Advertisment

Business Idea: বেকাররা এই খবর আগে পড়ুন! নামমাত্র লগ্নিতেই অল্প দিনে মোটা টাকা আয়ের সুযোগ

Small Business Idea: রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই কারবার করে আর্থিকভাবে সাবলম্বী হয়েছেন। প্রথম অবস্থায় সামান্য টাকা লগ্নি করেই এই কারবার শুরু করতে পারেন। নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মানলে অল্প দিনেই লাভের মুখ দেখবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
 Business Idea, ব্যবসা

প্রতীকী ছবি।

Small Business Idea at Home: বেকার তরুণ-তরুণীদের জন্য বিশেষ এই প্রতিবেদনটি অত্যন্ত সহায়ক ভূমিকা নিতে পারে। কাজের জন্য বাইরে কোথাও যেতে হবে না। নিজের বাড়িতেই শুরু করে দিতে পারেন এই কারবার। প্রথম অবস্থায় সামান্য় কিছু টাকা লগ্নি করলেই এই কারবার শুরু করা যাবে। অল্পদিনের মধ্যেই লাভের মুখ দেখবেন আপনি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মহিলারা দারুণ উদ্যোগ নিয়ে এই কারবার শুরু করে দিয়েছেন। লাভের মুখও দেখছেন তাঁরা। সেই সব পরিবারগুলিতে ফিরছে সুখ-সমৃদ্ধি। 

Advertisment

বাড়িতে অল্প কিছু জায়গা থাকলে সেখানেই 'কিচেন গার্ডেন' তৈরি করে ফেলুন। অর্থাৎ প্রতিদিনের অপরিহার্য্য যে সব শাকসবজি রয়েছে সেগুলি চাষ করুন। কাঁচা লঙ্কা থেকে শুরু করে বেগুন, বরবটি, কুমড়ো, পেঁপে, পুঁইশাক, লাউ, টমেটো-সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে ফেলুন।

এই সমস্ত শাকসবজি চাষে বিশেষ খরচ হয় না। বাড়িতে সামান্য জায়গা থাকলেই সহজেই সেখানেই এই শাক-সবজির চাষ সম্ভব। বিশেষ করে ঘরের কাজ সামলেও বাড়ির মহিলারা খুব সহজেই এই চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

আরও পড়ুন- Savings Account:আর মাত্র কয়েকদিন, সেভিংস অ্যাকাউন্টের নিয়মে আসছে বিরাট বদল! সমস্যা এড়াতে আগেভাগে জানুন

আরও পড়ুন- Mobile Phone-Brain Cancer: ক্রমাগত মোবাইল ফোনের ব্যবহারে ব্রেন ক্যান্সার? সব কাজ ফেলে WHO কী বলছে জানুন!

আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি

বেকার তরুণ-তরুণীরাও এইভাবে চাষাবাদ শুরু করে দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এক্ষেত্রে নিজের পরিবারের খাবার জোগান যেমন মিটবে তেমনই নিকটবর্তী বাজারগুলিতে এই সমস্ত শাকসবজি বিক্রিরও সুবিধা মেলে। সুতরাং অল্প খরচে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হতে গেলে এই অত্যন্ত অপরিহার্য শাকসবজিগুলো চাষ করতেই পারেন।

আরও পড়ুন- BSNL: বাম্পার অফার BSNL-এর! নামমাত্র খরচেই আনলিমিটেড কল, রোজ 2 GB ইন্টারনেট

lifestyle agriculture vegetables employment
Advertisment