Jaya Bachchan's Viral Video: 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের

Jaya Bachchan's Viral Video: জয়া বচ্চনের বিরুদ্ধে বারবার খারাপ আচরণের অভিযোগ উঠেছে। অনুরাগীকে ধাক্কা দেওয়া থেকে সংসদে অসংসদীয় আচরণে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেত্রী।

Jaya Bachchan's Viral Video: জয়া বচ্চনের বিরুদ্ধে বারবার খারাপ আচরণের অভিযোগ উঠেছে। অনুরাগীকে ধাক্কা দেওয়া থেকে সংসদে অসংসদীয় আচরণে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaya Bachchan

Viral Video of Jaya Bachchan: জয়ার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ।

Viral Video of Jaya Bachchan: বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে নিয়ে ফের বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের একাংশ জয়ার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর আগেও সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর রূঢ় ব্যবহার নিয়ে বহুবার আলোচনা হয়েছে। 
তবে এবার শুধু সাধারণ মানুষ নন, ইন্ডাস্ট্রির বড় বড় তারকারাও মুখ খুলছেন জয়ার বিরুদ্ধে।

Advertisment

ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি এক অনুরাগীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। অনুরাগীটি শুধুমাত্র তাঁর সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন। কিন্তু জয়া রেগে গিয়ে তাঁকে ধাক্কা দেন এবং ভর্ৎসনা করেন। এরপরই জয়াকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্নাও জয়া বচ্চনের এই ব্যবহারের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, 'সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে জয়া বচ্চন যেমন ব্যবহার করেন, তা দুর্ভাগ্যজনক। সংবাদমাধ্যমের জন্যই এই মানুষগুলো আজও শিরোনামে আছেন। অমরীশ পুরী, দিলীপ কুমারদের মত তারকারা পাপারাৎজিদের সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করতেন। কিন্তু, জয়া বচ্চন সংসদে যেমনভাবে কথা বলেন, তা রীতিমতো হতাশাজনক।' 

আরও পড়ুন- খেলায় না হোক, ফিটনেসে টেক্কা কিংবদন্তি বাবাকে, জানুন অর্জুন টেন্ডুলকারের ফিটনেস রহস্য

এবং

আরও পড়ুন- নেতাজির বিমান দুর্ঘটনা! আদৌ এর কোনও সত্যতা আছে?

Advertisment

মুকেশ আরও বলেন, তাঁর মনে হয় জয়া ব্যক্তিগত জীবনেও সুখী নন। বাড়ির মানুষদের সঙ্গেও তিনি ভালো ব্যবহার করেন না। এই ব্যাপারে মুকেশের বক্তব্য, 'আমার মনে হয়, উনি বাড়ি থেকে রাগ করেই বের হন। সংসদে মোদির বিরোধিতা ইচ্ছা করেই করেন। একজন প্রতিভাবান অভিনেত্রীর থেকে এমন ব্যবহার আশা করা যায় না।'

আরও পড়ুন- ড্রাগন ফল কারা খাবেন, কারা এড়িয়ে চলবেন, কতটা খাওয়া নিরাপদ, জানুন বিস্তারিত

এবং 

আরও পড়ুন- পিঁয়াজকলি-ইলিশ, মশলা মেখে খান, ভাত হবে আরও সুস্বাদু

জয়া বচ্চনের ভাইরাল ভিডিও নিয়ে বলিউড কুইন কঙ্গনা রানাউতও কটাক্ষ করেছেন। ভিডিওতে জয়ার মাথায় থাকা লাল টুপিকে তিনি 'মোরগের ঝুঁটি' বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি কঙ্গনা অভিযোগ করেছেন, জয়া বচ্চন সবসময়ই ভক্ত এবং মিডিয়ার সঙ্গে অমার্জিত ব্যবহার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল নেটিজেন জয়া বচ্চনের পক্ষে সুর চড়িয়েছেন। তাঁরা বলেছেন, তাঁর ব্যক্তিগত পরিসরে কেউ ঢুকে গেলে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তবে বিরাট সংখ্যক মানুষের ধারণা, একজন নামী অভিনেত্রী তথা সাংসদের আরও নম্র হওয়া উচিত।

অভিনেত্রী হিসেবে জয়া বচ্চনের কেরিয়ারে কোনও দাগ নেই। 'মিলি', 'অভিমান', 'শোলে' বা 'চুপকে চুপকে'-র মত অসংখ্য সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবুও তাঁর রূঢ় ব্যবহার নিয়ে যে বিতর্ক বারবার মাথাচাড়া দিয়ে ওঠে, তা তাঁর ইমেজকে আঘাত করছে। জয়া বচ্চনের সাম্প্রতিক ভাইরাল ভিডিও আবারও প্রমাণ করল, তারকাদের প্রতিটি আচরণ সোশ্যাল মিডিয়ার যুগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মুকেশ খান্না থেকে কঙ্গনা রানাউত—সবার মন্তব্যে নতুন মাত্রা পেয়েছে এই বিতর্ক। 

Viral Video Jaya Bacchan