/indian-express-bangla/media/media_files/2025/09/09/donald-trump-2025-09-09-16-48-29.jpg)
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
US Immigration Bill 2025: মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা আইন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সর্বশেষ যে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হয়েছে, তা গ্রিন কার্ডধারীদের জন্যও নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এই বিলের আওতায় আসছে DUI (Driving Under the Influence) অর্থাৎ মাদক বা অ্যালকোহল খেয়ে করে গাড়ি চালানো সংক্রান্ত অপরাধও।
প্রস্তাবিত আইন অনুযায়ী, যে কোনও বিদেশি (illegal immigrant, visa holder বা Green Card holder) যদি DUI-তে দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে। অপরাধটি ফেডারেল, রাজ্য বা স্থানীয় আইন অনুযায়ী যেভাবেই শ্রেণিবদ্ধ হোক না কেন, তাঁকে নির্বাসনের যোগ্য বলেই বিবেচনা করা হবে। পাশাপাশি, DUI অপরাধে দোষী সাব্যস্ত বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে বলেই বলা হয়েছে নতুন বিলে।
আরও পড়ুন- জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?
গ্রিন কার্ড হোল্ডাররাও নিরাপত্তাহীন
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৩০ লক্ষ গ্রিন কার্ডধারী আছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০ লক্ষ নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এতদিন DUI অপরাধে গ্রিন কার্ডধারীদের সরাসরি বহিষ্কারের কোনও আইনি ভিত্তি ছিল না। কিন্তু, নতুন এই বিলের মাধ্যমে সেটি পরিবর্তিত হচ্ছে। যার মানে, একজন গ্রিন কার্ডধারী যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দোষী হন, তাহলে তিনি স্থায়ীভাবে আমেরিকা থেকে বহিষ্কৃত হওয়ার ঝুঁকিতে থাকবেন।
আরও পড়ুন- পরীক্ষার তারিখ ঘোষিত, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড কবে আসবে জানুন
এই বিলের নামকরণ করা হয়েছে– 'Jeremy and Angel See and Sgt. Brandon Mendoza Protect Our Communities from DUI Act of 2025'। প্রশাসনের অবশ্য দাবি, ২০০৯ সালের একটি মর্মান্তিক দুর্ঘটনা এই আইনের পিছনে। সেবার আলাবামায় দুই তরুণ (জেরেমি ও অ্যাঞ্জেল) এক অবৈধ বিদেশির গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। সেই থেকে DUI অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়।
আরও পড়ুন- ঘরেই রেস্টুরেন্টের মত স্টাইল আর স্বাদ চান? এই কায়দায় বানান চিলি চিকেন!
এই আইন কার্যকর হলে গ্রিন কার্ডধারী ও ভিসাধারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। অনেক ক্ষেত্রে DUI অপরাধকে ছোটখাটো অপরাধ হিসেবে ধরা হলেও, নতুন আইনে সেগুলিও নির্বাসনের কারণ হতে পারে। দীর্ঘদিন আমেরিকায় বসবাসকারী ও কর্মরত গ্রিন কার্ডধারীদের জন্য এই আইন এক বড় ধাক্কা হতে চলেছে। ইতিমধ্যেই বিলটি জুন 2025-এ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বর্তমানে এটি মার্কিন সিনেটের পর্যালোচনায় রয়েছে। সিনেটে পাস হয়ে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি কার্যকর হবে।
আরও পড়ুন- মাত্র ১২ বছর বয়সে এইচএমভির রেকর্ড, বাঙালি ভোলেনি ফিরোজা বেগমকে!
নতুন মার্কিন অভিবাসন বিল ২০২৫ যদি আইনে পরিণত হয়, তাহলে তা শুধু অবৈধ নাগরিকই নয়, বরং বৈধ গ্রিন কার্ডধারীদের জীবনেও বড় ধরনের প্রভাব ফেলবে। DUI অপরাধে কঠোর শাস্তি নিঃসন্দেহে জননিরাপত্তা বাড়াবে, তবে একইসঙ্গে লক্ষ লক্ষ স্থায়ী বাসিন্দার জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। এমনই আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রিনকার্ডধারী ভারতীয়দের।