Small Business Idea at Home: বেকার তরুণ-তরুণীদের জন্য বিশেষ এই প্রতিবেদনটি অত্যন্ত সহায়ক ভূমিকা নিতে পারে। কাজের জন্য বাইরে কোথাও যেতে হবে না। নিজের বাড়িতেই শুরু করে দিতে পারেন এই কারবার। প্রথম অবস্থায় সামান্য় কিছু টাকা লগ্নি করলেই এই কারবার শুরু করা যাবে। অল্পদিনের মধ্যেই লাভের মুখ দেখবেন আপনি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মহিলারা দারুণ উদ্যোগ নিয়ে এই কারবার শুরু করে দিয়েছেন। লাভের মুখও দেখছেন তাঁরা। সেই সব পরিবারগুলিতে ফিরছে সুখ-সমৃদ্ধি।
বাড়িতে অল্প কিছু জায়গা থাকলে সেখানেই 'কিচেন গার্ডেন' তৈরি করে ফেলুন। অর্থাৎ প্রতিদিনের অপরিহার্য্য যে সব শাকসবজি রয়েছে সেগুলি চাষ করুন। কাঁচা লঙ্কা থেকে শুরু করে বেগুন, বরবটি, কুমড়ো, পেঁপে, পুঁইশাক, লাউ, টমেটো-সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে ফেলুন।
এই সমস্ত শাকসবজি চাষে বিশেষ খরচ হয় না। বাড়িতে সামান্য জায়গা থাকলেই সহজেই সেখানেই এই শাক-সবজির চাষ সম্ভব। বিশেষ করে ঘরের কাজ সামলেও বাড়ির মহিলারা খুব সহজেই এই চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি
বেকার তরুণ-তরুণীরাও এইভাবে চাষাবাদ শুরু করে দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এক্ষেত্রে নিজের পরিবারের খাবার জোগান যেমন মিটবে তেমনই নিকটবর্তী বাজারগুলিতে এই সমস্ত শাকসবজি বিক্রিরও সুবিধা মেলে। সুতরাং অল্প খরচে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হতে গেলে এই অত্যন্ত অপরিহার্য শাকসবজিগুলো চাষ করতেই পারেন।
আরও পড়ুন- BSNL: বাম্পার অফার BSNL-এর! নামমাত্র খরচেই আনলিমিটেড কল, রোজ 2 GB ইন্টারনেট