Advertisment

Aadhaar Update: আধার আপডেট নিয়ে এখবর এখনই পড়ুন! না জানলে বিরাট মুশকিলে পড়তে পারেন

Aadhaar Card update deadline: সরকারি যে কোনও পরিষেবা নিতে গেলে আধার কার্ড অপরিহার্য একটি বিষয়। ব্যাঙ্ক-পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলাই হোক কিংবা মোবাইলের নতুন সংযোগ, আধার আবশ্যক।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
aadhar card, আধার কার্ড

প্রতীকী ছবি।

Aadhaar Card-UIDAI: আধার কার্ডে (Aadhaar) ভুল-ত্রুটি থাকলে তার সংশোধন করানো অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। আধারে কোনও তথ্য ভুল থাকলে তা ফের সংশোধন করা যায়। এক্ষেত্রে আধার গ্রাহককে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কেন্দ্র থেকে আধার আপডেট করাতে হয়। নিখরচায় আধার আপডেট করার সময়সীমা বেশ খানিকটা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisment

আগেও এক দফায় নিখরচায় আধার আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছিল। এবার আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিখরচায় আধার আপডেট করানো যাবে। UIDAI-এর অনলাইন পোর্টাল থেকে একেবারে বিনা পয়সায় আধার আপডেট করানো যাবে। তবে বায়োমেট্রিক ডিটেইল আপডেট করাতে হলে পয়সা লাগবে। বায়োমেট্রিক আপডেট করাতে হলে আপনাকে আধার সেন্টারে যেতে হবে এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ একটি টাকা দিতে হবে। সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে।

আধার, ভারত সরকার দ্বারা জারি করা ১২ সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বর। ভারতীয় নাগরিকরা তাদের আধার ব্যবহার করে নানাবিধ সরকারি পরিষেবা পান। সরকারি প্রকল্পগুলির সুবিধালাভ-সহ বিমান-ট্রেনের টিকিট কাটা কিংবা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা-সহ বিভিন্ন ক্ষেত্রে আধারের প্রয়োজন হয়। আপনার আধার-তথ্যে ভুল থাকলে তা সংশোধন করতে হয়। আধারে ভুল তথ্য থাকলে নানাবিধ পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। 

আরও পড়ুন- General Knowledge: বিশ্বের কোন ৩ জনের পাসপোর্টের লাগে না জানেন? উত্তরটা জানলে তাজ্জব হবেন!

আরও পড়ুন- BSNL: Jio-Airtel-কে কাঁদিয়ে ছাড়বে BSNL! নামমাত্র খরচেই ৩ মাস কলিং-ইন্টারনেটের সুবিধা!

আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!

তাই আধারে ভুল থাকলে এখনই তা সংশোধন করে নিন। কাছে আধার কেন্দ্রে গিয়ে এব্যাপারে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। তবে প্রয়োজনে UIDAI-এর ওয়েবসাইটে গিয়েও আধার-সংক্রান্ত যে কোনও তথ্য জেনে নিতে পারেন।

Tech News UIDAI Aadhar Card
Advertisment