/indian-express-bangla/media/media_files/2025/09/29/durga-puja-2025-2025-09-29-21-52-17.jpg)
Durga Puja 2025: দুর্গা পূজা ২০২৫।
Maa Durga Puja 2025: প্রতিবছর দুর্গাপূজায় নানা ধরনের প্রতিমা তৈরি হয়—ধান, পাট, মাটি বা আধুনিক শিল্পশৈলীতে। তবে শাস্ত্রমতে মা দুর্গার প্রতিমা কেবল বাহারি বা দৃষ্টিনন্দন হওয়াই যথেষ্ট নয়। মা দুর্গার পূজা হয় ধ্যান, মন্ত্র এবং শাস্ত্রানুসারে। প্রতিমার সঠিক রূপ, দেবীর অঙ্গ-প্রত্যঙ্গ, হাতে অস্ত্র, পদমূলে মহিষাসুরের অবস্থান সবই শাস্ত্রে বলা আছে।
শাস্ত্রে বলা হয়েছে, দেবী দুর্গার ধ্যানের মাধ্যমে তাঁর প্রকৃত রূপ উপলব্ধি করা যায়। ধ্যানমন্ত্রের একটি অংশের অর্থ হল- 'ওঁ জটাজুটসমাযুক্তামর্দ্ধেন্দুকৃতশেখরাম্…।' অর্থাৎ, যাঁর জটাযুক্ত কেশরাশি, ত্রিনয়নযুক্ত চন্দ্রসদৃশ মুখ, পীনোন্নত এবং নবযৌবনসম্পন্ন, তিনি মহিষাসুরের বিনাশকারিণী। ধ্যানের মাধ্যমে ভক্তরা দেবীর মহিমা, শক্তি ও করুণা লাভ করেন।
আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?
প্রতিমার আঙ্গিক এবং অস্ত্র
আরও পড়ুন- দেবী দুর্গার কলাবউ! এর প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে মহাশক্তির রহস্য?
দেবী দুর্গার ডানহাতে রয়েছে ত্রিশূল, খড়গ, চক্র, তিক্ষ্ণবাণ। বামহাতে রয়েছে ঢাল, ধনুক, নাগপাশ, অঙ্কুশ, ঘণ্টা বা কুঠার। মহিষাসুরের প্রতীকী দেহ প্রতিমার পদতলে দেখানো হয়। দেবীর পদক্ষেপ ও অস্ত্রের অবস্থান অনুযায়ী শক্তির সঠিক প্রকাশ ঘটে। তাই শুধু বাহারি প্রতিমা তৈরি করে পূজা করাই যথেষ্ট নয়।
আরও পড়ুন- সপ্তমীতে দেবী কালরাত্রির উপাসনা, কে দেবী কালরাত্রি, দুর্গাপূজার সঙ্গে তাঁর সম্পর্ক কী?
ধ্যান, মন্ত্র জপ, প্রদীপ জ্বালানো এবং প্রসাদ বিতরণ—এগুলো মিলিয়ে পূজা করলে দেবীর পূর্ণ আশীর্বাদ লাভ হয়। ভক্তরা বিশ্বাস করেন, ঠিকভাবে পূজা করলে পরিবারে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি আসে।
আরও পড়ুন- দুর্গাপূজায় পঞ্চমী থেকেই এখন 'মহা' শব্দটা জুড়ে দেওয়ার চল, শাস্ত্র কী বলে?
দেবীর ভক্তির পদ্ধতি হল- তাঁর ধ্যান ও মন্ত্র জপ, প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানো, ফুল ও প্রসাদ অর্পণ, দান করা, দেবীর রূপ এবং অস্ত্রের অবস্থান সম্পর্কে সচেতন থাকা, অন্তর থেকে ভক্তি ও মানসিক পবিত্রতা বজায় রাখা। তাই লোকদেখানো বাহারি প্রতিমা নয়, শাস্ত্রানুসারে পূজা করা ও ধ্যান করাই দেবীর আসল পূজা। প্রতিমার সঠিক আকার, অস্ত্রের অবস্থান, ধ্যান ও মন্ত্র মেনে ভক্তিভরে পূজা করলে দেবী দুর্গা সবরকম অভীষ্ট ফল প্রদান করেন। এমনটাই বিশ্বাস ভক্তদের।