Chhath Puja Arghya Time 2025: মঙ্গলবার শেষ দিন, কখন দেবেন ছটের অর্ঘ্য? দেখে নিন শুভ মুহূর্ত

Chhath Puja Arghya Time 2025: মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে উষা অর্ঘ্য দিয়ে শেষ হবে ছটের চার দিনের মহাপর্ব। দেখে নিন শুভ মুহূর্ত, পূজা পদ্ধতি ও আবহাওয়া আপডেট।

Chhath Puja Arghya Time 2025: মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে উষা অর্ঘ্য দিয়ে শেষ হবে ছটের চার দিনের মহাপর্ব। দেখে নিন শুভ মুহূর্ত, পূজা পদ্ধতি ও আবহাওয়া আপডেট।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Chhath Puja Arghya Time 2025: ছট পূজার শেষ দিনে অর্ঘ্যদানের সঠিক সময় কখন?

Chhath Puja Arghya Time 2025: ছট পূজার শেষ দিনে অর্ঘ্যদানের সঠিক সময় কখন?

Chhath Puja 2025 Arghya Time: লোকআস্থার মহাপর্ব ছট পূজা এখন পূর্ণ উত্সবে ভরপুর। গঙ্গার ঘাট, শহরের অলিগলি, প্রতিটি বাড়ির আঙিনায় ভক্তির স্রোত বইছে। সূর্যদেব ও তাঁর বোন ছটঠি মাইয়ার আরাধনায় চার দিনের এই নিয়মনিষ্ঠা ভরা উৎসবের মূল আকর্ষণ—অর্ঘ্য প্রদান। 

Advertisment

ছট পূজা ২০২৫-এর অর্ঘ্যদানের সময়সূচি

মঙ্গলবার, ২৮ অক্টোবর ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ছট পূজা শেষ হবে। উষা অর্ঘ্যের সময় সকাল ৫টা ৩৩ থেকে ৬টা ৩০ পর্যন্ত। এই দুই মুহূর্তই ভক্তদের কাছে জীবনের সর্বাধিক পবিত্র সময় হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন- ছটপুজোয় প্রিয়জনকে এই শুভেচ্ছাবার্তা আর গানের লিংক পাঠান, জীবনে আপনাকে ভুলবে না!

Advertisment

পূজা পদ্ধতি ও নিয়ম

ছটের তৃতীয় দিনে ভক্তরা ৩৬ ঘণ্টার কঠোর নির্জলা উপবাস পালন করেন। সূর্যাস্তের সময় নদী, পুকুর বা জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন। হাতে কুলো, তাতে ফল, ঠেকুয়া, নারকেল এবং প্রদীপ রেখে সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানান। পরের দিন সকালে উষার আলো ফুটতেই উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় এবং তারপর উপবাস ভাঙা হয় (পারণ)। 

আরও পড়ুন- জাগ্রত দেবী শ্মশানকালী, গড়িয়া মহাশ্মশানের এই দেবী সম্পর্কে রয়েছে নানা অলৌকিক কাহিনি!

ভক্তি, সংগীত ও বাজারের রং

রবিবার থেকেই বাজারে ছিল প্রবল ভিড়। কুলো, ঠেকুয়া, কলা, গঙ্গাজল, ফুল ও বেতের ঝুড়ির দোকানে লাইন লেগে গিয়েছিল। অনেক ভক্ত এবার পিতল ও রুপার কুলো কিনেছেন। ঘাট সেজেছে আলোকসজ্জায়। প্রশাসনের নজরদারির মধ্যেই যাবতীয় উৎসবের আয়োজন হয়েছে।

আরও পড়ুন- তিল দেখে নারীর স্বভাব জানুন! মেয়েদের শরীরে কোথায় তিল থাকলে তার কী অর্থ?

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার সকালে সূর্যদেব দেখা দেবেন হালকা কুয়াশার আড়াল থেকে। তাপমাত্রা থাকবে ১৯°C-এর আশেপাশে, হাওয়া বইবে ঘণ্টায় ৬–৮ কিমি বেগে। 

আরও পড়ুন- স্রেফ এই জিনিসটা ব্যবহার করুন, ঘরের ত্রিসীমানায় ঘেঁষবে না মশা!

ছট মাইয়ার গানে ভাসছে বিভিন্ন শহর

ভক্তি ও আস্থার সুরে গুঞ্জরিত হচ্ছে পুরো বিহার ও ঝাড়খণ্ড। স্থানীয় শিল্পীরা যেমন সরোজ কুমারী ও শৌর্য, তাঁদের ছট গান দিয়ে নতুন প্রজন্মের কাছে উৎসবটিকে আরও জনপ্রিয় করে তুলেছেন। 'দীনানাথ করি না বিহান!' (दीनानाथ करी न बिहान...) — এই গান এখন গঙ্গার ঘাট থেকে গলিতে শোনা যাচ্ছে। 

ছট পূজা মানে শুদ্ধতা ও আত্মসংযম

ছট পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি ও মানবতার মেলবন্ধন। সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা, নিজের পরিবার ও সমাজের মঙ্গল কামনা—এই সবকিছুর প্রতীক এই মহাপর্ব। 

শেষ দিন: উষা অর্ঘ্য ও সমাপ্তি

২৮ অক্টোবর ভোরে সূর্যোদয়ের সময় ভক্তরা নদীর জলে দাঁড়িয়ে দেবেন শেষ অর্ঘ্য। সূর্যোদয়ের সঙ্গে ছটঠি মাইয়ার বন্দনা করে উপবাস ভাঙা হয়, আর সেই মুহূর্তে ঘাটজুড়ে প্রতিধ্বনিত হয়— 'জয় ছটঠি মাইয়া!' (जय छठी मइया!) ধ্বনি।

Arghya Chhath Puja 2025