/indian-express-bangla/media/media_files/2025/08/16/bull-attack-viral-video-2025-08-16-17-12-31.jpg)
Bull Attack Viral Video: পঞ্জাবের সেই ঘটনা।
Bull Attack's Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন কিছু ভাইরাল ভিডিও দেখা যায়। তারই মধ্যে পঞ্জাবের হোশিয়ারপুরের একটি ভিডিও সবার নজর কেড়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ষাঁড় হঠাৎ করে রাস্তায় হাঁটতে থাকা এক বৃদ্ধকে আক্রমণ করছে। ভয়ংকর এই ঘটনা শহর এবং গ্রামীণ এলাকায় মানুষের ওপর পশুর আক্রমণের ঝুঁকি সম্পর্কে নাগরিকদের কার্যত বার্তা দিয়েছে।
হোশিয়ারপুর শহরের ঘটনা
সকালে হোশিয়ারপুর শহরের এক ব্যস্ত রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃদ্ধ এক ব্যক্তি মর্নিং ওয়াক করছিলেন। হঠাৎই আশপাশ থেকে একটি ষাঁড় তাঁকে লক্ষ্য করে তেড়ে আসে। মুহূর্তের মধ্যেই ষাঁড়টি ওই বৃদ্ধকে জোরে আঘাত করে এবং বাতাসে তুলে বেশ কয়েক পা দূরে ছুড়ে ফেলে দেয়। বৃদ্ধ ছিটকে গিয়ে রাস্তার একপাশে ইটের ওপর পড়ে যান। গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
আরও পড়ুন- অনন্ত অম্বানির বিয়েতে দারুণ হিট হয়েছিল এই চাট, কয়েক মিনিটে বাড়িতেই বানাতে পারবেন আপনিও
এবং
আরও পড়ুন- অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা থেকে ৫টি লাইন, যা ফিরিয়ে দেবে আপনার আত্মবিশ্বাস!
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন ওঠে। নেটিজেনদের অনেকে ঘটনাটিকে 'ভীতিকর' বলে জানিয়েছেন। আবার অনেকে প্রশাসনের সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন শহরের মাঝখানে এত বড় ষাঁড় কীভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছিল? সাধারণ মানুষ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন বিপজ্জনক ঘটনা না ঘটে।
আরও পড়ুন- শ্রীরামকৃষ্ণের ৫টি জীবনমন্ত্র, যেগুলো আজকের ব্যস্ত জীবনে মানসিক শান্তি এনে দেবে
এবং
আরও পড়ুন- জন্মাষ্টমী 2025-এ এভাবে সাজান গোপালকে, দেখুন সজ্জার টিপস
ভারতের বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় প্রায়ই ষাঁড় বা গবাদি পশুর আক্রমণের খবর পাওয়া যায়। বিশেষ করে উৎসবের সময় বা গ্রামে বাজার এলাকায় গরু-ষাঁড় মুক্তভাবে ঘুরে বেড়ালে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নগরায়নের ফলে মানুষের বসবাসের এলাকায় পশুর প্রবেশ বেড়ে যাওয়ায় এই ধরনের ঝুঁকি বাড়ছে।
🚨Hoshiyarpur Punjab, bull rammed into an elderly man, sending him flying onto bricks! clips is from 2 days ago. pic.twitter.com/2zSs7zNYiD
— Deadly Kalesh (@Deadlykalesh) August 13, 2025
স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা দ্রুত ব্যবস্থা নেবে। শহরের রাস্তায় অবাধে ঘুরে বেড়ানো ষাঁড় ও গবাদি পশু নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া, যাতে মানুষ এই ধরনের পরিস্থিতিতে নিরাপদ থাকতে পারেন, সেই ব্যাপারে সচেতনতা বাড়ানো হবে। পঞ্জাবের এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাস্তার নিরাপত্তার অভাব শুধু যানবাহনের কারণেই ঘটে না। পশুর আক্রমণ থেকেও মানুষকে রক্ষা করার ব্যবস্থা করা জরুরি। আর, সেই দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।