Bank Holidays 2025: সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, কোন দিনগুলোয়? দেখুন বিস্তারিত তালিকা

Bank Holidays 2025: সেপ্টেম্বরে অর্ধেক মাসই ব্যাংক বন্ধ থাকবে। কারণ, একের পর এক উৎসব। কোন দিনগুলোয় ব্যাংক বন্ধ থাকবে, ভোগান্তি এড়াতে দেখে নিন।

Bank Holidays 2025: সেপ্টেম্বরে অর্ধেক মাসই ব্যাংক বন্ধ থাকবে। কারণ, একের পর এক উৎসব। কোন দিনগুলোয় ব্যাংক বন্ধ থাকবে, ভোগান্তি এড়াতে দেখে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
bank holiday

Bank Holidays: সেপ্টেম্বরে ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাংক।

Bank Holidays in September 2025: ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একের পর এক উৎসব ও বিশেষ দিন রয়েছে। এর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) ঘোষিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ব্যাংক আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে। বন্ধ তারিখের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কাজের সংঘাত এড়াতে দেখে নিন ছুটির তালিকা।

Advertisment

তবে মনে রাখতে হবে, ছুটির সময়সূচি সর্বত্র এক নয়। প্রতিটি রাজ্যের আঞ্চলিক উৎসব অনুযায়ী বন্ধের তারিখ আলাদা হবে। যেমন, ওনম, ঈদ-এ-মিলাদ, দুর্গাপূজা, নবরাত্রি– এসব উৎসব নির্দিষ্ট অঞ্চলে পালিত হয়। সেইসব অঞ্চলের ব্যাংকগুলিই বন্ধ থাকবে। অন্যদিকে, রবিবার এবং মাসের দ্বিতীয় আর চতুর্থ শনিবারে সারা দেশব্যাপী ব্যাংক ছুটি থাকে। সেই নিয়মেও সর্বত্র যথারীতি ছুটি থাকবে। 

আরও পড়ুন- স্বপ্নে জেল, পুলিশ দেখার অর্থ কী? বাস্তবে এর শুভ-অশুভ প্রভাব সম্পর্কে জানুন

সেপ্টেম্বরে ব্যাংক ছুটির তালিকা (২০২৫)

Advertisment

৩ সেপ্টেম্বর (বুধবার): রাঁচি – করম পূজা
৫ সেপ্টেম্বর (শুক্রবার): আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজয়ওয়াড়া – ইদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবি
৬ সেপ্টেম্বর (শনিবার): গ্যাংটক, জম্মু, রায়পুর, শ্রীনগর – ইদ-ই-মিলাদ/ইন্দ্রযাত্রা
১২ সেপ্টেম্বর (শুক্রবার): জম্মু, শ্রীনগর – ঈদ-ই-মিলাদ-উল-নবি-পরবর্তী শুক্রবার
২২ সেপ্টেম্বর (সোমবার): জয়পুর – নবরাত্রি স্থাপন
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): জম্মু, শ্রীনগর – মহারাজা হরি সিং জি-র জন্মদিন
২৯ সেপ্টেম্বর (সোমবার): আগরতলা, গ্যাংটক, কলকাতা – মহা সপ্তমী/দুর্গা পূজা
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, জয়পুর, গুয়াহাটি, কলকাতা, পাটনা, রাঁচি – মহাঅষ্টমী/দুর্গা অষ্টমী/দুর্গা পূজা

আরও পড়ুন- শাস্ত্রমতে এই তিথিতেই গণেশের বিসর্জন, ৬ না ৭ সেপ্টেম্বর, কবে অনন্ত চতুর্দশী?

এর বাইরে প্রতিটি রবিবার (৭, ১৪, ২১, ২৮ সেপ্টেম্বর) এবং দ্বিতীয় শনিবার (১৩ সেপ্টেম্বর) ও চতুর্থ শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন- ৩০ নাকি ৩১ আগস্ট, কবে রাধাষ্টমী? জানুন শুভ মুহূর্ত ও ব্রতের মাহাত্ম্য

আজ ৩০ আগস্ট ২০২৫, শনিবার। এটি মাসের পঞ্চম শনিবার। RBI-এর নিয়ম অনুসারে প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাংক খোলা থাকে। তাই আজ দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা ছিল। শাখা অফিস সেপ্টেম্বরের ওই ছুটির দিনগুলোতে বন্ধ থাকলেও, গ্রাহকরা চিন্তামুক্তভাবে অনলাইন ব্যাংকিং, UPI, মোবাইল ব্যাংকিং এবং এটিএম ব্যবহার করতে পারবেন। তবে উৎসবের সময় ভিড় এড়াতে এবং অপ্রয়োজনীয় সমস্যার মুখে না পড়তে গ্রাহকদের উচিত ছুটির আগে চেক জমা দেওয়া, ক্যাশ তোলা এবং জরুরি লেনদেন সেরে নেওয়া। 

আরও পড়ুন- বিশ্বখ্যাত বাঙালি ধর্মগুরু! বহু রাষ্ট্রনেতা ছিলেন শিষ্য, এই দিনে প্রয়াত হন মোহনানন্দ ব্রহ্মচারী

সে যাই হোক, মোদ্দা কথাটা হল- সেপ্টেম্বর ২০২৫-এ মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তাই ব্যবসা বা ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার জন্য এখনই ক্যালেন্ডার দেখে নিন। মনে রাখবেন, অনলাইন ব্যাংকিং পরিষেবা সবসময় চালু থাকবে। তবে নগদ লেনদেন বা অফলাইন পরিষেবার জন্য অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে নিন। 

2025 Bank Holidays