Black Thread in Leg: পায়ে কালো সুতো বাঁধা কি শুভ নাকি অশুভ? জানুন, এর ফলে কী হয়!

Black Thread in Leg: জানুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পায়ে কালো সুতো বাঁধার নিয়ম। কোন পায়ে বাঁধবেন, কোন দিনে বাঁধবেন এবং এর উপকারিতাই বা কী, জেনে নিন।

Black Thread in Leg: জানুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পায়ে কালো সুতো বাঁধার নিয়ম। কোন পায়ে বাঁধবেন, কোন দিনে বাঁধবেন এবং এর উপকারিতাই বা কী, জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Black Thread in Leg

Black Thread in Leg: জেনে নিন, কালো সুতো বাঁধার নিয়ম।

Black Thread in Leg: ভারতীয় সংস্কৃতিতে কালো সুতো বাঁধার প্রথা বহু পুরোনো। বিশেষ করে মহিলাদের পায়ে কালো সুতো বাঁধতে দেখা যায়। একইভাবে অনেক পুরুষও পায়ে বা হাতে কালো সুতো পরেন। প্রশ্ন হল— এটি কি সত্যিই শুভ, নাকি অশুভ?

Advertisment

 জ্যোতিষশাস্ত্র মতে, কালো রঙকে শনি ও রাহু গ্রহের প্রতীক বলে মনে করা হয়। এই দুই গ্রহ জীবনে দুঃখ, কষ্ট, রোগ ও আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বাস করা হয়, কালো সুতো পরলে এই নেতিবাচক প্রভাব কমে যায়।

আরও পড়ুন- আজ না কাল, কবে অজা একাদশী? জানুন শুভ সময়, ব্রত, তাৎপর্য

কোন দিনে কালো সুতো বাঁধা উচিত?

শাস্ত্র অনুযায়ী, কালো সুতো বাঁধার জন্য সবচেয়ে শুভ দিন হল— শনিবার (শনিদেবকে প্রসন্ন করার জন্য), মঙ্গলবার (অশুভ শক্তি থেকে রক্ষা পেতে), অমাবস্যা তিথি (খারাপ দৃষ্টি এবং অশুভ শক্তি দূর করতে)। এই দিনগুলিতে স্নান সেরে, পরিষ্কার পোশাক পরে, গঙ্গাজল দিয়ে সুতো পবিত্র করে বাঁধতে হয়।

আরও পড়ুন- বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের

Advertisment

কালো সুতো বাঁধার নিয়ম হল, এক্ষেত্রে স্নান শেষে পরিষ্কার পোশাক পরতে হয়। সুতো গঙ্গাজল বা পবিত্র জলে ডুবিয়ে নিতে হয়। ‘ওঁ নমঃ শিবায়’ বা ‘ওঁ শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র কমপক্ষে ২১ বার জপ করতে হয়। পুরুষদের ডান পায়ে এবং মহিলাদের বাম পায়ে সাতটি গিঁট দিয়ে বাঁধতে হয়। সুতো নোংরা হয়ে গেলে বা ছিঁড়ে গেলে তা বদলে নতুন সুতো বাঁধা উচিত। 

আরও পড়ুন- নেতাজির বিমান দুর্ঘটনা! আদৌ এর কোনও সত্যতা আছে?

প্রশ্ন হল যে কোন পায়ে কালো সুতো বাঁধবেন? পুরুষদের ক্ষেত্রে সুতো বাঁধবেন ডান পায়ে। আর, মহিলাদের ক্ষেত্রে বাঁধবেন বাম পায়ে। বিশ্বাস করা হয় যে, এভাবে সুতো বাঁধলে অশুভ শক্তি এবং খারাপ দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এই কালো সুতো বাঁধলে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। কুনজর বা কুদৃষ্টি কেটে যায়। শনির দোষ কমে। জন্মকুণ্ডলীতে শনির প্রভাব খারাপ হলে উপকার পাওয়া যায়। আর্থিক উন্নতি ঘটে। জীবনে অর্থসংকট দূর হতে সাহায্য করে। স্বাস্থ্য ভালো থাকে। শারীরিক অসুস্থতা বা হঠাৎ সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। শিশুরা সুরক্ষিত থাকে। আর, সেই বিশ্বাস থেকেই শিশুদের নজরদোষ থেকে বাঁচাতে কালো সুতো বাঁধা হয়।

আরও পড়ুন-খেলায় না হোক, ফিটনেসে টেক্কা কিংবদন্তি বাবাকে, জানুন অর্জুন টেন্ডুলকারের ফিটনেস রহস্য

মনে রাখবেন যে, কালো সুতোর সঙ্গে অন্য কোনও রঙের সুতো (লাল, হলুদ ইত্যাদি) একসঙ্গে বাঁধবেন না। সুতো নোংরা হয়ে গেলে বা ছিঁড়ে গেলে সেটি খুলে নতুন সুতো ব্যবহার করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সুতো বাঁধার আগে একজন যোগ্য পুরোহিত বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। পায়ে কালো সুতো বাঁধা ভারতীয় সংস্কৃতি এবং জ্যোতিষশাস্ত্রের একটি জনপ্রিয় বিশ্বাস। অনেকেই মনে করেন, কালো সুতো পরলে জীবনে শান্তি আসে এবং অশুভ শক্তি দূরে থাকে। তবে একে কেবল একটি আধ্যাত্মিক প্রতিকার হিসেবে দেখা উচিত। কুসংস্কার নয় বরং সঠিক নিয়মে বাঁধলে এটি শুভ ফল বয়ে আনতে পারে, এমনটাই মনে করা উচিত।

Black Thread