Atal Bihari Vajpayee: অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা থেকে ৫টি লাইন, যা ফিরিয়ে দেবে আপনার আত্মবিশ্বাস!

Top 5 Inspirational Quotes: অটলবিহারী বাজপেয়ীর অনুপ্রেরণামূলক ৫টি বাণী ও তাঁর লেখা কবিতার ৫টি লাইন পড়ুন। জীবনে শান্তি, ইতিবাচকতা, সাফল্যের দিশা দেবে এই বাণী ও কবিতা।

Top 5 Inspirational Quotes: অটলবিহারী বাজপেয়ীর অনুপ্রেরণামূলক ৫টি বাণী ও তাঁর লেখা কবিতার ৫টি লাইন পড়ুন। জীবনে শান্তি, ইতিবাচকতা, সাফল্যের দিশা দেবে এই বাণী ও কবিতা।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Atal Bihari Vajpayee

Atal Bihari Vajpayee: অটলবিহারী বাজপেয়ীর জীবন দর্শন অনেকের কাছেই প্রেরণামূলক।

Atal Bihari Vajpayee Quotes: অটলবিহারী বাজপেয়ী শুধু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীই নন, তিনি ছিলেন এক অদ্বিতীয় চিন্তক, রাষ্ট্রনায়ক এবং কবি। তাঁর লেখা কবিতা, বক্তৃতা ও অনুপ্রেরণামূলক উক্তি আজও সমানভাবে প্রাসঙ্গিক। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাঁর চিন্তাধারা আমাদের ইতিবাচক পথে এগোতে সাহায্য করে। তাঁর কথাগুলো শান্তি, উন্নয়ন, মানবতা এবং আশাবাদের প্রতীক। আজ আমরা জেনে নেব অটলবিহারী বাজপেয়ীর ৫টি অনুপ্রেরণামূলক উক্তি এবং তাঁর কবিতা থেকে নেওয়া ৫টি লাইন, যা আপনার জীবনেও ইতিবাচকতা এনে দিতে পারে।

অটলবিহারী বাজপেয়ীর সেরা ৫টি উক্তি

Advertisment
  • 'We want peace to be permanent.'
    বাজপেয়ী সবসময়ই শান্তিকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। তাঁর মতে, শান্তি ছাড়া অগ্রগতি সম্ভব নয়।

  • 'For development, peace is essential.'
    তিনি বিশ্বাস করতেন, উন্নয়ন আর শান্তি একে অপরের পরিপূরক।

  • 'Violence does not contribute to anything.'
    অহিংসার ওপর তাঁর দৃঢ় আস্থা ছিল। তিনি বলতেন, সহিংসতা কখনোই কোনও স্থায়ী সমাধান আনতে পারে না।

  • 'You can change friends but not neighbours.'
    আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর এই দৃষ্টিভঙ্গি আজও শিক্ষা দেয়—প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা অপরিহার্য।

  • 'We believe in equal respect for all faiths.'
    ধর্মনিরপেক্ষতার এক অনন্য উদাহরণ ছিলেন তিনি। তাঁর মত ছিল, প্রত্যেক ধর্মকেই সমান সম্মান দেওয়া উচিত।

আরও পড়ুন- শ্রীরামকৃষ্ণের ৫টি জীবনমন্ত্র, যেগুলো আজকের ব্যস্ত জীবনে মানসিক শান্তি এনে দেবে

অটলবিহারী বাজপেয়ীর কবিতা থেকে ৫টি ইতিবাচক লাইন

Advertisment

অটলবিহারী বাজপেয়ী ছিলেন এক অসাধারণ কবি। তাঁর কবিতা জীবনে আশার আলো জ্বালায়, দুঃসময়ে সাহস জোগায়। যার অন্যতম সেরা ৫ লাইন হল-

আরও পড়ুন- এই সময়ে জন্মাষ্টমীর পূজায় মিলবে শুভ ফল? জানুন বিস্তারিত!

  1. 'हार नहीं मानूँगा, रार नई ठानूँगा।'
    (আমি হার মানবো না, নতুন লড়াই শুরু করব।)

  2. 'कदम मिला कर चलना होगा।'
    (আমাদের একসঙ্গে পা মেলাতে হবে।)

  3. 'अंधकार से लड़ना होगा।'
    (অন্ধকারের সঙ্গে লড়াই করতে হবে।)

  4. 'टूटे मन को फिर से जोड़ना होगा।'
    (ভাঙা মনকে আবার জোড়া লাগাতে হবে।)

  5. 'नई दिशाओं की ओर बढ़ना होगा।'
    (নতুন দিশার দিকে এগোতে হবে।)

এই লাইনগুলো শুধু কবিতা নয়, বরং জীবনের মন্ত্র, যা আমাদের আশা এবং সাহস জোগায়।

আরও পড়ুন- জন্মাষ্টমী 2025-এ এভাবে সাজান গোপালকে, দেখুন সজ্জার টিপস

আজকের ব্যস্ত, অশান্ত জীবনে শান্তি খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। বাজপেয়ীর বাণী আমাদের মনে করিয়ে দেয়—শান্তি, মানবতা, একতা আর ইতিবাচক দৃষ্টিভঙ্গিই হল প্রকৃত শক্তি। তাঁর কবিতা আমাদের শেখায় যে, জীবনের প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে, তাই হাল ছাড়ার কোনও জায়গা নেই।

আরও পড়ুন- বালক গোপালকে কখন ঘুম পাড়ানো উচিত? পূজা ও উপবাসে শুভ ফল পেতে মানুন এই নিয়ম

অটলবিহারী বাজপেয়ীর বাণী ও কবিতা আমাদের শেখায় মানবতা, শান্তি, ইতিবাচকতা ও দৃঢ় মানসিকতা দরকার। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে তাঁর এই অনুপ্রেরণা কাজে লাগতে পারে। তাই তাঁর বাণীকে মনে রেখে এগিয়ে চলাই শ্রেয়। 

Atal Bihari Vajpayee Quotes