Advertisment

Blue Water Bottle: বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলান অনেকে, এর আসল কারণ জানলে চমকে উঠবেন!

Blue Water Bottle: গ্রামাঞ্চল থকে শুরু করে মফস্বল এমনকী শহুরে বেশ কিছু এলাকাতেও অনেককেই বাড়ির বাইরের দরজায় কিংবা গেটে নীল জল ভর্তি বোতল ঝোলাতে দেখা যায়। এর আসল কারণ জানেন?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
blue water bottle,Dog,lifestyle,blue water,নীল জলের বোতল, কুকুর,কুকুরের উপদ্রব ঠেকাতে নীল জলের বোতল ঝোলানো হয়, বাড়ির বাইরে নীল জল ভর্তি বোতল কেন ঝোলানো হয়

এভাবে অনেকের বাড়ির বাইরে নীল জল ভর্তি বোতল ঝুলতে দেখা যায়।

Blue Water Bottle: বাড়ির দরজায় কিংবা গেটে অনেকেই নীল জল ভর্তি বোতল ঝোলায়। গ্রামাঞ্চল থেকে শুরু করে মফস্বল এমনকী বেশ কিছু শহুরে এলাকাতেও এই ছবি চোখে পড়ে। বাড়ির দরজার বাইরে কিংবা গেটে নীল জল ভর্তি বোতল ঝুলিয়ে রাখেন অনেকে। এর মূল কারণটা জানেন? বিশেষ এই প্রতিবেদনে সে ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisment

বাড়ির গেটে কিংবা দরজায় অনেকেই নীল জল ভর্তি বোতল ঝুলিয়ে রাখেন কুকুরের উপদ্রব থেকে রক্ষা পেতে। অনেকেই মনে করেন কুকুর নীল রং দেখে ভয় পায়। বাড়ির আশেপাশে রাস্তার কুকুরের উপদ্রব ঠেকাতেই তাই নীল জল ভর্তি বোতল ঝুলিয়ে রাখেন অনেকে। গ্রামাঞ্চল কিংবা মফস্বল কিংবা শহুরে বেশ কিছু এলাকাতেও এই ছবি অহরহ চোখে পড়ে অনেকেরই।

তবে সত্যিই কি কুকুর নীল রং দেখে ভয় পায়? বাড়ির গেটে কিংবা দরজায় নীল জল ভর্তি বোতল ঝুলিয়ে রাখলে কুকুর কি আর আসে না? বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিশেষজ্ঞদের মতে কুকুর প্রায় বর্ণান্ধ। তেমন কোনও রং করে তারা চিনে উঠতে পারে না।

আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! জানুন বাম্পার রেসিপি

 আরও পড়ুন- Money Plant: খবরদার! ভুলেও কখনও এই মানিপ্ল্যান্ট বাড়িতে লাগাবেন না, পরিবার ধ্বংস হয়ে যাবে!

আরও পড়ুন- BSNL: বাম্পার প্ল্যান BSNL-এর! নামমাত্র টাকায় টানা ৩৫ দিন কলিং ও ইন্টারনেটের সুবিধা

আরও পড়ুন- Post Office: অবিশ্বাস্য! ধামাকাধার স্কিম Post Office-এর! মাত্র ৩০০ টাকা জমিয়ে রিটার্ন ১৭ লক্ষের!

সুতরাং বিশেষ করে রাস্তার কুকুরের উপদ্রব রুখতে নীল জল ভর্তি বোতল যারা বাড়ির বাইরে ঝোলাচ্ছেন এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। যদি মনে করেন এটা করলে বাড়ির আশেপাশে রাস্তার কুকুরের উপদ্রব রুখতে পারবেন তাহলে ভুল করছেন। শুধুমাত্র প্রচলিত একটি ধারণার উপর বিশ্বাস করে আসলে আপনি গুজবেই কান দিচ্ছেন।

lifestyle Dog Blue Water Bottle
Advertisment