/indian-express-bangla/media/media_files/2025/03/11/AFw53gQF12Yx0Uuve6Uo.jpg)
Horoscope: রাশিচক্র।
Rashifal Remedies, 03 October 2025: আমাদের প্রত্যেকের জীবনে গ্রহ-নক্ষত্রের বিরাট প্রভাব রয়েছে। যার জেরে আমাদের নানারকম দুর্ভোগ পোহাতে হয়। আবার এই গ্রহের দৌলতে আমরা সৌভাগ্যও পাই। তবে, সেজন্য আমাদের জ্যোতিষ সংক্রান্ত কিছু টিপস মেনে চলতে হয়। দেখে নেওয়া যাক, কী সেই সব টিপস।
মেষ/ Aries রাশিফল Rashifal
ঘরে দরজা জানালায় চিক লাগালে আর্থিক অবস্থার জন্য শুভ হবে।
আরও পড়ুন- গান্ধীর পোশাক, অনন্য জীবনধারার প্রতিফলন
বৃষ/ Taurus রাশিফল Rashifal
কাক কে রুটি ও সাদা পাউরুটি খাওয়ালে তা আপনার আর্থিক বিকাশের জন্য খুবই ফলপ্রসূ হবে।
আরও পড়ুন- জাতির জনক! মহাত্মা গান্ধীর জীবনের এই ইতিহাসটাগুলো জানতেন?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
পরিবারে শুভ শক্তির বৃদ্ধির জন্য কোনও অশ্বথ বা বট গাছের কাছে বা নিজের গৃহে কোনও মাটি দিয়ে পূর্ণ পাত্রে ২৮ বিন্দু তেল ফেলুন।
আরও পড়ুন- কাজে লাগান এই দরকারি টিপস, দূর করুন আজকের দুর্ভাগ্য
কর্কট/ Cancer রাশিফল Rashifal
৯ বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান, এর ফলে আপনি সুস্বাস্থ্য লাভ করবেন।
আরও পড়ুন- দুর্গাপূজা দেবী অপরাজিতার পূজা ছাড়া সম্পূর্ণ হয় না, শাস্ত্র কী বলছে?
সিংহ/ Leo রাশিফল Rashifal
ঘন ঘন নীল রঙের জামা কাপড় পরিধান করলে তা আপনার প্রেম জীবনের জন্য সহায়ক হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
প্রেম জীবন মধুর করতে প্রতিদিন মধু খান।
তুলা/ Libra রাশিফল Rashifal
আপনার সঙ্গে প্রেমিক বা প্রেমিকার খুব ভালো বোঝাপড়ার জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢালুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবনকে সুন্দর করে তুলবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
কাঁচা কয়লা সন্ধে বেলা জলে ছুড়ে ফেললে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করতে প্রাতঃকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের সময় ১১বার গায়ত্রী মন্ত্র জপ করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য মহান, বুদ্ধিমান, শিক্ষিত ও বিদ্যান, ব্যক্তিদের যথার্থ সন্মান দিন।
মীন/ Pisces রাশিফল Rashifal
একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরলে আর্থিক স্থিতি মজবুত হবে।