/indian-express-bangla/media/media_files/2025/05/28/5n0NL4gvvMSbKo8K8rEz.jpg)
Astrology 2025: রাশিফল ২০২৫।
Zodiac Signs 2025: বেশিরভাগ মানুষই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন। কেউ ভাবার আগেই কাজ শুরু করে ফেলেন, পরে আফসোস করেন। কিন্তু, রাশিচক্রের চার রাশি এই দলে পড়েন না। এরা যে কোনও কাজে নামার আগে মাথায় বিস্তারিত পরিকল্পনা করে নেন। তাদের বিশ্বাস, 'প্ল্যান করো, তারপর অ্যাকশন নাও'—এই নীতিই সাফল্যের চাবিকাঠি।
কর্কট (Cancer): পরিকল্পনা ও অধ্যবসায়ের মিশেল
কর্কট রাশির জাতক-জাতিকাদের মধ্যে ছোটবেলা থেকেই সাফল্যের প্রতি অদম্য খিদে থাকে। পরিশ্রমের পাশাপাশি তাঁরা জানেন, লক্ষ্য অর্জনে কৌশলই আসল শক্তি। কোনও কাজ শুরু করার আগে তাঁরা নিজের মত করে ছক কষে নেন—কোন পথে এগোলে ফল মিলবে, সেটা তাঁদের স্পষ্ট মাথায় থাকে।
আরও পড়ুন- সাবধান! কথার জালে ভোলানো, এই রাশির জাতক-জাতিকাদের কাছে বাঁ হাতের খেল
কন্যা (Virgo): নিখুঁত হওয়ার নেশায় পরিকল্পনা করা মানুষ
কন্যা রাশির মানুষদের সবচেয়ে বড় গুণ তাদের নিখুঁত (perfectionism) হওয়ার চেষ্টা। সম্পর্ক, পেশা বা ব্যক্তিগত জীবন—সব ক্ষেত্রেই তাঁরা চান নিখুঁত ফলাফল। তাই তাঁরা আগে থেকেই প্রতিটি ধাপ পরিকল্পনা করেন। অনিশ্চয়তাকে তাঁরা একদম পছন্দ করেন না। সব কিছু গুছিয়ে, সাজিয়ে তবেই কাজে নামেন।
আরও পড়ুন- কবে জগদ্ধাত্রী পুজো? কীভাবে শুরু হল এই পুজো?
বৃশ্চিক (Scorpio): নীরব কৌশলী
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে ভয়ংকর কৌশলী। এরা নিজের পরিকল্পনা কাউকে জানান না, কিন্তু মনেমনে প্রতিটি বিষয় বিশ্লেষণ করেন। কর্মজীবন হোক বা সম্পর্ক—তাঁরা আগে থেকেই সব কিছু ঠিকঠাক সাজিয়ে রাখেন, তারপর কাজে নামেন।
আরও পড়ুন- ছট পুজোয় দেবতাকে কী ভোগ দেওয়া হয়, কীভাবে তা তৈরি হয়?
কুম্ভ (Aquarius): দূরদর্শী পরিকল্পনাকারী
কুম্ভ রাশির জাতক-জাতিকারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসেন। তাঁরা একদিনে সিদ্ধান্ত নেন না, বরং আগে ভাবেন—আগামিকাল কীভাবে আরও উন্নতি করা যায়। এরা অত্যন্ত লজিক্যাল ও প্র্যাকটিক্যাল। তাই হুট করে সিদ্ধান্ত না নিয়ে আগে থেকে ছক কষে রাখেন।
আরও পড়ুন- ছট পুজো কী, কেন আর কীভাবে পালিত হয় এই উৎসব?
কেন এই রাশিগুলি এত পরিকল্পনা করে?
এই চার রাশির জাতক-জাতিকাদের মধ্যে রয়েছে এক ধরনের অ্যানালাইটিক্যাল থিংকিং (analytical thinking)। তাঁরা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন। পরিকল্পনা তাঁদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যর্থতার ভয় কমায়। ফলে, জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁরা থাকেন স্থির এবং সুসংগঠিত।
আরও পড়ুন-
যদিও জীবনে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে না, তবে কর্কট, কন্যা, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা জানেন—'ভালো ফল চাইলে, আগে ভাবো তারপর কর।' এই চার রাশি তাই জীবনে বারবার সাফল্যের মুখ দেখে। কারণ তাঁরা, ভাগ্যের চেয়ে কৌশলে বিশ্বাসী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us