New GST Rates: জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?

New GST Rates: ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হচ্ছে। CBIC প্রধান সঞ্জয় কুমার আগরওয়াল জানিয়েছেন, এব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে প্রচার দরকার। না-হলে সমস্যা হবে।

New GST Rates: ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হচ্ছে। CBIC প্রধান সঞ্জয় কুমার আগরওয়াল জানিয়েছেন, এব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে প্রচার দরকার। না-হলে সমস্যা হবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
New GST Rates

New GST Rates: জিএসটির নতুন হার।

New GST Rates: এমাসেই ২২ সেপ্টেম্বর থেকে দেশের পণ্য ও পরিষেবা করের (GST) কাঠামোয় আসছে বড় পরিবর্তন। GST Council সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, একাধিক স্ল্যাব বাদ দিয়ে এখন ৫% এবং ১৮%—এই দুই স্তরের কাঠামোয় রূপান্তরিত হবে জিএসটি হার। তবে তামাক ও বিলাসী পণ্যের জন্য বিশেষ ৪০% হারই বহাল থাকবে। এই প্রেক্ষাপটে, CBIC প্রধান সঞ্জয় কুমার আগরওয়াল কর কর্তাদের সক্রিয় প্রচার এবং বাণিজ্যিক ক্ষেত্রে ঘনিষ্ঠ যোগাযোগের ওপর জোর দিয়েছেন।

Advertisment

জিএসটির নতুন হার

আরও পড়ুন- ভারতের বিরল নিজস্ব পানীয়, নাম শুনেছেন নিরা-কাঞ্জিদের, খুব স্বাস্থ্যকর!

২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৩৭৫টি পণ্যের ওপর নতুন হার কার্যকর হবে। তামাক ও সংশ্লিষ্ট পণ্য ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮% কর ও ক্ষতিপূরণ সেসের আওতায় থাকবে। বর্তমানে কার্যকর ৫%, ১২%, ১৮% ও ২৮% স্ল্যাব থেকে সরে এসে মূলত ৫% ও ১৮%-এ সীমাবদ্ধ হবে জিএসটি। CBIC প্রধান জানিয়েছেন, সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর কম করের চাপ পারিবারিক ব্যয় হ্রাস করবে। অন্যদিকে কৃষক, কারিগর ও উৎপাদকরা সাশ্রয়ী মূল্যে উপকরণ পাবেন, যা উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করবে।

Advertisment

আরও পড়ুন- পরীক্ষার তারিখ ঘোষিত, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড কবে আসবে জানুন

ক্ষুদ্র ব্যবসায়ী ও MSME খাতকে লক্ষ্য করে সক্রিয় প্রচারের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেছেন। কারণ, এই গোষ্ঠীর জন্যই নির্বিঘ্নে রূপান্তর সবচেয়ে বেশি জরুরি। ৫৬তম জিএসটি কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে, ১ নভেম্বর থেকে চালু হবে ঐচ্ছিক সরল জিএসটি রেজিস্ট্রেশন প্রকল্প। কম ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের আবেদন ৩ কার্যদিবসের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হবে। যেসব ব্যবসায়ীর মাসিক আউটপুট ট্যাক্স ২.৫ লক্ষ টাকার বেশি নয়, তাঁরা প্রকল্পে অংশ নিতে পারবেন। ইচ্ছা করলে এই প্রকল্প থেকে বেরিয়েও আসা যাবে।

আরও পড়ুন- ঘরেই রেস্টুরেন্টের মত স্টাইল আর স্বাদ চান? এই কায়দায় বানান চিলি চিকেন!

কাউন্সিল ইনভার্টেড শুল্ক কাঠামোর কারণে জমে থাকা রিফান্ড দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। একই সঙ্গে শূন্য-রেটযুক্ত পণ্য বা পরিষেবা সরবরাহকারীদের দাবিও দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে। CBIC প্রধানের মতে, কেবল হার কমানোই নয়, এটি একটি ন্যায্য ও নাগরিক-কেন্দ্রিক কর কাঠামো গড়ার বড় পদক্ষেপ। তিনি বলেন— সক্রিয় প্রচার বিভ্রান্তি কমাবে। ছোট ব্যবসায়ী নির্বিঘ্নে মানিয়ে নিতে পারবেন। করদাতারা সম্মতি প্রক্রিয়া সহজভাবে বুঝতে পারবেন। 

আরও পড়ুন- মাত্র ১২ বছর বয়সে এইচএমভির রেকর্ড, বাঙালি ভোলেনি ফিরোজা বেগমকে!

ভারতে New GST Rates কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর কাঠামোয় আসছে গুরুত্বপূর্ণ রূপান্তর। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবাই এই সংস্কারের সুফল পাবেন, যদি সঠিক সময়ে সচেতনতা ও প্রচার চালানো হয়। সরকারের লক্ষ্য ব্যবসার সহজীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিকে আরও গতিশীল করা বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।    

Rates GST