Cockroaches ear prevention: শুনতে ভৌতিক গল্প মনে হলেও, এটা কিন্তু একেবারেই বাস্তব ঘটনা—আপনি ঘুমাচ্ছেন, আর সেই সময় আপনার কানের ভিতরে ঢুকে পড়ছে একটি আরশোলা! ভারতের বহু পরিবারে এই অভিজ্ঞতা হঠাৎ করেই এক বিভীষিকায় পরিণত হয়েছে।
আরশোলা কেন কানে ঢুকে পড়ে?
আরশোলা একটি নিশাচর প্রাণী। দিনের বেলায় এরা লুকিয়ে থাকে এবং রাত হলেই খাবার ও আশ্রয়ের খোঁজে বের হয়। যেহেতু আরশোলা উষ্ণতা, আঁধার ও সরু ফাঁক-ফোঁকরে থাকতে ভালোবাসে, তাই আমাদের কানের খাল তাদের কাছে একটি আদর্শ ফাটল বলে মনে হয়। বিশেষত, যাঁরা মেঝেতে ঘুমান বা রান্নাঘর ও বাথরুম সংলগ্ন জায়গায় থাকেন, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকিটা একটু বেশি।
আরও পড়ুন- মাত্র একচামচ হলুদের গুঁড়োতেই অকালপক্ব চুল ও দাড়ি হবে কালো, জানুন সহজ পদ্ধতি!
যদি কানে ঢুকে পড়ে? কী লক্ষণ দেখা দিতে পারে?
বিশ্বের অনেক হাসপাতালে এমন ঘটনা ঘটেছে যেখানে রোগী তীব্র ব্যথা নিয়ে আসেন এবং পরে জানা যায়, তাঁর কানের ভিতরে একটি আরশোলা জীবিত অবস্থায় ঢুকে পড়েছে।
আরও পড়ুন- কালো দাগ ও বলিরেখা ৩ দিনে দূর করুন, এই ফেসপ্যাক ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল আর টানটান!
কী করবেন না:
আরও পড়ুন- খাবেন আর হাত চাটবেন! যাঁরা একবার খেয়েছেন এই খাবার তাঁদের মুখে লেগে থাকে
সঠিক করণীয় কী?
-
আক্রান্ত কান নীচের দিকে কাত করে রাখুন
-
কানের ভিতরে কিছু না দিয়ে তৎক্ষণাৎ নিকটস্থ ENT বিশেষজ্ঞের কাছে যান
-
যদি পোকাটি জীবিত হয়, ডাক্তারের সহায়তা ছাড়া কিছু না করাই শ্রেয়
আরও পড়ুন- মাত্র ১ সপ্তাহে পাকা চুল ফের কালো, এই ৫ জিনিসেই ম্যাজিকের মত ফল!
কীভাবে এই সমস্যা প্রতিরোধ করবেন?
-
রাতে মেঝেতে ঘুমানো এড়িয়ে চলুন
বিশেষত রান্নাঘর বা বাথরুমের কাছে না ঘুমানোই ভালো।
-
ঘরের ফাটল ও ড্রেন বন্ধ করুন
তেলাপোকা সহজে ঢুকে যেতে পারে এমন জায়গা বন্ধ রাখুন।
-
রাতে খাবার ঢেকে রাখুন
খাবারের গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করে।
-
বাথরুম ও রান্নাঘর শুকনো রাখুন
আর্দ্রতা তেলাপোকার প্রিয়।
-
ইয়াৰপ্লাগ ব্যবহার করুন (বিশেষত শিশুদের ক্ষেত্রে)
যদি বাড়িতে তেলাপোকার উপদ্রব থাকে, এটি ভালো প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
-
মাসে একবার ঘর পোকামাকড়মুক্ত রাখার স্প্রে ব্যবহার করুন
বাজারে অনেক হারবাল ও নিরাপদ স্প্রে পাওয়া যায়।
বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি কতটা গুরুতর?
চিকিৎসকরা জানিয়েছেন, পোকা কানে ঢুকলে স্নায়ুতে চাপ পড়ে, যার ফলে মাথাব্যথা, ভারসাম্যহীনতা এবং দীর্ঘমেয়াদি শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে ইনফেকশনও হতে পারে। আরশোলা শুধু রান্নাঘরে অস্বস্তিকর পরিবেশই তৈরি করে না, রাতে ঘুমের সময়ও এটি আপনাকে বিপদে ফেলতে পারে। তাই ঘর পরিষ্কার রাখা, মেঝেতে না ঘুমানো, এবং পোকা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি। মনে রাখবেন—সতর্কতা থাকলে এই ছোট পোকাটি আপনাকে কিন্তু কাবু করতে পারবে না।