কাজে পরিবারের সহায়তা পাবেন। শুভ সংখ্যা ৬০। 

মীন/ Pisces রাশিফল Rashifal

চাকরি ও রাজনীতি ক্ষেত্রে অগ্রগতি। পিতার পরামর্শে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যা ৩৬।

আজ যদি আপনার জন্মদিন হয়— পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাব বিস্তারকারী গ্রহ হল মঙ্গল। যা আপনাকে দৃঢ়সংকল্প ও পরিশ্রমী করে তুলবে আজ লাল রঙের পোশাক আপনার সৌভাগ্য বয়ে আনতে পারে।

Ajker Rashifal bengali