Hair Lifestyle: সাদা চুল কালো করার ৩টি সহজ ঘরোয়া উপায়, নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও

Hair Lifestyle: অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? আয়ুর্বেদিক ঘরোয়া টোটকায় প্রাকৃতিকভাবে ফেরান চুলের কালো রং। বহুদিন চুল কালো থাকবে। ফিরে পান হারানো আত্মবিশ্বাস।

Hair Lifestyle: অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? আয়ুর্বেদিক ঘরোয়া টোটকায় প্রাকৃতিকভাবে ফেরান চুলের কালো রং। বহুদিন চুল কালো থাকবে। ফিরে পান হারানো আত্মবিশ্বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Hair Lifestyle: কথায় বলে, চুলই মানুষের সৌন্দর্য।

Hair Lifestyle: কথায় বলে, চুলই মানুষের সৌন্দর্য। (প্রতীকী ছবি)

Hair Lifestyle India: আজকের মত দ্রুত এবং ব্যস্ত জীবনযাত্রায়, অল্প বয়সেই চুল পেকে যাওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কোনও বয়সে চুল পেকে যায়। যা আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলে। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই তাঁদের চুল কালো করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। 

Advertisment

প্রাকৃতিকভাবে চুল কালো করুন

এজন্য খরচ নেহাত কম হয় না। বেশিদিন চুল কালোও থাকে না। তার জন্য, আপনি কিছু দেশীয় পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে আপনার সাদা চুল কালো হয়ে যাবে, আর এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এজন্য আপনি যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো হল:-

আরও পড়ুন- ডিম না পনির, কোনটিতে বেশি প্রোটিন আছে, কী খেলে আপনি হবেন হাট্টাকাট্টা?

Advertisment

আমলা বা আমলকি

আয়ুর্বেদে, আমলকিকে অমৃত ফল হিসেবে বর্ণনা করা হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চুলকে গোড়া থেকে মজবুত করে। এটি খেলে চুল প্রাকৃতিকভাবে কালো হয়। আপনি আপনার চুলে আমলকির তেল অথবা আমলকির গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন এবং মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।

আরও পড়ুন- আয়ুর্বেদিক শ্যাম্পুতে করুন কেল্লাফতে! চুল হবে ঝলমলে, মসৃণ আর গোড়া থেকে মজবুত

কারি পাতা এবং নারকেল তেল

চুল কালো করার জন্য আপনি কারি পাতা এবং নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এজন্য, নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে নিন এবং তেল ঠান্ডা হয়ে গেলে চুলের গোড়ায় লাগান। এটি কেবল চুলকে পুষ্টিই জোগায় না, বরং চুলকে গোড়া থেকে কালো করে তোলে।

আরও পড়ুন- ভুবনেশ্বর AIIMS-এ কবে, কখন কোন চিকিৎসক বসেন? কীভাবেই বা এখানে ডাক্তার দেখাবেন?

এবং 

আরও পড়ুন- মাত্র অল্প কিছু জিনিস, ঘরেই বানিয়ে ফেলুন ফেসিয়ালের পার্লার! রোজগার করুন দু'হাত ভরে

ভ্রিংরাজ বা ভৃঙ্গরাজ

সাদা চুল কালো করতে আপনি ভ্রিংরাজ বা ভৃঙ্গরাজও ব্যবহার করতে পারেন। আসলে, আয়ুর্বেদে, ভ্রিংরাজকে 'চুলের রাজা' বলা হয়। এটি ব্যবহার করলে চুল সাদা থেকে কালো হয়ে যায় এবং এতে চুলের ভালো বৃদ্ধিও হয়।

India lifestyle hair