/indian-express-bangla/media/media_files/2025/06/07/m5ngCdOg3jh572jX0ptX.jpg)
Cleaning Glasses Lifestyle: পুরোনো চশমাটাকেই যদি ঘরে বসে মাত্র কয়েকটি জিনিস দিয়ে ঠিকঠাক করে নেওয়া যায়, ক্ষতি কী?
Cleaning Glasses Lifestyle: আমাদের অনেকেরই প্রতিদিন চশমা পরা অভ্যাস। কিন্তু নিয়মিত ব্যবহারে চশমার কাচে ধুলো পড়ে। আঙুলের ছাপ, তেল আর দাগ জমে যায়। অনেক সময় বারবার মুছলেও সেই ঝকঝকে ভাব আর থাকে না। এমনকী অনেকেই ভাবেন, নতুন চশমা কিনে ফেলাই ভালো। কিন্তু আপনি জানেন কি, খুব সহজ ঘরোয়া উপায়ে আপনি আপনার পুরনো চশমাকেই করে তুলতে পারেন একেবারে নতুনের মত?
ইউটিউবে জনপ্রিয় ঘরোয়া রেমেডি চ্যানেল 'নলিনী মানিক কুকিং' সম্প্রতি একটি অসাধারণ কায়দা দেখিয়েছে। এই কায়দায় মাত্র কয়েক মিনিটে আপনি আপনার দাগ পড়া চশমাকে ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারবেন।
আরও পড়ুন- তলপেট-উরু-কোমর ঝরঝরে রাখতে মালাইকার এই ওয়ার্কআউট ট্রাই করুন! চমকপ্রদ কায়দায় তৈরি বলিউড দিভার রুটিন
যা লাগবে:
এক ফোঁটারও কম টুথপেস্ট (যথাসম্ভব সাদা, জেলজাতীয় নয়)
এক ফোঁটারও কম ভ্যাসলিন
এক চা চামচ
একটি ইয়ারবাড
স্নানের সাবান
পরিষ্কার, শুকনো মাইক্রোফাইবার কাপড়
আরও পড়ুন- 'আমি নন-স্টিক পাত্র ব্যবহার করি না, এতে ক্যান্সারের আশঙ্কা বাড়ে', চরম সতর্কবার্তা চিকিৎসকের
কীভাবে করবেন?
১. প্রথমে চশমার কাচ ও ফ্রেম ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
২. এক ফোঁটা টুথপেস্ট ও ভ্যাসলিন নিয়ে ভালো করে মেশান।
৩. চশমার কাচে হালকাভাবে স্নানের সাবান ঘষে দিন (মোটেও জোরে নয়)।
৪. এরপর সেই টুথপেস্ট-ভ্যাসলিন মিশ্রণ ইয়ারবাড দিয়ে চশমার কাচের দুই পাশে লাগান।
৫. হালকা ঘষে ময়লা ও দাগ উঠিয়ে ফেলুন।
৬. এবার একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে পুরো চশমাটি মুছে ফেলুন।
ফলাফল?
আপনি নিজের চোখেই দেখে অবাক হবেন! দাগ, ধুলা বা ফিকে ভাব— সব কিছু গায়েব হয়ে যাবে। চশমা একেবারে নতুনের মত ঝকঝক করবে।
আরও পড়ুন- রুটি-ভাত একসঙ্গে খাবেন না! পরিবারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষজ্ঞের ৫ সোনার টিপস
সতর্কতা:
কাচে কখনও জোরে ঘষবেন না।
জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করবেন না।
নিয়মিত এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো– সপ্তাহে একবার যথেষ্ট।
আরও পড়ুন- শুকিয়ে যাওয়া গাছও উঠবে বেঁচে! হলুদের গুঁড়ো-লবঙ্গের মিশ্রণেই ফের ফুল ফুটবে আপনার বাগানে
নতুন চশমা কিনতে ভালোই খরচ। তাই পুরোনো চশমাটাকেই যদি ঘরে বসে মাত্র কয়েকটি জিনিস দিয়ে ঠিকঠাক করে নেওয়া যায়, ক্ষতি কী? তাই, এই পদ্ধতি একবার ট্রাই করে দেখুন। ফলাফল আপনাকে চমকে দিতে পারে! পদ্ধতিটা কাজে লাগিয়ে কেমন ফল পেলেন নীচে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তাহলে যাঁদের চশমা আছে, তাঁদের উপকার হবে।