New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/21/kK7u2hMO0GqIF1aHh0Pi.jpg)
Hair-growth: চুল গজাবে ঘন জঙ্গলের মত! (প্রতীকী ছবি)
Hair Lifestyle: এই ভেষজের বিরাট উপকারিতা। হাতের কাছে থাকলেও আমরা অনেকেই তা চিনি না। এমনটাই দাবি আয়ুর্বেদ বিশেষজ্ঞদের। জানুন এই ভেষজের উপকারিতা আর তা তৈরির পদ্ধতি।
Hair-growth: চুল গজাবে ঘন জঙ্গলের মত! (প্রতীকী ছবি)
Hair Ayurvedic Care Lifestyle: চুল পড়া, পাতলা চুল বা অকালপক্বতায় অনেকেই ভোগেন। বাজারের দামী তেল বা কেমিকেলযুক্ত পণ্যে ফল না পেয়ে অনেকেই নিরাশ হন। অথচ আমাদের প্রাচীন আয়ুর্বেদিক ভেষজে লুকিয়ে রয়েছে এমন কিছু উপাদান, যা চুলের জন্য প্রকৃত অর্থেই কার্যকর। এমনই একটি উপাদান হল ভেম্পালাম ছাল, যার ইংরেজি নাম Alkanna Tinctoria।
দক্ষিণ ভারতে ‘ভেম্পালাম বাট’ নামে পরিচিত এই ভেষজটির হিন্দি নাম রতনজোট এবং এটি প্রাকৃতিক লাল রঞ্জক হিসেবে বেশি পরিচিত। ত্বক, চুল এমনকী পেটের বিভিন্ন সমস্যাতেও ব্যবহৃত হয় এই ভেষজ। তবে আজ আমরা জানব শুধুমাত্র চুলের যত্নে এর ভূমিকা সম্পর্কে।
আরও পড়ুন- প্রতিদিন মাত্র দুই মিনিট করুন এই যোগব্যায়াম, মহিলাদের জন্য এর উপকারিতা অপরিসীম
ডা. কার্তিকেয়ন ইউটিউবে প্রকাশিত ভিডিওতে বলেছেন, 'ভেম্পালাম ছালের অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ইনফেকটিভ বৈশিষ্ট্য চুলের গোড়া মজবুত করতে, খুশকি এবং অ্যালার্জি কমাতে দারুণ কাজ করে।'
আরও পড়ুন- মাত্র ২০ টাকায় বাথরুমের দাগ আর দুর্গন্ধ দূর করুন! এই ঘরোয়া কায়দা একবার ট্রাই করলেই যথেষ্ট
তেল বানানোর জন্য লাগবে: ১০০ মিলিগ্রাম নারকেল তেল বা তিলের তেল। ভেম্পালাম ছাল লাগবে ১ চামচ। নিম ছাল লাগবে ১ চামচ।
আরও পড়ুন- আজকেই আটায় মেশান এই ৫ জিনিস, দ্বিগুণ হবে স্বাদ, রুটি উঠবে দোকানের মত ফুলে
১. তেল হালকা গরম করুন।
২. ভেম্পালাম ও নিমের ছাল দিয়ে কিছুক্ষণ ফুটান।
৩. ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে ভরে রাখুন।
৪. সপ্তাহে ২-৩ দিন মাথায় মালিশ করে ব্যবহার করুন।
আরও পড়ুন- আপনার কিডনিতে পাথর আছে? ঘরোয়া এই ৫ পানীয়েই মিলবে আরাম, বলছেন বিশেষজ্ঞরা
Alkanna Tinctoria-তে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন শিকোনিন ও অ্যালানিন, যা চুলের গ্রোথ সেলকে উদ্দীপিত করে। এতে প্রদাহ কমে এবং স্ক্যাল্প পরিষ্কার থাকে।
ভেম্পালাম ছাল অনলাইন ই-কমার্স বা আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। কালচে হলেও এই ছালের ভেতরে থাকে গাঢ় লাল রঙ, যা তেলে মিশে ম্যাজিকের মত কাজ করে। প্রথমবার ব্যবহার করার আগে হাতে টেস্ট করে নিন। কারণ, কারও অ্যালার্জিও হতে পারে। নিয়মিত ব্যবহার করলে ফল ভালো পাওয়া যায়, তবে দ্রুত ফল আশা করা উচিত নয়।