AC Lifestyle India: মাত্র ২টি স্পঞ্জ। আর, তাতেই আপনার ঘর এসি ছাড়াই এসির মত ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিল না বাড়িয়েও আপনার ঘরকে ঠান্ডা রাখার এই কৌশলটা শিখে নিন। গরমের সময় ঠান্ডা জায়গার চাহিদা ক্রমশ বাড়ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদাও। এই পরিস্থিতিতেই এসির বিকল্পের খোঁজ চালাচ্ছেন অনেকেই। কারণ, এসিতে বিদ্যুতের যে লম্বা-চওড়া বিল আসে, তার জন্যই যত মাথাব্যথা।
এবার দেখা যাক, এই গ্রীষ্মে গরম থেকে বাঁচতে কী করা উচিত। প্রাকৃতিক পদ্ধতির সঙ্গে কয়েকটি স্মার্ট কৌশল জুড়ে আপনি আপনার বাড়ির ভিতরে আটকে থাকা তাপ এবং গরম বাতাস বের করে দিতে পারেন। আপনি এখন প্রতিদিন এসি আর এয়ার কুলারের মত যন্ত্রপাতি ব্যবহার করে কীভাবে আপনার বিদ্যুৎ বিলের বৃদ্ধি কমাতে পারেন, সেই কায়দা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখানো হয়েছে।
আরও পড়ুন- ঘরে এই জিনিসগুলো রাখলে উপচে পড়বে অর্থ, মিলবে ব্যাপক সম্মান, কী বলছে বাস্তুশাস্ত্র?
এবং
আরও পড়ুন- সাদা চুল কালো করার ৩টি সহজ ঘরোয়া উপায়, নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও
ঘর ঠান্ডা রাখার বিভিন্ন কায়দা:
-
জলে অল্প ফ্যাব্রিক ফ্রেশনার বা পুদিনা তেল দিলে ঘর ঠান্ডা হওয়ার পাশাপাশি সুগন্ধিও ছড়াবে।
-
ফ্যানের পাশে বরফের পাত্রও রাখতে পারেন ঘরে বাড়তি ঠান্ডা পাওয়ার জন্য।
-
জানালায় ঘন পর্দা ব্যবহার করলে বাইরের গরম বাতাস রোধ করা সম্ভব হবে।
-
দুপুরে ছাদে জল ঢাললে ঘরের তাপমাত্রা কিছুটা কমবে।
আরও পড়ুন- ডিম না পনির, কোনটিতে বেশি প্রোটিন আছে, কী খেলে আপনি হবেন হাট্টাকাট্টা?
এবং
আরও পড়ুন- আয়ুর্বেদিক শ্যাম্পুতে করুন কেল্লাফতে! চুল হবে ঝলমলে, মসৃণ আর গোড়া থেকে মজবুত
এছাড়া যেটা করতে পারেন
এসি ছাড়াই আপনার ঘরকে ঠান্ডা করতে, একবাটি জল নিন। সুন্দর গন্ধের জন্য একটু ফ্যাব্রিক ফ্রেশনার কমফোর্ট তাতে দিন। এক টুকরো তুলো নিন এবং অর্ধেক করে কেটে নিন। তুলোর বলগুলো জলে ভিজিয়ে রাখুন এবং সেগুলো তরলকে শুষে নিতে দিন। ভেজা স্পঞ্জগুলো রাতভর ফ্রিজে রেখে দিন। একটি ডিসপোজেবল প্লাস্টিকের বোতল নিন এবং তার পাশে দুটি গর্ত করুন। ছিদ্রগুলোতে দড়ি দিয়ে বেঁধে আগে থেকে চুপসে যাওয়া তুলো দিয়ে বেঁধে টেবিল ফ্যানের পিছনে ঝুলিয়ে দিন। এরপর ঘর বন্ধ করে দিন, আধঘন্টা পর দেখবেন যে ঘর ঠান্ডা হয়ে গেছে।