Advertisment

Auto Rickshaw: অটোয় কেন ৩টি চাকাই হয়? এর আসল কারণ জানলে চমকে উঠবেনই!

Auto Rickshaw: গ্রাম হোক কিংবা মফস্বল বা শহর, দিন যত এগোচ্ছে অটোর সংখ্যাও ততই বাড়ছে। যানজট এড়িয়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল অটো।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Auto Rickshaw, Auto Rickshaw On Road Price, Auto rickshaw insurance Auto Rickshaw Battery price, Tuk tuk car, Auto rickshaw second hand,Auto,অটো, অটোরিক্সা

প্রতীকী ছবি।

Auto Rickshaw: অটোর সঙ্গে পরিচয় নেই এমন ভারতীয় নাগরিকের খোঁজই মিলবে না। গ্রাম হোক কিংবা মফস্বল বা শহর, দিন যত এগোচ্ছে দিনে দিনে বাড়ছে অটোর সংখ্যা। সস্তার যান অটো। ট্যাক্সি কিংবা অন্য ছোট গাড়ির চেয়ে অটোয় চড়ার খরতচ বেশ কম। সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল এই অটো। কিন্তু কখনও ভেবে দেখেছেন অটোয় কেন ৩ চাকা হয়? মজাদার এই বিষয়টি নিয়েই বিশেষ এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisment

সময় যত এগোচ্ছে গ্রাম, মফস্বল কিংবা শহরাঞ্চলে যানবাহনের সংখ্যাও ততই বাড়ছে। যে হারে গাড়ির সংখ্যা বাড়ছে সেই হারে রাস্তা বাড়ছে না। এই পরিস্থিতিতে যানজট এড়িয়ে ছোট গাড়িতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো অট। গ্রাম হোক কিংবা মফস্বল বা শহর, কম পয়সায় পরিবহণের ক্ষেত্রে অটোর জুড়ি মেলা ভার।

কেন অটোয় ৩টি চাকা? 

অটোয় তিনটি চাকা থাকে। ৩ চাকা বিশিষ্ট এই যান তৈরির খরচ ট্যাক্সি কিংবা অন্যান্য চার চাকার ছোট গাড়ির চেয়েও অনেক কম। এর ইঞ্জিন তৈরির খরচও ছোট অন্য গাড়ির চেয়ে কম।

আরও পড়ুন- Blue Water Bottle: বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলান অনেকে, এর আসল কারণ জানলে চমকে উঠবেন!

আরও পড়ুন- Vastu Tips: বাড়ির সদর দরজায় জুতো রাখছেন? সত্যিই এটা অশুভ? নাকি এতেই লুকিয়ে সাফল্যের জাদুকাঠি?

আরও পড়ুন- BSNL: বাম্পার প্ল্যান BSNL-এর! নামমাত্র টাকায় টানা ৩৫ দিন কলিং ও ইন্টারনেটের সুবিধা

এছাড়াও অন্য ছোট গাড়ির চলাচলে জ্বালানি তেল কিনতে যা খরচ হয়, তার চেয়ে অনেক কম খরচেই অটো চলে। এককথায় সাধারণ মানুষের জন্যই অটো তৈরি হয়। তাই অটো ৩ চাকা বিশিষ্টই হয়।

আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই ব্যবসা, সামান্য বিনিয়োগে মোটা টাকা আয়! বেকাররা আগে পড়ুন এই খবর

Auto Rickshaw auto lifestyle
Advertisment