Herbal Face Pack: আমাদের ত্বক প্রতিদিনের দূষণ, সূর্যের তাপ, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস এবং বয়সজনিত কারণে নিস্তেজ আর কালো দাগযুক্ত হয়ে পড়ে। অনেকেই প্রতিদিন নামীদামি ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও ফল পান না। তবে প্রকৃতির গুণেই আপনি ফিরে পেতে পারেন নিখুঁত, উজ্জ্বল এবং মসৃণ ত্বক। আজ আপনাদের জন্য থাকছে একটি ঘরোয়া ভেষজ ফেসপ্যাক পাউডার রেসিপি, চিকিৎসকের মতে যা ৩ দিনের মধ্যেই চেহারায় পরিবর্তন আনবে।
যেসব উপকরণ সমপরিমাণে নিতে হবে:
-
কান্টালোপ পাউডার (Cantaloupe Powder)
-
লিকোরিস পাউডার (Licorice Powder বা মুলেঠির গুঁড়া)
-
নান্নারি গুঁড়া (Nannari Powder – শীতল ভেষজ)
-
কস্তুরী হলুদ গুঁড়া (Kasturi Turmeric Powder – ব্রণরোধী)
-
গরম মসলা গুঁড়া (surprisingly, এটি ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে)
এই পাউডারগুলি আপনি অনলাইনে অথবা আয়ুর্বেদিক দোকান থেকে কিনে নিতে পারেন।
আরও পড়ুন- খাবেন আর হাত চাটবেন! যাঁরা একবার খেয়েছেন এই খাবার তাঁদের মুখে লেগে থাকে
ফেসপ্যাক তৈরির পদ্ধতি:
-
উপরের পাঁচটি গুঁড়ো সমান পরিমাণে মিশিয়ে একটি বায়ুরোধী কৌটায় রেখে দিন।
-
প্রতিবার ব্যবহারের আগে, এই মিশ্রণ থেকে আধা চা চামচ নিয়ে নিন।
-
এতে দিন সামান্য দই অথবা পনির (curdled milk)।
-
চাইলে ২–৩ ফোঁটা খাঁটি মধু এতে যোগ করতে পারেন।
-
মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন যেন একটি পেস্টের মত তৈরি হয়।
-
এটি আপনার মুখ, ঘাড় ও যেসব জায়গায় কালো দাগ আছে সেখানে লাগান।
-
১৫–২০ মিনিট রেখে হালকা গরম জলে জায়গাগুলো ধুয়ে ফেলুন।
আরও পড়ুন- মাত্র ১ সপ্তাহে পাকা চুল ফের কালো, এই ৫ জিনিসেই ম্যাজিকের মত ফল!
ব্যবহার এবং ফলাফল:
-
প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে ৩ দিনের মধ্যেই আপনি ত্বকে জেল্লা লক্ষ করবেন।
-
বলিরেখা ও ছোট ছোট দাগ হালকা হতে শুরু করবে।
-
নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে সমান, উজ্জ্বল এবং মসৃণ।
আরও পড়ুন- নারকেল কোরাতে গিয়ে কি হাতে ব্যথা লাগছে? এই কায়দায় সহজে কোরান নারকেল, লাগবে না ব্যথা
কেন এই ফেসপ্যাকটি গুরুত্বপূর্ণ?
-
কাঁটালোপ পাউডার: ত্বকে হাইড্রেশন ফিরিয়ে আনে
-
লিকোরিস: ত্বকের রঙ উজ্জ্বল করে ও দাগ দূর করে
-
নান্নারি: রক্ত পরিশোধন ও স্কিন কুলিং করে
-
কস্তুরী হলুদ: ব্রণ ও ইনফেকশন প্রতিরোধ করে
-
গরম মসলা: ত্বকে রক্তপ্রবাহ বাড়িয়ে উজ্জ্বলতা আনে
আরও পড়ুন- আপনার বাড়ির গ্যাসের বিল কমাতে চান? বার্নার খুলে এই পদ্ধতিতে পরিষ্কার করুন, অবাক হয়ে যাবেন!
বিশেষ পরামর্শ:
-
যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁরা আগে হাতে বা কানের নীচে এই মিশ্রণটি লাগিয়ে টেস্ট করে নিন।
-
ফেসপ্যাক লাগানোর পর সরাসরি রোদে বের হবেন না।
-
ভালো ফলাফলের জন্য সানস্ক্রিন এবং পর্যাপ্ত জল পান করা অব্যাহত রাখুন।
ত্বকের যত্নে কেমিক্যাল নয়, ভরসা রাখুন আয়ুর্বেদিক উপাদানে। মাত্র কয়েকটি সাধারণ জিনিস দিয়েই আপনি তাহলেই পেতে পারবেন পার্লারের মত ফলাফল। একবার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন এই পাউডার ফেসপ্যাক ঠিক কতটা কার্যকর।